17 OCT 2019 AT 19:16

ইট পাথরের এই ছোট্ট শহরে
প্রতিদিন অনেক স্বপ্ন চাপা পড়ে
এই ব্যস্ত দুই পদ নানান দিশায় ঘুরে
ব্যর্থ মৌন আঁধারে একটু আশা খুঁজে ফিরে।

- কাব্য