DEAR FRIENDS...
এই বছরটা যতই শেষ হোক, কিন্তুু আমাদের বন্ধুত্বগুলি নয়..
HAPPY CHRISTMAS DAY-
প্রকৃতির কি অপরূপ এ লীলা
ধরণী আজ তপ্ত কঠিন শিলা ।
শুভ সকালের শুভেচ্ছা...-
কমলাবাড়ি হাট-২০২৩০
কুনোরহাট-২৫০০
প্যান্ডেল বাবদ-১৯০০০
ব্যাঙ পার্টি-১৪০০০
গাড়ি বাবদ-১৬৫০০
বিউটি শিয়ান-৪০০০
গাড়ি সাজানো-৪৫০০-
যার দৃষ্টিভঙ্গি ও মনটা যত বেশি সুন্দর, তার কাছে পৃথিবীও ততটাই বেশি সুন্দর ।
শুভ দিনের শুভেচ্ছা...-
হৃদয়ের কাছের সম্পর্কগুলো খুব ভাগ্য করেই হয়তো হয়, পরিচয় তো অনেকের সাথেই হয় কিন্তু সকলে আপন হয় না...
-
প্রেমের সার্থকতা বন্ধনে
এটাই সকলে মানি ।
প্রেমের মিলন না হইলে
ঝরবে নয়নে পানি ।।-
নতুন বছর নতুন আশা ,
মনের মাঝে স্বপ্ন আঁকি ।
হবে কি না সে আশা পূরণ
সেই আশাতে চেয়ে থাকি ।
Happy New Year 2021-
বাস্তব জীবন
*************
এই মুহুর্তে আমি ভীষণ ভাবেই বিরক্ত,
মনের বেদনা গুলোই করছে ঐ উত্যক্ত !
পারছিনা আর নিজেকে সেভাবে খুঁজতে,
কি করবো তাও পারছিনা আমি বুঝতে !
একবার ভাবি সবকিছু ধুয়ে মুছে ফেলি,
স্মৃতি গুলো রেখে সবকিছুই ভুলে গেলি !
শত ঝামেলার সাথে যুক্ত হয়েছে এ মন ,
আর ধরবোনা, জীবনটাকে সংগ্রামে পণ ।
মানব জীবনে হাজারো সমস্যা রয়ে যাবে ,
কারও কিছুু কিছু গল্প অসমাপ্তই পাবে !
রক্তে-মাংসেই গড়া মানুষ, কলের যন্ত্র নই,
ব্যথা পেলেই কষ্ট হয়, আমি পাথরের নই ।
যত আছে ঐ আবেগ মেশানো ভালোবাসা ,
সব কিছু বিলিয়ে যাব এটাই মনের আশা !-
কিছু অব্যক্ত কথা আজও লিখে রাখি
জানিনা পড়বে কি না চোখে তার,
শেষ চিঠি জানি হাতে ঠিকই পেয়েছে
তবুও শেষে জবাব দেয় নি আর...
-