When your love is true to eternity,
It becomes immutable
in any kind of situations ..!! ❤️-
My life is like
Flame of fire
Whoever comes to extinguish
this flame .
He will burn himself ..!!🔥🔥-
নিঝূম রাতের নিস্তব্ধতা মিলে ,
আমার একাকীত্বের হাহাকার
সুপ্ত অনুভূতিদের গিলে ..!!-
The less intimacy you will have
with people ,
The less you will be deceived ..!!-
Apnee dard khud ke pass hi rakhna ,
Logo ko batt ne jayoge to
souda karega ..!!-
সামলাতে না পেরে ,
অবুঝ মন শুনলো না বারণ ..
বলে দিয়ে শেষ অবধি ,
আজ আমি বিরক্তির কারণ ..!!-
যাওয়ার আগে ,
একটি বার দেখা করে যেও
প্রতিশ্রুতি যা দিয়েছিলে ফিরিয়ে তুমি নিও !
চলেই যদি যাবে ,
বলতে আমায় আগে !
তোমার হাতটি ধরে
দেখতাম তোমায় দুই নয়ন ভরে !
যাওয়ার আগে বলবো শুধু ,
সারাজীবন ভালো থেকো !
তোমার ওই হৃদয়ে আমার জন্য
একটু জায়গা রেখো ..!!-
কষ্টের দারুন বিষণ্ণতায় ,
হয়েছি আজ মর্মাহত !
ধৈর্যের বাঁধ পেরোতে পেরোতে ..
হয়েছে অন্তর ক্ষত-বিক্ষত ..!!-
Mohabbat ho aisi jo
Bicharne ke badh bhi yadd aye ..
Siddat ho aisi jo
Mohabbat bicharke bhi lout aye ..!!-
বিষাক্ত হয়েছে মনের আঙিনা ,
তোর মিথ্যে অপবাদের তরে !
আমি আজ তুমিহীনা
পড়ে থাকি ভাঙা হৃদয় মাঝারে ..!!-