নারায়ণ দে   (bishorudrange)
17 Followers · 15 Following

ক্ষুদ্র মস্তিষ্ক
Joined 27 July 2017


ক্ষুদ্র মস্তিষ্ক
Joined 27 July 2017
16 MAY 2022 AT 18:07

এ ভালোবাসা মিথ্যে নয়।
শুধু ঝঞ্জাল ভরা থাকে...স্বপ্নটায়,
স্বপ্নটায়।
রাতেও কুয়াশা পড়ে
ভালোবেসে তাকে মেখে নিতে হয়

-


10 MAY 2022 AT 11:04

ব্যর্থতা, সফলতা জীবনের ওঠা-পড়া। আসতেই থাকবে। কিন্তু অহংকার একবার মনে এসে গেলে আর সহজে যায় না। শুধু ব্যর্থতা কেন, অহংকার তোমার পতন ঘটিয়ে দেবে

-


8 MAY 2022 AT 17:23

আমার প্রতিটা স্বভাব আর অভ্যাসের তুমি কারণ
একমাত্র তুমিই জানো, আমি ঠিক তোমারই মতন

#HappyMothersDay

-


7 MAY 2022 AT 13:34

একদিন মাথা তুলে দাঁড়াব
কিন্তু দেহে প্রাণ থাকতে কাউকে
খাঁটো করে দেখাব না।

-


6 MAY 2022 AT 19:24

প্রেমিকা ছেড়ে গেছে বলে ছেলেদের কান্না দেখলে just গা জ্বলে যায় 😏

-


3 MAY 2022 AT 14:15

খুশির ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সুখ-সমৃদ্ধি ফিরুক জীবনে

আর বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে স্বাধীনতা ফিরুক সাংবাদিকদের

-


1 MAY 2022 AT 18:31

শ্রমিক তুমি শ্রমিক রবে
পুঁজিবাদীরাই মালিক
নেতারা শুধুই তাঁদের জন্য
সমাজ পাল্টাবে না খানিক

-


30 APR 2022 AT 9:58

এবার বাংলার যত মুম্বাই-ইন্ডিয়ান্সের ফ্যান কখন গুজরাট টাইট্যান্স হয়ে যাবে, ধরতেই পারবেন না।

এরাই আসল বহিরাগত, যাদের কোনও শেকড়ের টান নেই

-


29 APR 2022 AT 10:25

কোন চোখে হারাই তোকে
কোন রঙে সাজিয়েছি আজ
কোন আঙুলে তুই মেখে
কোন ঠোঁটে তোর ঠোঁটের ভাজ

-


26 APR 2022 AT 20:29

সামনে প্রশংসা আর পিছনে নিন্দে করা লোকগুলো,
হয়তো শিক্ষিত হতে পারে কিন্তু ভাল মানুষ একদমই নয়

-


Fetching নারায়ণ দে Quotes