চাই না কিছুই আর,
মনের মধ্যে যত গোপন কথা
জমানোই থাক এবার।-
ব্যাকরণ তো জানিই না, তাহলে মানবো কিভাবে🤔
লেখাতে কোথাও ত... read more
তুমি আমি পাশাপাশি থাকি চলো আলোর কাছাকাছি;
অভিমানদের দূরে রেখে দুজন দুজনাতে মত্ত আছি।।-
আমি রয়েছি তার অবাধ্যতায়
ব্যস্ততম দিনের তিক্ততায়,
আর সে...
সে রয়েছে আমার ব্যাকুলতায়
ব্যস্ততম দিনের অপেক্ষায়।-
মনের এই খোলা জানালায় থমকে দাঁড়ায় রোজ,
যদি তুই একটিবারও আসিস নিতে খোঁজ;
বৃথা এ অপেক্ষাদের কি করে আর বোঝায়,
ছেড়ে যাওয়ার বাহানা দিয়ে তারা ইচ্ছে করেই হারায়।-
মুখ লুকিয়ে তার বুকেতে ভুলতে চেয়েছিলাম সব কষ্টগুলো;
হঠাৎ করেই বুঝলাম, না জানা কারনে বাড়ছে যেন সব দুঃখগুলো।-
মেঘেদের কোলে,
রঙ-বেরঙের ফুল দোলে;
নীল আকাশের চাঁদে,
নতুন স্বপ্ন বাঁধে-
রূপকথাদের এমন দেশে,
যেতাম যদি মিশে!
বাস্তব থেকে দূরে
যেতাম বহুদূরে।।
-
প্রত্যাশাদের ঘিরে,
অভিমানদের ভিড়ে-
অশান্ত এই মনে
খুব গোপনে;
একটুখানি শান্তিই তো চাই
যা এই পৃথিবীতেই নাই...-
কি...সবাই ঠান্ডাতে কাঁপছো তো দেখছি,
এই দেখো আমি সক্কাল সক্কাল স্নান সেরে ফেলেছি😁-
আর যা কিছু ভালো
সেসব নিয়েই এত গুলো দিন গেলো,
মন্দ গুলো ছন্দ বেঁধে কোথায় হারালো?
মাঝ সমুদ্দের দস্যু বুঝি নিয়ে তাদের গেলো,
নাকি রাজপুত্তুর পুটলি করে বেঁধে তাদের নিল!
যেথায় গেছে যাক
কেবল ভালো টুকুই থাক;
সবাই এবার শুধুই সুখের দেখা পাক।
মন খারাপের অসুখগুলো নিরুদ্দেশেই থাক,
ছোট্ট সুখের পরি এসে দুঃখ সকল উড়িয়ে নিয়েই যাক।-