পশু মানুষ হতে পারেনা,
কিন্তু
মানুষ সহজে পশু হতে পারে।-
N C Mozumdar
8 Followers · 1 Following
Joined 22 July 2018
5 JUN 2022 AT 1:06
সীতাকুন্ডের মর্মান্তিক ঘটনায় ভীষণ মর্মাহত।
হে মহান সৃষ্টিকর্তা তুমি সকলকে রক্ষা কর।
🙏🙏🙏-
31 MAY 2022 AT 10:45
সুঁতো যেমন বেঁধে রাখে ঘূড়িকে,
তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ক কে।-
28 MAY 2022 AT 11:50
টোকাই থেকে হিরো,
কাজের বুয়া থেকে হিরোইন হওয়ার
এর প্রাথমিক ধাপটাই হলো টিকটক।-
27 MAY 2022 AT 23:17
ভদ্রতা মানে তুমি ভীতু
সৎ মানে তুমি বোকা
নিরীহ মানে তুমি দুর্বল
স্পষ্টবাদী মানে তুমি শত্রু-
18 MAY 2022 AT 8:34
বাংলাদেশে ক্যান্সার রোগী বাড়ার অন্যতম কারণ হচ্ছে খাদ্যে ভেজাল।
অতি মুনাফা লোভী বড় বড় ব্যবসায়ীরা সব পারে।-
14 MAY 2022 AT 15:52
মানুষের সাথে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করতে যোগ্যতা লাগেনা,
তবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারিবারিক শিক্ষা লাগে।-
8 MAY 2022 AT 13:14
প্রতিবেশী কাকে বলে?
১.পরের সুখে জ্বলে বেশি,
২.অন্যের দুঃখে খুব খুশি,
৩.শোনে কম বাড়ায় বেশি,
৪.পেছনে লাঠি সামনে হাসি,
তাদেরকেই বলে প্রতিবেশী।-