Nanda Kishor Kundu  
6 Followers · 16 Following

Joined 9 November 2019


Joined 9 November 2019
17 APR 2020 AT 16:50

এই শহরে সেই শহরে
নগর বন্দর খুজি ফিরে ফিরে
কথাই আছো,কেমন আছো
জানতে বড়ই ইচ্ছে করে ।

সেই দিনের সেই দিনগুলি
কি করে বলো, যায় ভুলি
তুমিহীন এজীবন
মরু-মায়া লাগে যখন তখন ।

ফুল ফুটে ফুল ঝরে
অনাদরে অগচরে
তেমনি ঝরি আমি
বেদনার বালুচরে ।

দিনে হাসি রাতে কাদিঁ
একাকী নিথর নীশি
বেদনায় বাজে বাশিঁ অশ্রুতে যায় বুক ভাসি ।

জানি না হবে কি আর
শেষ দেখা শেষবার,
পরিচিত স্থান আজো আছে অম্লান ।।

-


2 APR 2020 AT 21:35

ইচছে তো হয়,
তোর লেখা কবিতা গুলোতে
কমেন্ট করতে।
কিন্তু কমেন্ট করার আগে ভয় হয়
তুই যদি আবার ঝগড়া করিস
আবার ভুল বুঝিস।

-


24 MAR 2020 AT 22:55


তুই হয়তো বিরক্তি হচ্ছিস
তোর কাছে বার বার জানতে চাইছি,
তোর ছুটি বাড়িয়েছে নাকি ,
কারন আজ হাজারো চিন্তার মধ্যে
একটা ভয় তোকে নিয়ে !

-


12 MAR 2020 AT 22:38

চাকরি ছাড়া বিয়ে হবে না

শিক্ষিত বেড়ে চলেছে
চাকরির হার কম,
দিনে দিনে বেকারত্ব
বাড়ছে হরদম।
অল্পবিদ্যায় মেয়েরা এখন
হয়েছে ভীষণ দামী,
9ক্লাস পাশ করে চায়
চাকুরিওয়ালা স্বামী।
চাকুরিওয়ালা জামায় এখন
সবাই নিতে চায়,
এত চাকুরি এই সমাজে
কোথায় খুঁজে পাই।
চাকরি ছাড়া ছেলেদের
এখন বিয়ে হবে না।
চাকরি না পেলে ছেলেরা
থাকবে আয়বুড়ো,
দিনে দিনে এই সমাজটা
হয়ে যাবে মুড়ো।
চাকুরিওয়ালা ছেলে খুঁজতে
মেয়েরা হবে বুড়ি,
সারাজীবন থাকতে হবে
সেজে আয়বুড়ি।।

-


11 MAR 2020 AT 20:08

তুই বলছিস আমি অভিমানী।
তোর কথা মতো আমি মেনে নিলাম
আমি অভিমানী।
কিন্তু তোর জন্য যে মানুষটা
প্রতিদিন এক্সট্রা 4ঘন্টা ডিউটি করছে,
তুই কি একবারও তার খোঁজ নিয়েছস
সে কেমন আছে।

-


9 MAR 2020 AT 11:00

ইচ্ছে থাকলেও সময় আর পরিস্থিতির
কাছে হার মানতে হল।
না পারলাম তোর হাতের রঙে
আমার মুখটা রাঙ্গাতে।
না পারলাম আমার হাতের রঙে
তোর মুখটা রাঙিয়ে দিতে।

-


27 FEB 2020 AT 21:36

"ধূপ"




"ধূপ"দুই প্রকার।
"ভগবানের ধূপ" ও "মশার ধূপ"।
কিন্তু মিল একটাই,
"ভগবান আসেনা" আর "মশা যায়না"

-


25 FEB 2020 AT 18:35

তোমাকে কাছে পেতে চাইলেও
হয়ে ওঠে না আর।
দেখা হয় না এই বয়ে চলা সময়ে,
ইচ্ছে তো করে,
পাশে বসে চোখে চোখ রেখে বলি
ভালোবাসি,বড্ড বেশি ভালোবাসি তোমায়।

-


22 FEB 2020 AT 17:37

*রবীন্দ্রময়*
উধাও হল গরুর গাড়ী
কুমোর পাড়া ফাঁকা,
পোড়া মাটির কলসী হাঁড়ি
শো-কেস ভরে রাখা।

পাল্টেগেছে বক্সীগঞ্জটা
শপিংমল আর ফ্ল্যাটে,
কাউকে এখন হয়না যেতে
পদ্মা পাড়ের হাটে।

শুক্রবারে হাট বসে না
রোজ ই এখন হাট,
অনলাইনে চলছে শপিং
হাজার দোকান পাট।

জিনিস পত্র জুটিয়ে আনছে
গাঁয়ের যত চাষী,
বিগবাজারে হচ্ছে ফ্রিজিং
আমরা খাচ্ছি বাসি।

উচ্ছে বেগুন পটল মুলো
সবপাওয়া যায় তাতে,
ধামা কুলোর জমানো শেষ
কেউ তোলে না হাতে।

বদলে গেছে অনেক কিছু,
বদলে গেছে সময়,
তবু মোর এই হৃদয় খানি
শুধু রবীন্দ্রময়.......

-


7 FEB 2020 AT 17:03

হয়ত আমি হারিয়ে যাব
সব হারাদের দলে
হয়ত আমি রইব জেগে
তোর অতীতের স্মৃতির ফুলে

হয়ত আবার হল দেখা
সেই গলিটার বাঁকে
ডাকবি কী সেই নাম ধরে
হারানো সেই ডাকে.........?

-


Fetching Nanda Kishor Kundu Quotes