নদীর পথে বইছে দিশা   (✍️সঙ্গী ----)
188 Followers · 169 Following

read more
Joined 10 June 2021


read more
Joined 10 June 2021

... ....... Women’s Day....... ...
A day is celebrated for women. A day which told us the stories of those women who always used to try doing something for their identity and welfare of their society upliftment.when they thought against their society, they faced the music.It was one kinds of reward and spill the beans for them.
In other words, women's are a group of emotion where their existence says varieties of relationship like mother, sister,daughters in law,sisters in law etc.Women who give us a new life like our nature.
Woman is a gift of god. When we see smiling face of a little child, we feel spring is coming after many ins and outs.
A women's day
We should recall our memories
Our mother, our god
Our life, our birth.
We are woman
Like a soldier
We can fight.
We can teach
How to love
Beginning of sapling.
Nature is natural
Women’s are marvelous.

( wish all of you a happy women's day💐
Safe women safe life ❤️❤️❤️❤️)
✍️Sangi🌿

-



শুভ জন্মদিন....... অংশুমান
বছর পেরিয়ে গেছে
স্মৃতির পাতায় জমেছে স্মৃতি,
মিষ্টি ভাইটির সাথে
YQ তে আলাপ আমার,
রয়েছে লেখার প্রতিচ্ছবি।
সদ্য উচ্চমাধ্যমিক দিয়ে
লেখায় কলম আঁকছে, শুরু;
রেজাল্ট দেখিয়ে বললো এবার,
আসছি তোমার কাছের শহরে
বাড়ি সুদূর ওই কোচবিহার,
রাজবাড়ী বিখ্যাত, ওই গ্রামটিই আমার।
রোহিত তাঁর খেলার গুরু,
পদার্থ নিয়ে স্কটিশে
স্বপ্ন দেখা, বাস্তবতায় হল শুরু।
দেখতে দেখতে বছর গেছে পেরিয়ে
স্নাতক তাঁর অন্তিমকালে দাঁড়িয়ে।
নতুন পথে তাঁর স্বপ্নের দিশা...
জন্মদিবসে প্রিয় ভাইটিকে জানাই
আমার অন্তরের একরাশ শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।
[ একটি পেজে আমন্ত্রণ এ লেখা শুরু... তারপর যুগলবন্দী... জীবনে আমারও নতুন কিছু লেখার শুরু.... দ্বিতীয় লেখায় সার্টিফিকেট YQ এ..আমি নিজেও জানতাম না আমি লিখতে পারি এর জন্য চারজনের কাছে কৃতজ্ঞ এক আমার মৌ দি, দুই তিন বান্ধবী মৈত্রী ও কেয়া চার ভাই অংশুমান....তার পর YQ এ অনেক ভালো দিদিভাই, দাদাভাই ও ভাই ও বন্ধু পেয়েছি যাঁরা আমাকে লেখার জন্য আমন্ত্রণ জানায়... তাদের সকলের প্রতি এই Platform এর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই...আজকের দিনটি ভাই অংশুমান এর জন্মদিন তাই এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণীয় করে রাখতে আমার ছোট্ট একটি লেখা লিখলাম...সকল স্বপ্ন তোর পূরণ হোক, ভালো থাকিস এই প্রার্থনা করি।🎂🍫🎁🏏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️]✍️সঙ্গী🌿

-



আলতো ছুঁয়ে ঘাসের বুকে
শিশির বিন্দুর পরশ ছুঁয়ে হৃদয় দোলে
শীতশহরে চাদর গায়ে ছুটির দিন
হাতের স্পর্শ হিমশীতল তুন্দ্রা বিহীন।
আলতো হাতে দিদিমার ছোঁয়া
মনে পড়ে কত শত রঙিন দিন
আজ তবে ঝাপসা শিশির
স্মৃতির নীড়ে সব ফেলে আসা প্রহর,

অ্যালবামে যাযাবর বেদুইন মন।

-



সূর্যমুখীর মৌনতায়....

হিসেবের খাতায় গড়মিল
বেহিসাবি জীবন
এলেমেলো নদীতটে
মুক্ত মন পবন।
নেশাচর বালুতটে
কোকিলের কলতান
জীবনের গতিপথে
প্রাণ আসুক ফিরে
ফিরে আসুক সেই ক্ষণ।


-



অবেলায়.....

পাখিরা আজ ফিরছিল বাসায়
উদাসীন এক পৃথিবীর পথ ধরে
দলে দলে বিভক্ত তাঁরা আজ
ছড়িয়েছে মিথ্যে তাহাদের মাঝে
বহুরুপী সাজে মত্ত রাজ।

শান্তি বিলাসী জীবনে নেই অনুভব
মানবতা যেন ধূসর গোধূলি
ছাই পারফিউম দূষণ দুয়ারে
অগ্নিশিখা আগুনে আগুনে।

ভালোবাসা আলোহীন বিশ্বাস ছাই
বারুদের বাষ্পে নেই কিছু অবশিষ্ট আজ।
একটুকরো স্মৃতির ভীড়ে গাছেদের উঁকি
জ্বলছে আলো নিভছে স্বপ্ন
অসহায় কলম আঁকবে গল্পের শিহরণ।
ইতির ইতিহাসে... কবিতার চলছে নিয়তির দহন।

-



সময় চলেছে ঢলে...
অন্তরালে....
অন্তহীন বেদনায় কভু যদি হয় দেখা
খনিকের তরে দাঁড়িয়ে সময়
সবকিছু যেন যায় ভুলে।
আবেগের খাতায় শূন্য পাতা
রং তুলির টানে জীবন যেন
মিলিয়ে দেয় আমাদের দুটি মনের খাতা।

-



শীতল সন্ধ্যা... //

আগুনের পরশমণি ছুঁয়েছে শরীর
শীতল সন্ধ্যাগুলো পড়ছে মনে
সহজ সরল জীবনগুলো
আদরের বয়ানে নীলচে
ফাঁকা ঘর ফাঁকা দালান ঘর
উঠানজুড়ে স্নেহগুলো
জল থৈথৈ দুপুর
আবেগগুলো ভীষণ কাঁদায়
পুরাতন দিন বেদুইন।।

-



শীতল কুয়াশার চাদরে মুড়েছে আকাশ
বনপলাশির শিহরণ লেগেছে নেশায় নেশায়
পড়ন্ত দুপুরে উত্তাপ কমেছে দুয়ারে
শীতল স্মৃতির কণ্ঠে মোড়া স্বরগুলি
কথা বলে না আর, ফাঁকা দালান ঘর
কবিতার পঙক্তি লেখে তাদের কথা
খেজুরের গন্ধ আর তালপাটালির স্বাদটা
মনে পড়ে পুরাতন দিনের সোনালি রোদের ছটা।

-



তিস্তা....... //🌿
তিস্তা কী হয়েছে তোমার?
এতো ব্যাকুল তরে বইছো কেন?
তিস্তা কেন কাঁদছো বলো?
ভাসছে কেন তোমার হাহাকার?
তুমি ছিলে শান্তমনা শীতল
তোমাকে ছুঁয়ে যেতাম স্নিগ্ধ ওই নীলিমায়..
তোমার ওই শূন্য পানে আলতো খেলতাম লুকোচুরি
মনের যত কান্না ছিল ধুইয়ে দিতে তিস্তা তুমি।
তোমার ওই শীতলপাটি স্পর্শ
বড্ড ভীষণ আজ এলোমেলো
ভাঙছ পাহাড়, রাস্তা শহরজুড়ে
তিস্তা তুমি কেন এমন করছো বলো হিমালয়ে?
তিস্তা... শুনতে পারছ তুমি
তুমি শান্ত হও, শান্ত হও
তিস্তা তুমি শান্ত হও তোমার ওই ঝড় ওঠা বুকে।
প্রকৃতি তোমায় করেছে অবহেলা
যাতনায় তুমি নিলে প্রতিশোধ
তিস্তা তুমি যে ব্যথা পাও, অনুভূতির আঘাতে তুমিও উন্মাদ হও
প্রকৃতি তোমাকে বুঝবে কে?
তোমার জন্য ওই পাহাড় থাকবে
ভাঙা মনের তিস্তাকে কে বুঝবে?
তিস্তা তুমি শান্ত হও.....!

#সঙ্গী🌿



-



অগোছালো আলসেমি
রং তুলি পেনসিল
কাগজের মলাটে জমছে জল।
ধুলোপড়া পাটাতন
কাগজের ভারে
আজগুবি গল্প সবই
আজব লাগে।
বেহিসাবি কথারা আজ গুনগুন করে
জলের তোরণে মানুষ ফানুশ হয়ে আকাশে ওড়ে।

-


Fetching নদীর পথে বইছে দিশা Quotes