নদীর পথে বইছে দিশা   (✍️সঙ্গী ----)
185 Followers · 169 Following

read more
Joined 10 June 2021


read more
Joined 10 June 2021

সময় চলেছে ঢলে...
অন্তরালে....
অন্তহীন বেদনায় কভু যদি হয় দেখা
খনিকের তরে দাঁড়িয়ে সময়
সবকিছু যেন যায় ভুলে।
আবেগের খাতায় শূন্য পাতা
রং তুলির টানে জীবন যেন
মিলিয়ে দেয় আমাদের দুটি মনের খাতা।

-



শীতল সন্ধ্যা... //

আগুনের পরশমণি ছুঁয়েছে শরীর
শীতল সন্ধ্যাগুলো পড়ছে মনে
সহজ সরল জীবনগুলো
আদরের বয়ানে নীলচে
ফাঁকা ঘর ফাঁকা দালান ঘর
উঠানজুড়ে স্নেহগুলো
জল থৈথৈ দুপুর
আবেগগুলো ভীষণ কাঁদায়
পুরাতন দিন বেদুইন।।

-



শীতল কুয়াশার চাদরে মুড়েছে আকাশ
বনপলাশির শিহরণ লেগেছে নেশায় নেশায়
পড়ন্ত দুপুরে উত্তাপ কমেছে দুয়ারে
শীতল স্মৃতির কণ্ঠে মোড়া স্বরগুলি
কথা বলে না আর, ফাঁকা দালান ঘর
কবিতার পঙক্তি লেখে তাদের কথা
খেজুরের গন্ধ আর তালপাটালির স্বাদটা
মনে পড়ে পুরাতন দিনের সোনালি রোদের ছটা।

-



তিস্তা....... //🌿
তিস্তা কী হয়েছে তোমার?
এতো ব্যাকুল তরে বইছো কেন?
তিস্তা কেন কাঁদছো বলো?
ভাসছে কেন তোমার হাহাকার?
তুমি ছিলে শান্তমনা শীতল
তোমাকে ছুঁয়ে যেতাম স্নিগ্ধ ওই নীলিমায়..
তোমার ওই শূন্য পানে আলতো খেলতাম লুকোচুরি
মনের যত কান্না ছিল ধুইয়ে দিতে তিস্তা তুমি।
তোমার ওই শীতলপাটি স্পর্শ
বড্ড ভীষণ আজ এলোমেলো
ভাঙছ পাহাড়, রাস্তা শহরজুড়ে
তিস্তা তুমি কেন এমন করছো বলো হিমালয়ে?
তিস্তা... শুনতে পারছ তুমি
তুমি শান্ত হও, শান্ত হও
তিস্তা তুমি শান্ত হও তোমার ওই ঝড় ওঠা বুকে।
প্রকৃতি তোমায় করেছে অবহেলা
যাতনায় তুমি নিলে প্রতিশোধ
তিস্তা তুমি যে ব্যথা পাও, অনুভূতির আঘাতে তুমিও উন্মাদ হও
প্রকৃতি তোমাকে বুঝবে কে?
তোমার জন্য ওই পাহাড় থাকবে
ভাঙা মনের তিস্তাকে কে বুঝবে?
তিস্তা তুমি শান্ত হও.....!

#সঙ্গী🌿



-



অগোছালো আলসেমি
রং তুলি পেনসিল
কাগজের মলাটে জমছে জল।
ধুলোপড়া পাটাতন
কাগজের ভারে
আজগুবি গল্প সবই
আজব লাগে।
বেহিসাবি কথারা আজ গুনগুন করে
জলের তোরণে মানুষ ফানুশ হয়ে আকাশে ওড়ে।

-



দিগন্তের নীলে মুক্তির আকাশে
পাখনা মেলার এক অবকাশে
উচ্ছ্বসিত অরণ্যের দেবদারু বনে
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে গানে গানে
মনকেমনের একলা হদিশ জমা কথারা হারিয়ে
জন অরণ্যের কোলাহলে থেকে বহুদূরে
এবার আসব ফিরে সব ধূলিকণা ছাড়িয়ে
একা হাঁটা পথে এক নবারুণ হয়ে।

ব্যর্থতার নীড়ে দমবন্ধ প্রকৃতি
এক রেখা হয়ে দেখব সাফল্যের উপনয়ন।

-



দিগন্তের নীলে মুক্তির আকাশে
পাখনা মেলার এক অবকাশে
উচ্ছ্বসিত অরণ্যের দেবদারু বনে
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে গানে গানে
মনকেমনের একলা হদিশ জমা কথারা হারিয়ে
জন অরণ্যের কোলাহলে থেকে বহুদূরে
এবার আসব ফিরে সব ধূলিকণা ছাড়িয়ে
একা হাঁটা পথে এক নবারুণ হয়ে।

ব্যর্থতার নীড়ে দমবন্ধ প্রকৃতি
এক রেখা হয়ে দেখব সাফল্যের উপনয়ন।

-



স্বাধীনতার সুখ যেন ওই মুক্ত আকাশ
নানা মতে বিবিধের মাঝে মিলন মহান।
আনন্দের জোয়ারে মুক্তির স্বাদ
হানাহানি বন্ধ হোক, হোক জয়ের উল্লাস।
নীতি হোক একটাই মানুষ আমরা সবাই
৭৭ বছরের স্বাধীনতা, একটাই ভারত
একের তরে একের জীবন মিলেমিশে থাকব আমরা সবাই।
স্বাধীনতার সুখ থেকে, সুখ কিনতে চাই
দেশমাতা আমরা সবাই একই তোমারই স্নেহের সন্তান সবাই।

( হানাহানি, হিংসা, বিবাদ, বিচ্ছেদ ৭৭ বছরের সঙ্গী আমাদের, শৃঙ্খলা ও শৃঙ্খল এক হলে,যে কোনো রং এর বদলে যদি সব দলীয় পতাকার রং দেশের পতাকা হয় তবেই আমরা ধীরে ধীরে আরও ৭৭ বছর পরে সত্যিকারের স্বাধীনতার সুখ অর্জন করব)।

-



আমি.... //

আমি? তুমি প্রশ্ন করেছিলে
কে আমি? আমার সত্যটা কী?
আমি বলেছিলাম আমি মেঘে ঢাকা তারা,
এই শহরের অচেনা এক আটপৌড়ে নারী,
কোন এক সৎ পিতার নির্ভীক সাহসী লড়াকু কন্যা,
লুকোচুরি খেলা আসে না ঝলসানো সাজে
বড্ড গাঁইয়া গ্রামের মেঠো পথের গন্ধ জড়িয়ে
সুগন্ধির রংমশলায় বেমানান,
মন খুলে কথারা বয়ে চলে কণ্ঠের দাপটে
প্রাণ ভরে হাসতে পারি, মনে হয় নারীরুপে মানুষ
অন্যায়ের প্রতিবাদে সরব হই....
এটাই আমার পরিচয়, এই হলাম আমি।
ঠিকই ভেবেছ আমি তোমার প্রেমিকা নই
নই কারোর ব্যক্তিগত সম্পত্তি...
আমি এক সাবলীল সত্তা, আমি দৃঢ়চেতা এক নারী।



-



নদীর তটে.....///

কত জমা ব্যথারা আজ কান্নার কল্লোলে
হাল্কা হতে চাই মন বেদুঈনের নভোনীলে।
ভালো থাকা কী যায় ভালো না থাকার ভীড়ে
মন টানে স্রোতস্বিনী পাহাড়ের শান্ত নীড়ে।
ভালোবাসা আজ পোশাকি নাম তাঁরই ছদ্মবেশে
মেকি হাসির জোয়ারে জীবনের ভাঁটায় পড়ছে টান
পালতোলা নৌকার শিহরণে জীবন করেছে প্রশ্নবাণ।
হড়কা বাণের সূক্ষ্ম অনুভূতি, তিলে তিলে মরছে এক মন
অজানা এক ষড়যন্ত্রের ভালোবাসা হারছে বাড়ছে মনের নির্যাতন।
দেখা তব আকাশ পথে ভোরের স্নিগ্ধ সকালে
ঘুম ভাঙা নিশিতে এলো সেই আশারা নিয়ে
যতসব ছিল গ্লানি মুছে গেল রাত
মেঘ থেকে বৃষ্টি নিয়ে বাঁচালো তাঁরই ভালোবাসার বাড়িয়ে দেওয়া হাত।
নয়নে নয়নে মিলিল আঁখি হল ছলছল
মায়ের আশীর্বাদে ভালোবাসার দুটি মন নিভৃতেই এক হল।

-


Fetching নদীর পথে বইছে দিশা Quotes