মূর্খ কবি   (অপগন্ড)
105 Followers · 16 Following

মান আর হুঁশ হীন এক মানুষ
Joined 21 March 2018


মান আর হুঁশ হীন এক মানুষ
Joined 21 March 2018
12 OCT 2022 AT 11:15

মনে এখন দ্বন্দ্ব ভীষন
ঠিক-ভুলের ধারে
কারন ছোটো-খাটো সিদ্ধান্ত গুলোই
জীবন লিখতে পারে ।।

~ 1st Sept

-


12 OCT 2022 AT 11:12

দ্বন্দ্বে-ধন্দে চলছে জীবন
লড়াই বড় দ্বিপাক্ষিক
দ্বন্দ্ব কাটলে সময় বদল , ধন্দ কাটলে মেঘ
এদের যে কেউ ধরবে শিকল , ধৈর্য্যও যে বড় আপেক্ষিক।।

~1st Sept

-


12 OCT 2022 AT 11:09

রাতগুলো একটু ঘুম চায় শুধু
চোখের না জানি কিসের অভিমান, করে বিদ্রোহ
ছোঁয়া নাহয় নাইবা পেলাম আবদার শুধু এক
পারলে আমার শেষ রাতের ঘুম হয়ে যেও প্রিয় ।।

~30th Aug

-


12 OCT 2022 AT 11:07

যে গল্পেরা পায়না হদিস
অজ্ঞাতে বাড়ায় ক্ষত
রাতের বালিশ হিসেব রাখে
ভালোবাসা যত।।

~28th Aug 2022

-


12 OCT 2022 AT 11:03

ভালোবাসি বলা কঠিন
ভালোবেসে যাওয়া শক্ত আরও
মানুষ ভাঙ্গা মন নিয়েও বেঁচে থাকে ঠিক
মানুষ বেঁচে থাকার জন্য প্রেমে পড়ে আবারও ।।

~25th Aug 2022

-


12 OCT 2022 AT 11:01

নাম জীবনে আসে প্রচুর
শুধু কিছু নাম মনে রয়ে যায়
সেই নামগুলো হাঁটে অন‍্য কারো সাথে
শুধু ভালো-বাসাটা বাকি থেকে যায়।।

-


12 OCT 2022 AT 11:01

শীতল ভাষায় শান্ত হওয়ার
মন্ত্রনা দেয় , বৃষ্টি ভেজা ছাদ(এ)
জীবন হেসে বাঁচতে শেখায়
দুঃখ-চিন্তা বাদে ।।

-


12 OCT 2022 AT 10:58

যতই করো এদিক-সেদিক
কেউ যতই ঘুরুক ঘাট কিনারে
দিনের শেষের ক্লান্ত সবাই
খোঁজ করে সেই একটা "ঘরের" ।।

-


12 OCT 2022 AT 10:56

কথায় কথা বাড়ে
মায়া পিছুটানে
কোন গলি কতদূর
শুধু মন জানে ।।

-


12 OCT 2022 AT 10:55

চাঁদ যতই জোৎস্না ছড়াক
জ‍্যোৎস্না যেমন চাঁদের নয়
মন যতই তোমায় চাক
তোমার মনতো আমার নয় ।।

-


Fetching মূর্খ কবি Quotes