NAAZ   (NaaZ ❤️)
111 Followers · 62 Following

I have no defination..My writings & experiences can define me...😊😊✌️✌️
Joined 10 May 2018


I have no defination..My writings & experiences can define me...😊😊✌️✌️
Joined 10 May 2018
25 JUN 2019 AT 22:09

এ চকলেট বড়ো একটা বিষাক্ত নয়,
চৌকো করিডোরে দুধেল ক্রিমের জড়তা;
ঝাপসা গোধূলিতে নিষ্ঠুর ডায়েট চার্ট,
তোমার জিভ চুষতে ভয় নেই অযথা।

ভিজে কফি কাপটা টেবিলে একলা,
নরম চুমুতে সেরামিক দেওয়াল লিখন;
কঠিন কাপকেক গলে যায় নীল উষ্ণতায়,
চামচের আগায় রক্ত ঝড়ায় বেহিসাবি মন।

ছটফটিয়ে শেষ হয় হ্যালোজেন আদর,
ঝরাপাতার বিছানায় শুয়ে থাকে এঁদো গলি;
প্রেমালাপের এই নতুন সিলেবাস নিয়ে,
আমার বুকে মুখ লুকায় প্রাক্তন শহরতলি।

-


14 JUN 2019 AT 15:23

আমার তা দিয়ে লেখার কোনো কথা ছিল না..
ধর্মঘটের টুঁটি চিপে হন্যে হয়ে খুঁজেছি ;
শব্দ, ছন্দ, আবেগ..মুখ লুকিয়ে পালায়..
আমার ঘর পুড়ে যায় , গন্ধ বেরোয় ,
খুব জোরে নগ্ন শিল্পীদের শিরা কেটে যায় -
আর ওরা আয়োডিন খুঁজেই বেলা কাটিয়ে দেয়।

ভেঙে যায় রেসিডেন্সিয়াল রাতের ঘর ,
আমি আজকাল হৃৎপিণ্ডের পাশে ঘুমিয়ে পড়ি..
দেখতে দেখতে দুটো দশের ঘুমঘুম সাইরেন বাজে-
ফুরিয়ে যায় জ্যান্ত কিছু খবর নেওয়া আবদার,
তোমার টম্যাটো লাল হিমোগ্লোবিন কষ বেয়ে চুঁইয়ে পরে;
আমি সেই এক ফোঁটা রক্ত গল্প ভেবে চুষতে চাই।

- NaaZ ❤️







-


14 JUN 2019 AT 11:17

আমার তো লেখার কোনো কথা ছিল না..
ধর্মঘটের টুঁটি চিপে হন্যে হয়ে খুঁজেছি ;
শব্দ, ছন্দ, আবেগ..মুখ লুকিয়ে পালায়..
আমার ঘর পুড়ে যায় , গন্ধ বেরোয় ,
খুব জোরে নগ্ন শিল্পীদের শিরা কেটে যায় -
আর ওরা আয়োডিন খুঁজেই বেলা কাটিয়ে দেয়।

ভেঙে যায় রেসিডেন্সিয়াল রাতের ঘর ,
আমি আজকাল হৃৎপিণ্ডের পাশে ঘুমিয়ে পড়ি..
দেখতে দেখতে দুটো দশের ঘুমঘুম সাইরেন বাজে-
ফুরিয়ে যায় জ্যান্ত কিছু খবর নেওয়া আবদার,
তোমার টম্যাটো লাল রক্ত কষ বেয়ে চুঁইয়ে পরে;
আমি সে সুখ অপ্রেমিকার গল্প ভেবে চুষতে চাই।

- NaaZ ❤️







-


6 JUN 2019 AT 18:57

সত্যিই হয়তো তুমি স্বপ্নটার মতো ‍ক্ষণজন্মা;
সময় ছেঁড়া গত জন্মের ধোঁয়াশার অন্ধকার,
থমকে থাকে নিকোটিনের গরম ধোঁয়া..
তোমার আমার দূরত্ব মাত্র ছয় সেন্টিমিটার।

প্রতি রাতে চিৎকার করে কাঁদতে দেখেছ আমায়,
খুঁজে মরতে দেখেছ এক আধটা চা বাগিচা;
এক অধ্যায় তিস্তা ছোঁয়ার কথা দিলেও..
তোমার আমার দূরত্ব ট্যানজেন্টের অ্যাবসিসা।

গোলাপী চাদর ঘিরে ছটফটানো দুটো অশরীরী;
একে অন্যের মন দাঁতের ফাঁকে জড়িয়ে নেয়,
দেখতে দেখতে তিনটে ফেব্রুয়ারি কেটে গেলেও..
তোমার আমার দূরত্ব আজ‌ও শহর জুড়ে ধর্ণা দেয়।

-


28 MAY 2019 AT 19:40

হ্যাঁ, আমি তার ঠোঁট ছুঁয়েছিলাম;
ছদ্মনাম রেখেছিলাম কিছু চেনা অঙ্কের,
বালিশ,চাদর,নীল শার্টের ঢিলে বোতাম-
আঃ! কি যন্ত্রনা!
চশমার ফ্রেম, মাঝের আঙুলের নীচে তিল,
ভ্রুর ওপরের কাটা দাগ, দুদিনের বাসি দাড়ি;
এখনো কি আমায় দেখে হাসো রবিবার?

সে একটু আধটু রং চড়ানো মেকানিক্স এর ভুল,
এক আধ দিন এক্সট্রা ক্লাস করিয়ে দিল..
শেষ পর্যন্ত হেরে গেল নিষ্পাপ শুভ আশিষ,
শহর তুমি চিনলে না জাতিস্মরের ঋণ !
এক পংক্তি গান, এক ডায়েরি কবিতা,
বিচার করেছে বন্ধু, বিচার করেছ তুমি মা;
আচ্ছা,কতটা নোংরা হলে তোমার কাছে বেশ্যা হ‌ওয়া যায়?

- NaaZ ❤️

-


14 MAY 2019 AT 14:59

আর তো কোনদিন ফিরে আসবি না তুই!
আমি কথা দিয়েছি আমি খুশি থাকব..
না না তোকে নয়! নিজের শরীরের গন্ধ কে;
দেখিস এবার ঠিক নিজের পায়ে দাঁড়াবো।

শুনলাম নাকি চলে যাচ্ছিস কিছুদিন পর;
ভুলবশত রাস্তায় দেখা হবে না কোনদিন আর..
আজকাল আবার গান লিখছি আমি জানিস!
স্বরলিপি গুলো নষ্ট হয় প্রশ্নের ভীড়ে বারবার।

আমাকে লোকে পাগল বলা শুরু করে দিয়েছে,
শীতের না ঘুমানো রাত, হৃদয়ে ভালোবাসার পাওনা..
জানলার ধারে একটা সিগারেট এখনো নেশা করে;
রিহ্যাব কখনো জীবনে এগিয়ে যাওয়ার ব্লু প্রিন্ট আঁকে না।

কখনো ভাবিনি এভাবে তোর বিয়ের রাতে কি করব?
হয়তো আমি ডুবে থাকবো ঐদিন মদে কিংবা জয়েন্টে ,
বেঁচে উঠবো বারবার তোর প্রতি শীৎকারে..
ভেবে পাচ্ছিনা অংকটা ভুল হল কোন পয়েন্টে!

- NaaZ ❤️



-


12 MAY 2019 AT 21:43

খুব জোরে একটা জরায়ু ছেঁড়া চিৎকার..
আমি কি আদৌ শুনতে পেয়েছিলাম?
না গো! ছেলে হয়নি তোমার;
অভিশপ্ত ভাবে মেয়ে হয়েই জন্ম নিলাম।

হ্যাঁ মা! খুব কেঁদেছিলাম আমি,
সেদিন আমার গায়ে অজস্র কাটাকুটি ছিল..
তোমার তিন বছরের মেয়ের দেখাশোনায় অ্যাপয়েন্টেড ছেলেটা;
তোমার ব্যস্ততায় অজান্তেই মেয়েটার সমস্ত শৈশবটুকু নিংড়ে নিল।

তুমি কেমন দেখতে বলতো মা?
অনেক ভেবেও তোমায় কল্পনায় আঁকতে পারিনি কোনদিন..
রং তুলি গুলো অদ্ভুতভাবে মাথা কুটে মরেছে,
তোমায় পাওয়ার ছেঁড়া ছেঁড়া ইচ্ছে গুলো রাতের মতোই রংহীন।

জানো চুমু খেয়ে পাগল ছেলেটা আমায় বলেছে,
দেখিস তোর জন্য ঠিক তোর মাকে আনবো..
ততদিন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে নিস;
সারারাত ধরে তোর কপাল থেকে চুল সরাবো।

-


7 MAY 2019 AT 21:26

আ‍ঃ! এত শান্ত কেন সবকিছু?
কি যেন একটা গড়িয়ে পড়ল পা বেয়ে!
এত অন্ধকার, ঘাসের ছোঁয়া, হাস্নুহানার গন্ধ;
চাঁদের আলো ঝরে পড়ছে টুপটুপিয়ে।

কতদিন আকাশের নীচে শুয়ে থাকিনি!
আঃ! তলপেটটায় বড্ড ব্যথা;
তারাগুলো কি দেখতে পেয়েছে আমায়?
লুকিয়ে বোধহয় শুনছে আমার কথা।

ওই যে ওরা ছিঁড়ে খেয়ে গেল আমায়...
দৌড়ে পালাবে এখন, ওদের কত ভয়!
আর আমি ভীষণ দুর্বল, অথচ দেখো কেমন সাহসী!
সমাজ দেখল অর্ধনগ্ন আমায়, অন্তর্বাসটা নেই বললেই হয়।

যাঃ! পরিচয়টাই তো দেই নি এখনও...
এবার যে ঘুম আসছে চোখের কোনে;
বিখ্যাত নই একফোঁটাও, তবুও নামটা দেখতে পাবে...
কাল সকালে, নিউসপেপারের হেডলাইনে।

-


2 MAY 2019 AT 22:27

ঐ ছেলে, আমাদের মধ্যে কি আদৌ প্রেম ছিল?
নাকি শুধুই অবসেশন?
প্রমিস, ইন্সপিরেশন, ভালোমন্দ শব্দের ক্যালকুলেশনে;
আমাদের মধ্যে কি কোনো বোঝাপড়া ছিল?
নাকি শুধুই একঘেয়ে কনভারসেশন?

জানিস ছেলে, আমি একটু পাগল ছিলাম;
প্লেটের গোড়ায় তোর খেয়ে যাওয়া বিস্কিটের গুঁড়ো চেটে নিতাম;
তোর বসে যাওয়া চ্যাপ্টা জায়গায় বসে পড়তাম;
তোর ছিঁড়ে খাওয়া শরীরটাতে এক আধবার আদরের হাত বোলাতাম।

জানিস ছেলে, তুই বড্ড অবুঝ ছিলি, অভিমানী,
কথায় কথায় রাগ করতিস, একটু আধটু প্রেম দেখাতিস;
হাত ধরতিস, দৌড়ে এসে চুমুও খেতিস;
কথায় কথায় কান্না পেলে, জড়িয়ে ধরে গান শোনাতিস।

ঐ ছেলে, আমরা কি আদৌ প্রেমিক ছিলাম?
নাকি শুধুই দুটো শরীর?
রক্তমাংসের স্পর্শকাতর সেনসেশনে,
আমাদের মধ্যে কি কোনো কেমিস্ট্রি ছিল?
নাকি শুধুই কঠিন অঙ্ক, জটিল রাশির?

-NaaZ❤️


-


30 APR 2019 AT 20:09

তুমি মেনে নি‌ও জীবনযাত্রার সূত্র,
যান্ত্রিকতার আবেগ, ছিঁড়ে যাওয়া কিছু স্পর্শ...

আমি এক ইলেকট্রন বিহীন শূণ্য কক্ষপথ!
দু-এক অণুর নিঃস্বার্থ বলিদান আমার গল্পের নতুন নাম।

-


Fetching NAAZ Quotes