Nasim Ahmmed Kabbo   (কাব্য)
7 Followers · 4 Following

কখনো আলো কখনো আঁধার
যেন মেঘ রৌদ্রের খেলা,
মনের কোণে মেঘ জমেছে
ভাসবে অশ্রুসিক্ত ভেলা।
Joined 29 May 2019


কখনো আলো কখনো আঁধার
যেন মেঘ রৌদ্রের খেলা,
মনের কোণে মেঘ জমেছে
ভাসবে অশ্রুসিক্ত ভেলা।
Joined 29 May 2019
13 FEB 2022 AT 22:59

বসন্ত আসিলে জীবনের মোহনায় বসে রই
না পাওয়া, পেয়ে হারিয়ে ফেলা হিসাব কষে-
বাউন্ডুলে পথিকের ন্যায় সময়ের রাস্তায় ঘুরি
ভালোবাসা কি! বেঁচে থাকার মানে কী?
এসব বুলি আওড়িয়ে যায়
তবু জীবন গাছে বসন্তের ফুল নাহি ধরে।— % &

-


10 FEB 2022 AT 20:31

সময় বয়ে যাচ্ছে
আমি সময়ের সাথে সাথে থমকে যাচ্ছি,
হারিয়ে ফেলছি আহরিত জীবনের অনেক কিছু
কুল হারাচ্ছি, খুশির জোস হারাচ্ছি
হারাচ্ছি অনেক কিছুই
হারাতে হারাতে নিঃস্ব হচ্ছি
জীবনের মুনাফা কি সেটাই ভুলছি,
জড়িয়ে পড়ছি মস্ত বড়ো গোলক ধাঁধাঁর মাঝে
ভালো থাকার কারণ বিলুপ্ত,
প্রত্যাশার মান সমাপ্ত,
হয়তো এখন শুধু জীবন ঘড়ির থমকে যাওয়াটা বাঁকি।

#বিলীনতার_কাব্য— % &

-


18 DEC 2021 AT 23:51

বৃষ্টির ঘ্রাণে অনুভূতি হারাই
গড়ে ওঠে নিস্তব্ধতার পাহাড়,
নিজস্ব সতেজতা হারিয়ে গিয়ে
বাধা পড়ে, পড়ে যাওয়া বেলা।
নগরী ছেয়ে যায় ঘোর আঁধারে
নিঃসঙ্গ নক্ষত্র কেঁদে চলে,
একসময় ফুরায় চোখের পানি
জীবনের মধ্যদুপুর কোনো এক-
-অবেলায় হারাতে বলে।

-


22 NOV 2021 AT 19:00

জীবনের এই পর্যায়ে এসে
পরিযায়ী পাখির মতো
জীবন বয়ে চলছি,
সময়ক্ষেপণ হচ্ছে শুধু
কিন্তু বহনের হিসেবটা শুণ্য
আজ এখানে, কাল ওখানে-
এ দুয়ার, ও দুয়ার করে
লক্ষ্য স্থির হলেও
লক্ষ্যহীন পায়চারি চলছেই,
এভাবেই চলবে অনন্ত পর্যন্ত
কিছু জীবন হয়তো এভাবেই নির্ধারিত।

-


14 NOV 2021 AT 13:21

সুখ অভিসার
১৪/১১/২০২১

সুখের অভিসারে
কিছু দুঃখ নিমন্ত্রণ পেয়েছিল,
তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল
কিছু দৃশ্যপট মেলে ধরার জন্য।
জীবনের কোনো এক দৃশ্যপটে
সময় হয়তো আমাদের তাচ্ছিল্য করে
কিন্তু নিজেদের অনুভুতি গুলো
তখন কোনো এক গোপন অভিসারে লিপ্ত থাকে;
হোক'না সেটা যেকোনো বিষয়বস্তু
হতে পারে সেটা আমাদের ব্যর্থতার গল্প,
হতে পারে সেটা আমাদের সফলতার কাব্য,
হতে পারে সেটা হারিয়ে ফেলার যন্ত্রণা,
হতেও পারে সেটা আমাদের ভালোবাসার মন্ত্রণা।
সে যা কিছুই হোক না কেন
সেখানে আমাদের কিছু সুপ্ত বা বর্ধিত অভিসার থাকে
তবে আমরা হয়তো ভালো থাকার জন্যই
দুঃখের অভিসার থেকে দূরে সরে
সুখের অভিসারে লিপ্ত থাকি।
দুঃখকে চিরসাথী করতে
সুখের অভিসারে নিমন্ত্রণ জানানো হয়েছিলো
কারণ তারা দুই অভিসার যে একে অপরের পরিপূরক,
আর সেটা জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত ;
তারা কেউই যে চিরস্থায়ী নয়
তাদের জীবন তো কর্পূর জীবন।

-


9 NOV 2021 AT 20:11

হঠাৎ কোনো সন্ধ্যায়
যদি ভুল করে পথ হারায়,
ফিরে আসার আশা রইবে না
জীবনের তাগিদ আর বইবে না।
নিশ্চুপ নিস্তব্ধতা আপন হবে,
দগ্ধ যন্ত্রণা জড়িয়ে রবে,
আপন আর রইবে না কেহ
প্রাণপাখী ছাড়বে এই দেহ।

-


17 OCT 2021 AT 21:13

জমাট বাধা রক্তগুলো
বিষাক্ত হয়ে হচ্ছে,
প্রতিনিয়ত মিইয়ে যাচ্ছি
হয়তো অচেনা কোনো পথে
এগিয়ে যাচ্ছি বিলুপ্তির আশায়,
ফিরতি পথ সেখানে বিলুপ্ত
হারানোটাই সেখানে মুখ্য।

-


16 OCT 2021 AT 0:19

সময় বয়ে চলে
অপেক্ষা বাড়ে
তবু আকাঙ্খা কমে না,
একা থেকে আরও একা হয়ে পড়ি
তবু কষ্ট থেকে নড়ি না,
মূল্য নেই,
মূল্যহীন আমি
তবু অপরজন
অনেক দামী।
সব দেখে বহিরাবরণ
ভেতরাবরণ মৃত,
তবু ক্ষোভ নেই
আছে নিজের প্রতি আক্ষেপ।
কাউকে দুষি না
এ আমার অদৃষ্ট,
সল্প ওজনের পিন্ডটায়
চিনচিন ব্যথা জমে,
জমে ক্ষরিত রক্তের দূষণ,
হয়তো কখন সেও অভিমানী হবে
অভিমানে নিয়ে যাবে সময়,
ধরাশায়ী হবো আমি,
ভয়ে ভয়ে অপেক্ষায় থাকি
কখন না জানি হয়ে যাবো
চিরকালীন শয্যাশায়ী।

#আত্ম_দোষী

-


12 OCT 2021 AT 4:26

জলের মাঝে ল্যাম্পপোস্টের আলোর সন্তরণ
সেই আলোকে ঘিরে মাছেদের আলাপন,
জলজ উদ্ভিদ সব রাতের আঁধারে লুকিয়েছে
যান্ত্রিক কোলাহলের নিস্তব্ধতা অনেকটা আমায় বুঝিয়েছে।
শত ব্যস্ততার মাঝে এই একটু মুক্তির স্বাদ আস্বাদন
শত খারাপের মাঝে টুকরো ভালোলাগার আবরণ,
ঘুমহীন চোখদুটি এখনো অনেক সতেজ
সেখানে নাই কোনো ক্লান্তির আঁচের আমেজ।
তবু শেষ রাতের এই সময়টাতে মনে হয়
আমি ভালো আছি!
বেশ অনেকটায় ভালো আছি;
আমি আজও ভালো থাকবার আশায় বাঁচি।

#আস্বাদন
#১২_১০_২০২১ইং
#সময়_ভোর_৪টা_৫০মিনিট

-


11 OCT 2021 AT 23:38

না বলা কিছু কথা
অনেক কিছুই জানাতে চায়,
অদৃশ্য কিছু আঘাত
কিছু পৈশাচিক সুখ কিনতে চায়।

-


Fetching Nasim Ahmmed Kabbo Quotes