Paid Content
-
খুবই সাধারন মেয়ে, বড় কিছু প্রত্যাশা করি না।
আব্দার... read more
একটা Co-incident এর জন্য আকস্মিক ভাবে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা তৈরী হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বন্ধুত্ব টা এতটাই গভীর হয়ে গেল দুজনেই দুজনের এতটাই ক্লোজ হয়ে গেলাম কখনোই বুঝতেই পারিনি ।কিন্তু এখন জীবনের এমন এক পর্যায়ে এসে উপলব্ধি করলাম যে- আমাদের বন্ধুত্বের সম্পর্ক টা বন্ধুত্বের থেকে অনেক বেশি আর ভালোবাসার থেকে অনেক বেশি গভীর,,, আর তখনই তৈরী হলো দুজনের মধ্যে বিভেদ প্রাচীর!!
বেশ কয়েক দিন হলো আমাদের মধ্যে কোনোরকম যোগাযোগ নেই, বারবার মন চাইছে কথা বলতে, বারবার মন চাইছে সেই আগের মতো খুনশুটি করতে, আগের সেই পুরনো বন্ধুটাকে ফিরে পেতে। কিন্তু আজ চাইলেও পারছিনা!
যদি তোমাকে একবার বোঝাতে পারতাম কতোটা ভালোবাসি তোমায়, কতোটা চাই তোমাকে! তোমাকে কি করে বোঝাবো কষ্ট আমারও হয়, তোমার কথা মনে পড়লে চোখে জল আসে, খুব খুব অভিমান আমারও হয়! তুমি আজ আমার থেকে দূরে থেকেও আমার অনেক কাছে। আমার প্রত্যেকটা অনুভূতিতে, তাই কাছে থেকেও আবার অনেক দূরে। কিন্তু জানো, হয়তো আজ সব যান্ত্রিককতাতে চাপা পড়ে গেছে, সব যোগাযোগ শেষ হয়ে গেছে, সব ধরাছোঁয়ার বাইরে চলে গেছো! তবুও বারবার মনে হয় তুমি আমার সাথেই আছো, আমার কাছেই। আজও তুমি আমার অনুভূতি তে। পুরোনো স্মৃতিকেই আঁকড়ে আমি নীরবে তোমায় ভালোবাসবো।-
।।কৌতুহলের ভিড়ে দায়িত্বের বেড়াজাল।।
কেনা ডায়েরির পাতা একে একে আসছে ক্রমে কমে
অভিমান দিয়ে অভিমানের ঘর ভরাচ্ছি ভালোবাসার নামে
তপ্ত জ্বরে পুড়ে ;নোনা জলে ভিজে আসছে শরীর
পারদের মাত্রায় চোখ রাখতেই হঠাৎ মনে পড়ে পচা-গলা উচ্ছিষ্টের মাঝেও কৌতুহলের ভিড়
দোমনা আনমনায় বুনছি অবুঝের শীতল-পাটি
মন বলে তবু ছিন্ন পালের কাছে হাল ছেড়ো না দুঃখ পিপাসার ভারে; ভুলে শত দুঃখ-ক্ষত
হাসতে হবে মিষ্টি রোদের মতো।।
ইচ্ছে গুলো বড্ড বে-রঙিন
পা বাড়ালেই এদিক-ওদিক দায়িত্বের পাঁকে যাচ্ছি পুঁতে কোমর অবধি
বেকায়দায় বেহিসাবি বোবা মনে জাগে ধূসর দ্বীপ
ক্ষীণ লাইটহাউসের গন্তব্য আলোকবর্ষ দূরে
উষ্ণ দুটি ঠোঁটে ঠোঁট দিয়ে টেনে নেওয়ার বিষাক্ত নেশা ডুবেছে তার অবহেলার নিকোটিনে!
অসার দেহ খানি যেনো ক্ষোভে তীব্র লেলিহান
রাত্রি নিঝুম জ্যোৎস্না মাতে, ছিঁড়ে ফেরে মনের হালকা পাতের টিনের চাল
কে চায় নিয়ে থাকতে ব্যথার পাহাড়?
ছোটো গল্পেই মুষরে সমাপ্তি ঘটায় উপসংহার
সূচনায় এলেও ভাবনা রচতে উপন্যাসের বর্ণমালা
হিসাবে হলেও গড়মিল , অন্তে থেকে যায় শুধুই অমূল্য স্মৃতি চারনা!!-
খুচরো কিছু স্মৃতি কাটে আঁকিবুকি প্রভাতে-নিশিদিন
সান্ত্বনার দরজায় ধাক্কা, নিরাশ ও শব্দহীন
নিরুপায় মুঠোফোন স্তব্ধ কিছুক্ষণ
ভাব-সাগরে এলো বোধহয় স্রোতের বিচ্ছুরণ
নাহ্, সে শুধুই ছিল ভ্রম কুয়াশার আচ্ছন্নতায়
মুহূর্তের ভাগে হয়ে বিভক্ত পাই দিশা আসতে নিজ বিচ্ছিন্ন শহরটায়-
--কমছে গুরুত্ব,বাড়ছে দুরত্ব
--তোমার কাছে হচ্ছি ক্রমে ফেলনা
--তোমায় হারিয়ে আজ নিঃস্ব সব জানালা-
।।তুমিই কেবল জানোনা।।
জীর্ণ পাতা যে যায় ক্ষয়ে অকালের তরে
মলিনতা যায় মুছে ঝড়ের দাপট সয়ে-সয়ে
তিক্ত তবুও শুধুই ঢেলে যায় সুরের মধু
বে-সুরে একলা তীরের অগভীর মহীখাতে
নেই তো বালি প্রান্তরে প্রাণ এক বিন্দু
হাতরে-হাতরে কুরোই অভিমান পাতাঝরা বসন্তে
ভাঙা-ভাঙা কষ্টের পাতা উল্টে যেতে চাই দ্রুত
রাত্রির জল পেরোতে দিন আসুক মুঠো ভরে
আঁজলায় ভরে দেবো সবুজ শ্যামল মন-মোহিত
বছর ঘোরা দেসলাই বাক্সের ফ্যাকাসে বিবর্ণতার মাঝে
কালীমাখা শাড়ীর আঁচলের তলায় রয়েছে নিংরানো অশ্রু-অমৃত
চিরস্থায়ী নয় ভেবে মেনে নিই;
আলোর জোয়ার হানতে পুরোনো ডায়েরির ভাঁজে
ঢের দূরে নক্ষত্রের চোখে বিস্ময়ের প্রকাশ
উথাল ঢেউয়ে সমুদ্রে মাঝে দীর্ঘ-শ্বাস
যাকে নিয়ে মন খারাপের কাব্য রচনা সেই তো মিছে;
বাস তার অভিনয়ের সাজে!
-