Nanda Dulal⭐   (Nanda❣️)
1.3k Followers · 610 Following

Born day 3 sept
Navodayan
Assam
Joined 26 March 2019


Born day 3 sept
Navodayan
Assam
Joined 26 March 2019
11 MAR AT 11:23

নীরবতার ভাষা

আমি চুপ করে থাকি, তাই বলে কি ভুল?
ভালোবাসা তো বোঝে না শুধু কথার খুল।
শব্দহীন ভাষায় আমি যত্ন বুনি,
তোমার জন্যই তো এ নীরবতা ধুনি।

তর্কের আগুনে পুড়ুক না সেতু,
শান্তির ছায়ায় থাকুক দুটি মিথু।
ভেবেছিলাম বোঝাবে চোখের ইশারা,
কিন্তু তুমি খুঁজলে শুধু অভিমান ধরা।

আমার এই চুপ, বিরহের নয়,
ঝড় থামানোর এক নীরব সংলাপ।
কিন্তু তুমি যদি বোঝো না একেবারে,
তবে কেমন করে আগলে রাখি আমাদের স্বপ্নপারে?

একটু অনুভব করো, একটু থামো,
নীরবতার মাঝেও ভালোবাসা খোঁজো।
আমি কথা বলছি, শব্দ ছাড়া,
আমাদের ভালোবাসার বাঁধন হারালে কষ্ট সইবে কী করে, বলো?

-


5 MAR AT 1:24

ভালোবাসার শেষ পৃষ্ঠা

তুমি ছিলে হৃদয়ের সুর,
এখন কেন এই নীরবতা?
তোমার ছোঁয়ায় জেগেছিল প্রাণ,
এখন শুধুই শূন্যতা।
স্বপ্নগুলো ভেঙে পড়ল,
স্মৃতিগুলো কাঁদিয়ে গেল,
তোমার নামে লেখা কবিতা,
আজ জল হয়ে গলে গেল।
চাঁদকে জিজ্ঞেস করো,
সে তো এখনো জাগে রাতে,
তবুও কেন আমার চোখ,
ভিজে যায় অশ্রুর সাথে?

-


23 JUN 2024 AT 0:03

অ' নিসংগতা
কিয়, কিয় এৰি দিয়া নাই তুমি মোক?
কিয়, বিস্তাৰ কৰি গৈছা নিজৰ আধিপত্য?
সকলোৰে সমাগমৰ এই ভিৰৰ মাজত
কিদৰে বিস্তাৰ কৰি গৈছা নিজৰ এই আধিপত্য?

-


20 APR 2024 AT 16:21

दर्द में हूं भोले
थोड़ा ताकत और दे दे
मेरे अपनो ने दी है जखम
इसका मरहम तेरे अलावा
किसी और के पास
कहा है भोले
तू ही तो है अंतिम
मेरे सहारा ओ भोले

-


20 APR 2024 AT 13:28

तेरे जाने का दर्द तो है
पर अफसोस नहीं
तुक्षे पसंद है दुनियादारी करने में
मुझे चाहत था एक दूसरे में खोने में
दुनियादारी से परे....
खैर, मेरी चाहत ऊपर नहीं
तेरे पसंद से
मेरी चाहत मर चुकी है
तेरे दुनियादारी से
अब जिंदा है बस कुछ यादें
और जिंदा रखूंगा उन यादों को
मेरे कविताओं के जरिए

-


19 APR 2024 AT 20:25

এক প্রজাপতিকে আগলে রাখছিলাম
হৃদয় নামের ফুলের সাহায্যে।
সে চেয়েছিল মুক্ত বিচরণ
এই দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যের মোহে।
প্রজাপতি বলেন,
আমি নাকি তাকে পিষে মারছি
তাই,আমিও তাকে আটকে রাখার
ব্যর্থ চেষ্টা আর করলামনা।
সে বলেন,
সে তার ভুল বুঝতে পারে, মানতে পারে
সুতরাং, সে যেদিন সত্যিই ভুলটা বুঝতে পারবে,
ভুল শুধরানো শিখবে
সে ফিরে আসবে, সেই হৃদয় নামের ফুলের কাছে
কিন্তু, সে পাবেনা সেই ফুলটিকে আবারো ফিরিয়ে
কারণ, নিরাশা আর ব্যাথার ঝরে
সেই ফুলটি যে মরে যাবে, অনন্ত কালের জন্য

-


19 APR 2024 AT 14:11

খুব সুন্দর এক প্রজাপতি,
রেখেলছিলাম তাকে আগলে
কত স্বপ্ন, কত আশা
পুষেছিলাম যতনে...
কিন্তু
সে তো প্রজাপতি
সে ভালবাসে মুক্ত ঘুরতে
সে ভালবাসে
ভিন্ন ফুলের ভিন্ন স্বাদ নিতে ।
সে বড্ড বিরক্ত হয়েছিল
আমার একই মনের ফুলে বসতে বসতে
তাই , আমিও দিলাম তাকে মুক্ত করে....


-


19 APR 2024 AT 13:45

तुम ऐसे बदलने लगे रंग कि
गिरगिट भी सरमाने लगे

-


21 JAN 2022 AT 21:12

Money can't buy everything
But can buy many things
And poverty does nothing

-


28 DEC 2021 AT 19:00

Taklif to hote hai sahab
Jab "Notes" likhne ke umra me
"Notes" kamane padte hai

-


Fetching Nanda Dulal⭐ Quotes