Nanda Mukherjee  
15 Followers · 2 Following

Joined 1 April 2018


Joined 1 April 2018
27 APR 2022 AT 10:46

ব্যথা ভরা নদী কুলকুল বয়,
বোঝানোর ছল খুঁজে ।
কেউ কি কখনো বুঝতে চেয়েছে ,
অপরের ব্যথা নিজে?

ক্লান্ত ঝাঁপিটি নিশ্চুপতায় ,
মাথা শুধু খুঁড়ে মরে।
গোপন বিবাদে নিজ মন সাথে,
সমঝোতা পথ ধরে ।

-


1 APR 2018 AT 14:03

হাওড়া স্টেশনে বসে ভাবছি ট্রেন কখন আসবে,কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বার গেলে মন আনন্দে ভাসবে।

-


20 OCT 2021 AT 14:19

বোধন গেলো, অঞ্জলি শেষ,
বিসর্জনের ভেলায়।
এমনি ভাবেই, আবার আসিস্ ,
জনারণ্যের মেলায় ।
আগাম বর্ষ ,আনুক হর্ষ ,
ব্যাধির অবসান ।
চেষ্টার রথ ,করুক শপথ ,
বিধাতার জয়গান ।

-


26 JUN 2021 AT 14:03

বাইরে যখন, নিকষ কালো মেঘ,
আঁধার ঘনায় ,আমার ভুবন মাঝে ।
ত্রস্ত পায়ে, ফিরি ঘরের পানে ,
ভাবতে বসি, বৃষ্টি ভরা সাঁঝে ।
সশব্দে কাচ ,বন্ধ করি যখন ,
মনের মাঝে ,বিজলী ওঠে জ্বলে ।
বন্ধ ঘরের, আগল ভেঙে তুফান ,
ওই বুঝি মোর ,কল্পনা রঙ মেলে।
থাক্ না তবে, রুটিন মাফিক ক্রিয়া ,
একটু না হয়, এদিক ওদিক হোল।
যাই চলে যাই, কল্পনারি দেশে ,
অবাস্তব টাই, বাস্তবে রূপ পেল ।
হাতখানি মোর তোমার হাতের মাঝে
শক্ত করে, যতন করে ধরা ।
ভয় কি বলো,এই তো আমি হেথায়,
বলছো তুমি , নয়ন কাজল পরা ।
""নন্দা মুখার্জি ""



-


26 MAY 2021 AT 11:22

চুপ!

চুপ কথা বোলো না!
পাতা ঝরছে গাছ থেকে---
ঝরে পড়ছে একে একে--'
শুধু পুরাতন গাছের ছাল নয়!
ঝরছে নতুন পাতা,
ঝরছে সবুজ পাতা।
চুপ কথা বোলো না !
খসছে চুন বালি, বাড়ি ভেঙে ,
ইঁট খসছে একে একে,
ভেঙে পড়ছে মজবুত মেরামতি ,
বহু যত্নের বাড়ি,
ভাঙছে ঝড়ের ঝাপটায়।
চুপ কথা বোলো না !
শবের মিছিল চলছে এক, দুই,
হারিয়ে যাচ্ছে আপনজন,
উল্কার বেগে ছুটেছে ধূমকেতু ,
নিবিড় আক্রমণে পরাভূত,
শক্তির উন্মাদনা ।
চুপ কথা বোলো না !
পৃথিবী মেরামত হচ্ছে অন্যভাবে,
উন্মাদ প্রকৃতি নিজরূপে,
যে রূপে আছে শুধুই বিয়োগ,
স্বজন হারানোর কান্না,
নাকি অত্যাচারের প্রতিশোধ?
চুপ কথা বোলো না !
নন্দা মুখার্জি ।

-


2 MAY 2021 AT 15:12

যেন বহু দিন ভুখা পেটে
অন্ন জোটেনি---'
যেন বহু দিন সুধারস পান
করেনি শিশু--'
এ শুধু সবুজ তৃণলতা,
গাছের ফুল ,পাতা ,কুঁড়ি-'।
অবশেষে এল সেই সুধারস ,
যা এতদিন পান করার জন্য
আকুলি বিকুলি করছিল মন ,
তৃষ্ণার্ত চাতক চেয়েছিল,
আকাশ পানে--'
কোন নাম না জানা পাখি,
গাইছিল "জল হোক 'জল হোক "।
শান্ত হল শহর ,নগর, গ্রাম ,
দেশ ,দেশান্তর ।
শান্ত হল শরীর ,মন, প্রাণ।
শান্ত হল কি কে জানে------!
যেন উদাস করা সুরে,
দূর থেকে ভেসে আসছিল
একটা সেতারের বাজনা-----
"তুমি রবে নীরবে হৃদয়ে ম---ম"----

-


21 APR 2021 AT 21:52

Situation---'
যেন এমন হয় ,
Covid আদৌ ,
ধারে পাশে নয় ।
সৃষ্টি বেঁচে --'
অনাসৃষ্টির ক্ষয় ,
সঠিক নিয়মে ---
জীবনের হোক জয় ।

-


6 APR 2021 AT 11:33

ছিন্ন পাপড়ি

শুরু না হতেই ,ছিঁড়ে পড়ে গেল,
মনের পাপড়ি গুলি।
জল ক্রীড়া তার ,দেখালো না কেতা,
শেষ হল জল কেলি।
ভেবেছিল লতা, জড়ায়ে গাছেরে
এগোবে বাকিটা পথ।
শুরুতেই শুধু ,পথ হল শেষ,
ভগ্ন সে মনোরথ।
দোঁহা মন যদি ,মিলে মিশে যায়,
নদী বয়ে কুলকুল ।
ছিন্ন মনন যদি কভু হয়,
রয় হেথা শুধু ভুল।
লজ্জা হলুদ রঙ দিয়ে মুখ,
ঢাকে যে সূর্য মুখী,
সূর্য রাখে না মনের খবর ,
দুখী সে যে চির দুখী ।




-


28 MAR 2021 AT 13:52

সবার রঙে রঙ
মেশাতে হবে।

-


28 MAR 2021 AT 13:46

শুভ দোল উৎসব।নিয়ম মেনে দোল খেলুন।

-


Fetching Nanda Mukherjee Quotes