নীলাঞ্জন চক্রবর্ত্তী   (Nilanjan chakraborty)
116 Followers · 19 Following

read more
Joined 24 May 2017


read more
Joined 24 May 2017

Your subconsciously taken images are one of your masterpieces!!

-



এই শঠ জগতের অনেক মুখোশ বাসলো আমায় ভালো।
শুধু আঘাত টুকুই মানুষ করে, চিনতে শেখালো আলো!

-



“জীবনে সফল হওয়ার জন্য তাঁদের দ্বারা অনুপ্রাণিত হও যারা তোমার থেকে বেশি সফলতার স্বাদ পেয়েছেন।

আর জীবনে সুখী হওয়ার জন্য তাঁদের উঠোনে পা রেখে দেখো যারা তুমি অপেক্ষা অনেক বেশি অ-সুখী!!”

-



কবির কলমে সন্ধ্যা নামুক, নোলক শোভিত মুখে।
হৃদকম্পনে প্রেমস্পন্দন ছন্দ বাঁধুক সুখে!!

-



এই পৃথিবী, এই সমাজ, সমাজের বাসিন্দারা, সামাজিক প্রয়োজনীয়তা, বিলাসিতা, চাহিদা, লালসা, বন্ধু-বান্ধবী; এমনকি জনম ঋণের বোঝা বহনকারী পিতা-মাতার আগেও—

“তোমার ‘তুমি’ কে তোমার চিনে ওঠা সবচেয়ে বেশি প্রয়োজন!”

-



বকেয়া ক্ষতির হিসেবটুক, মিটিয়ে দেবো সুদে- আসলে।
আবেগ সাথী কলম প্রিয়, দিলাম তোমায় ছুটি।
কবি হত্যার কিনারা হয়না, ভিড় ঠাসা ওই শব্দ-মিছিলে।
শুষ্কতাতেও সিক্ত ভীষণ সমালোচকের নয়ন দুটি!

-



এমন একটা ঝগড়া হোক।
যার অজুহাতে আবার কাছে আসা যায়,
সমস্ত অভিযোগের ভিড় ঠেলে!

-



কাল ধরো যদি হঠাৎ হারিয়ে যাই,
খুঁজবে কি আর আমার ঠিকানা দূরে?
ডাকবে কি আর প্রিয় ডাকনাম ধরে?
ভুলবে বোধহয় জগৎ ঋতে তাই!

যদি পড়ার ঘরে নাইবা খুঁজে পাও।
ছুট্টে কি যাবে অফিস মোড়ের পাড়ায়?
খুঁজবে ভিড়ে, কে সস্তা তামাক পোড়ায়?
অচীন মুখে— চেনা আদল খুঁজে যাও!

কোনো মর্গে যদি আমার খোঁজটি মেলে।
আসবে কি তুমি দেখতে একটিবার?
অভিমানী ঐ চোখে— করবে তিরস্কার?
বংশী সুরে শান্ত তখন; ‘পাগল ছেলে!’

বৃষ্টিভেজা দুঃস্বপ্নে, আসবো আমি ফিরে।
মন ছিন্ন ছন্দ, দেবো শব্দ সূত্রে জুড়ে!

-



ছিন্ন ছন্দে, ভিন্ন মাত্রা— নষ্ট খানাখন্দে।
রুদ্র রূপে, শুদ্র পূজা— ’দ্বন্দ্ব’ পোষে রন্ধ্রে!

-



আমার অনি কাঠগোলাপের চারার মতই শান্ত।
শব্দকাঙ্গাল ঠোঁটটি হলেও কলম বেজায় ব্যস্ত!

জীবন ঋতে বিপরীত শ্লোক, লিখতে ভালোবাসে!
অন্তমিলে সুখটি খুঁজে সে সরলরেখায় বাঁচে!!

-


Fetching নীলাঞ্জন চক্রবর্ত্তী Quotes