।। শত্রু কখনোই বিশ্বাসঘাতকতা করেনা
বিশ্বাসঘাতকতা করে শুধুই কাছের মানুষ ।।-
না হলো বলা ,না হলো লেখা"
পৃথিবীটা বড়ই অদ্ভুত....
চোখ কাঁদলে সবাই দেখে,
অথচ মন কাঁদলে কেউ দেখে না।।-
ব্রেকাপ এর পর সে চোখের জলে বলল,
"বিশ্বাস কর তোমার সাথে কাটানো মুহূর্ত গুলোই আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে"-
" সত্যিকারের ভালোবাসা বোঝে
হৃদয়ের স্পন্দন,
তাইতো হারিয়ে গেলে চলে আসে
নয়নের ক্রন্দন ।।"
-
শীতের হাড়কাঁপানো রাতে ,
সবাই যখন ঘুমোয় ,
আমি জেগে থাকি
অন্ধকারের শুন্যতায়।
নিজেকে ব্যস্ত রেখে
মোবাইলের চোখে
ফেসবুকের নিউজ ফিডে।
ঠান্ডাগুলো মনে হয়
জাকিয়ে বসে ,
হৃদয়ের গভীরে।
মনে পড়ে যায়
কত রাত জাগা কথাগুলি,
যেগুলো আজ ব্লকলিস্টে বন্দি।
ভালোলাগা আর ভালোবাসা
যা ছিল আসলে সময়ের ফন্দি ।।-
সত্যি কারের ভালোবেসে কষ্ট পাওয়ার ব্যাথা,
দৈহিক কষ্টের থেকে অনেক কষ্টকর 😢
কারণ,
শরীর কেটে গেলে তো সেরে উঠার ওষুধ থাকে,
কিন্তু মনের ব্যাথার ওষুধ কই?-
।। মরুভূমিতে জল ঢালা আর যে তোমাকে ভালোবাসে না তার পিছনে ছোটা একই ব্যাপার,
কারণ তুমি যতই চেষ্টা কর না কেন,
মন আর জল কোনদিন ভরবে না ।।-