Nirmal Dutta   (Nirmal...)
98 Followers · 131 Following

read more
Joined 20 April 2018


read more
Joined 20 April 2018
29 MAY 2021 AT 0:02

আকাশ অসীম,, তাই স্থান খোজা অবান্তর,,
তাই নিজেকে পুড়িয়ে শেষে আসতে হয় পৃথিবীর বুকে,,,,
ঠিক যেভাবে ঘরে ফেরে দিনের শেষে ক্লান্ত শরীর,,,,,,,,,,,,,

-


23 MAY 2021 AT 21:00

আবার এসেছি ফিরে তোমাদেরই কাছে,,
ভাবের মর্ম ভাবই বোছে,,কি শুক আছে এতে
লিখব আবার নতুন কিছু
ভরিয়ে দেবো পাতা
আমার সহজ সরল ভাষা,, কাব্যে মাথামোটা

-


21 DEC 2019 AT 22:52

ফিরতে চাওয়া গোপন আশা
নেশায় মত্ত ভালোবাসা,,,
এসব কিছুই গল্প,,
হয়তো আমি আমিই আছি, হয়তো কিছু বদলে গেছি
আফসোসটাও অল্প..........

-


25 OCT 2018 AT 21:45

ক্ষনিকের অভিমান,,,ভালোবাসা বেশি,,
দূরে গিয়ে মনে হয় আরো কাছে আসি।।

-


14 AUG 2018 AT 23:29

আজকে যারা গায়ের জোরে
দেশকে বেঁচে পকেট ভরে
করবে তারে মাফ??
তুমি নাকি ভারতবাসী
রক্তে তোমার দেশের মাটি
করছ কেনো পাপ?

হও সচেতন ঘুমিও না আর
আমরা পারি আনতে আবার
নতুন স্বাধীনতা,,,
যেথায় আমরা রাজা আমরা প্রজা
জাতে জাতে বিভেদ  খোঁজা
থাকবে নাতো আর।।।।।

-


1 JUN 2018 AT 22:34

শীত বর্ষা দুটোই ঋতু
বাকিরা আজ অস্তাচলে
সারা বছরই ডাকছে কোকিল
শিউলি ফুটছে ডালে ডালে,,

-


1 JUN 2018 AT 14:32

আমিও আছি নিমন্ত্রিত
সঙ্গ দেবো তোমার সাথে,,
সাঁকোর কোনে দাঁড়িয়ে আছি
আসবে বলে অপেক্ষাতে,,,

-


27 MAY 2018 AT 19:42

সুখ দুখ সব মনের খেলা,,,
আসলে সবাই সুখী,,
সুখের হাজার কারণ থেকেও
একটি কারণে দুখি,,,,,,,,,

-


9 MAY 2018 AT 15:04

যদি আমি বাংলা ছাড়া সব ভাষা যাই ভুলে
যদি আমি সুখ খুঁজে পাই বাংলা কথা বলে,
তবে তুমি মুর্খ ভেবে করবে অবহেলা??
আমি তখন গাঁথব বসে বাংলা গানের মালা।
হয়তো তুমি বলবে মোরে কি স্বাদ আছে এতে?
বলব আমি, "রবীন্দ্রনাথ "পারবে ভুলে যেতে??

-


6 MAY 2018 AT 12:10

don't leave anything
just
change everything,,,,

-


Fetching Nirmal Dutta Quotes