Dear me .....
Happy birthday darling
I know u r the best
I believe in myself
I know I can do whatever I want to do
I can be happy with myself
Because I know myself very best
At the end
I love myself very much
Happy birthday to me Nayana...♥️— % &-
15 Jan 2021
7.30 Am
আমার জীবনের একটা দামী জিনিস আমি হারিয়ে ফেলেছি
আমার বাবা....
তুমি পাশে নেই এক বছর হয়ে গেলো
এই সময়টা জীবনে অনেক কিছু শিখেছি
মানুষ চিনতে শিখেছি বাবা
সময় এর সাথে মানুষের পরিবর্তন দেখেছি
আমি সত্যি বড় হয়ে গেছি বাবা
জীবনের মানে বুঝতে শিখেছি
Miss u বাবা-
First L♥️ve....
First love
আমাদের সবার জীবনের একটা বিশেষ স্মৃতি
কারুর হয়তো সফল হয়েছে
আবার কারুর হয়নি
That doesn't matter
আমরা সবাই সেই সময়টা অতীত করে এগিয়ে গেছি
কিন্তু এখনও মাঝে মাঝে রাস্তায় কিছু প্রেমিক প্রেমিকা দেখলে হঠাৎ করে মনে পড়ে যায় পিছনে ফেলে আসা কিছু সুন্দর মূহুর্ত
First love সবার জীবনেই কিছু অদ্ভূত ভাবে আসে
কারুর হয়তো পরিচিত কোনো কেউ
আবার কারুর একদম অপরিচিত একটা ভালোলাগা
প্রথম প্রেমে করা কিছু ছোট ছোট মজার ভুল সাথে অনেকটা ভালোলাগা
আমাদের সবার কাছেই খুব দামী কিছু মূহুর্ত
আমরা সবাই জীবনে কিছু পেয়েছি কিছু হারিয়েছি
কিন্তু প্রথম ভালোবাসায় আমাদের mature করেছে সেই প্রথম বার আমরা মানুষ চিনতে শিখেছি
কেউ হয়তো ঠকেছি, কেউ বা আবার জিতেছি
কিন্তু আমরা সবাই তখন বড় হওয়া কাকে বলে সেটা জেনেছি
বাবা মায়ের থেকে লুকানো শিখেছি
কিছু কষ্ট, কিছু ভালোলাগা যে শুধুই নিজের সেটা বুঝে গেছি
তাই আজও মনের সিন্দুক শক্ত তালায় বন্ধ রেখেছি।
-
পুড়ছি আমি
জ্বলছ তুমি
ছাই হচ্ছে স্বপ্ন গুলো
ধোঁয়ার সাথে উড়ছে যত
না দেখা স্বপ্ন গুলো-
আমি এই বছর হারিয়ে যাব,
হারিয়ে যাব মহাশূন্যে,
যেখানে থাকবেনা কোনো কোলাহল,
ফুটবেনা কোনো রক্তকমল,
হারিয়ে যাবো মহাশূন্যে,
এই বছরেই,
ফেব্রুয়ারির ঊনত্রিশে।
আমি চাইনা কেউ আমার সাথে আসুক,
না দুঃখ না বিষন্ন,
না আসো তুমি,না তোমার বিরহ!
তোমার সুরেলা কন্ঠ,
আমার কানে পৌছুবে না,
তোমার কবিতার ছন্দ,
আমার রাগ ভাংগাবেনা,
ভাসতে ভাসতে মহাশূন্যে,
হারিয়ে যাবো দূর থেকে বহুদূরে..
যেখানে থাকবেনা কোনো শাবদাহের ছাই,
করতে হবেনা কোনো সুখ ছোঁয়ার লড়াই,
রাখতে হবেনা প্রিয়তমার ওয়াদা,
করতে হবেনা চিঠির জন্য অপেক্ষা,
আমি নতুন করে বাঁচতে চাই,
কাঠ গোলাপ নয়,
মহাশূন্যের তারকারাজির মায়ায়।
-
আর এক্ষণ almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূণ্য দুহাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে.......🙃-
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে 🙁
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে 😔
মন তোমার উঠোন জুড়ে বাঁচে 😍
ওই পুড়ে যাওয়া আগুনের আঁচে 🥰-
The most motivational line's from two important person's of my life..
Life is tough
But fight us enjoyable too
Never give up
যদি তুমি একা অন্ধকারে হেঁটে যাও
তাহলে প্রথম সূর্যোদয় তুমি একাই দেখবে-
ছোট্ট বেলার চেনা গলি,☺️
কুমির ডাঙ্গা, ছোঁয়া ছুই।🤭
লুকো চুরি আর রুমাল চোর,🥳
বিকেল বেলার হই হুল্লোড়।🤩
ছিলো সেইসব মজার ভারী,😌
রোজকার সেই ভাব আরি।😝
তখন মন ভাবত খালি,🤔
কবে যে তুই বড় হবি?🙄
মায়ের বকা বাবার ভয়!😟
এইসব নিয়েই শৈশব জয়।🙂-
Today,
I said myself...
You don't need to compromise all time.
It's not necessary to take care of other's People all time.
You shouldn't worried all time about other's happiness.
Because you won't born for all of this.
Now it's time to think only about yourself.
You have to think about your feelings.
You have to take care of yourself.
You have to do what u want to do.
You should be happy for you.
Because no one will give u what u truly deserve.
You have to earn it for yourself.
So, best of luck dear because it's your show time.-