হারিয়ে যাওয়া
সত্য মিথ্যা সাহিত্য ইতিহাস বিজ্ঞান
অদ্ভুত অভিজ্ঞতার পরিচয়
সমস্ত প্রতিফলনের বিপরীত
ভিন্ন এক সংগ্রাম
সবে পথ শুরু
অনেক চলমান পথ বাকি
ধোঁয়াশা কুয়াশায় আচ্ছন্ন
দৃষ্টিশক্তি ক্ষীণ
এগিয়ে যাওয়ার প্রবল সাহস
গন্তব্যের অপেক্ষা-
কিছু লেখা তুলে ধরি✍️
হাত আমার খুবই কাঁচা
ভুল ত্রুটির মার্জনা আশা করি🙏
F... read more
ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি
হ্যাঁ এটাই আমার শক্তি
কিন্তু পেতে চাই না কাছে
কাছে পেলেই আমি দুর্বল
তুমি দূরের থেকেই সুন্দর
ঠিক ওই সূর্যাস্তের সূর্যের মত।
কাছে পেতে ইচ্ছা করে তোমায়
কিন্তু চাই না পেতে কাছে
শুধু কাছে পেয়ে দূরে চলে যাওয়ার ভয়ে।
আর যদিও ভালোবাসো
পারবেনা সারাজীবন আগলে রাখতে
পারবেনা সারাজীবন থেকে যেতে
একদিন তোমার আমার অজান্তেই দূরে চলে যাবে।
আমার ভালো টা যতটা ভালো
আমার খারাপ টা ততটাই খারাপ
তাই পারবেনা আমায় সারাজীবন সামলে রাখতে।
তাই তুমি দূরেই সুন্দর
দূর থেকেই তোমায় ভালোবাসি
চাইনা পেতে কাছে
হ্যাঁ তুমি দূরেই সুন্দর
ঠিক ওই আকাশের চাঁদের মত
দূর থেকেই তোমায় ভালোবাসি।-
লেখাটা আজ তোমাকে নিয়েই হোক
যদিও তোমাকে নিয়ে লেখার সাধ্য আমার নেই
সামান্য কিছু বর্ণ শব্দ তোমাকে বোঝাতে ব্যর্থ
তুমি হলে এমন একজন যে আমার নিজের থেকেও আমাকে ভালো বোঝে
পৃথিবীর সব অভিযোগ সব অভিমান আমার তোমার উপর,
কারন বৃথা এই পৃথিবীতে তুমিই একমাত্র বেচেঁ থাকার পথ দেখাও
তুমিই একমাত্র যার চোখে আমি অদূর ভবিষ্যৎ দেখতে পাই
সারাদিনের ব্যস্ততা ক্লান্তি একমাত্র তোমার কোলেই শেষ হয়
সমস্ত রাগ জেদ সহ্য করে তুমিই দিন শেষে আমায় আপন করে নাও
তুমি আর কেউ না এ জগতের শ্রেষ্ঠ প্রেমিকা
তুমি আর কেউ না আমার মনের মানুষ
তুমিই আমার মনের শান্তি-
চাই না যেতে তার কাছে
তবু কেনো চলে যাই
চলে গেলে আবার কেনো
মন চায় থেকেই যাই-
আমি আশায় বসে আছি
তুমি জানো বলেই,
আমি প্রদীপ জেলেছি
তুমি আগলে রাখবে জেনে।
তুমি জানো বলেই,
আজ সাহসী হয়েছি আমি
তোমার সাথেই সফলতার স্বপ্নে।-
ভালোবেসেছি এক রাজকুমারীকে
কোনো এক রূপকথার গল্পে
অপেক্ষা কেবল রাজা হওয়ার
রাজকুমারীকে চেয়ে-
পড়িনি প্রেমে আমি
তোমার ওই রূপে
পড়িনি প্রেমে আমি
তোমার ওই গুনেও
তোমার চোখে তো সবাই ডোবে
আমি তোমার কণ্ঠে ডুবেছি।
হারিয়ে যাবে তোমার রূপ
দুদিন পরে এসে
গুন তোমার কি হবে
অবসর সময়ে।
আমি তো চাই ওই কণ্ঠ
যাতে আমি শুনবো তোমার সব গল্প
দুজন পাশাপাশি বসে,
হারবেনা সে ভালোবাসা
দিনের শেষে এসেও।-
নতুনের দিকে চেয়ে দেখো হে
ভুলিয়া যাও বেদনা
জীবন হবে সুখময়
কষ্ট যাবে ঘুচিয়া-
জানিনা কখন কিভাবে, দেখা হয়েছিল যে,
অপ্রত্যাশিত ছিলো সে, বৃষ্টিভরা রোদে।
জানিনা কখন কিভাবে, এসেছিল চলে,
অজান্তেই কোনো এক অদ্ভুত আশ্চর্যে।
কাছের হয়ে গেছিল সে, জানিনা কখন কিভাবে।
জানিনা সেই দিনটা যেদিন, নতুন ছবি চোখে,
লেখা নেই প্রথম অনুভূতিটা, নীলে সাদার উপরে।
অনেক কাছে ছিলাম যেন, দুজনের অজান্তে
তবে ছিল দূরত্ব কিছু, যেমন ট্রামলাইনে থাকে।
দূরের থেকে দেখে যেন, আকাশ সমুদ্রের নীলে
অনেক দূরে থেকে ও তারা পাশাপাশি মেশে।
না জেনেই এই কাছে আসা, না জেনেই দূরে
দূরত্ব টা না থাকলে আর কিসের কাছে আসা।-
খুঁজে পাই শুধুই
পাখির ডাকে ভেঙে ঘুম
চোখ খুললেই তুই
সূর্যোদয়ের আলোয় মেখে
ভেসে ওঠে শুধুই
অসামান্য সুদরের
প্রতিভা শুধু তুই।-