এ ভালোবাসা মিথ্যে নয়।
শুধু ঝঞ্জাল ভরা থাকে...স্বপ্নটায়,
স্বপ্নটায়।
রাতেও কুয়াশা পড়ে
ভালোবেসে তাকে মেখে নিতে হয়-
ব্যর্থতা, সফলতা জীবনের ওঠা-পড়া। আসতেই থাকবে। কিন্তু অহংকার একবার মনে এসে গেলে আর সহজে যায় না। শুধু ব্যর্থতা কেন, অহংকার তোমার পতন ঘটিয়ে দেবে
-
একদিন মাথা তুলে দাঁড়াব
কিন্তু দেহে প্রাণ থাকতে কাউকে
খাঁটো করে দেখাব না।-
খুশির ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সুখ-সমৃদ্ধি ফিরুক জীবনে
আর বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে স্বাধীনতা ফিরুক সাংবাদিকদের-
শ্রমিক তুমি শ্রমিক রবে
পুঁজিবাদীরাই মালিক
নেতারা শুধুই তাঁদের জন্য
সমাজ পাল্টাবে না খানিক-
এবার বাংলার যত মুম্বাই-ইন্ডিয়ান্সের ফ্যান কখন গুজরাট টাইট্যান্স হয়ে যাবে, ধরতেই পারবেন না।
এরাই আসল বহিরাগত, যাদের কোনও শেকড়ের টান নেই-
কোন চোখে হারাই তোকে
কোন রঙে সাজিয়েছি আজ
কোন আঙুলে তুই মেখে
কোন ঠোঁটে তোর ঠোঁটের ভাজ-
সামনে প্রশংসা আর পিছনে নিন্দে করা লোকগুলো,
হয়তো শিক্ষিত হতে পারে কিন্তু ভাল মানুষ একদমই নয়-