Munira Mondal   (Leena)
792 Followers · 25 Following

read more
Joined 15 February 2020


read more
Joined 15 February 2020
11 JAN 2021 AT 19:41

জ্বলছে জোনাই রাতের কোলে আঁধার আলোর খেলা ,
চোখের তারা আরশি হয়ে দেখায় খুশির মেলা ।

-


15 DEC 2020 AT 18:02

অথৈ জল আয়না হয়ে দেখায় যবে চাঁদের মুখ ,
বোবা রাতের মনে জাগে বুকভরানো কল্পসুখ ।
নির্জনতার সঙ্গী হয়ে তারায় তারায় মিলায় গান ,
দক্ষ নাবিক বোঝে ঠিকই জোয়ারের টান।

-


5 JUL 2020 AT 19:09

চাঁদের সাথে মিথ্যে সংলাপে মন ভোলানোর আছিলাই আকাশপানে চাওয়া , একমুঠো শান্তির খোঁজে ।

-


29 JUN 2020 AT 18:20

বাকরুদ্ধ বোবা মন,কুলুপ আঁটা মুখ,
বইপাড়াতেই আত্মভোলা কুরায় যত সুখ।

-


4 JAN 2021 AT 18:48

শহর করে শীতের সাথে আলাপ ,
মাতাল চাওয়ার গন্ধে তুমি বিভোর ।
আমার আবার নিশ্বাসেই দীর্ঘশ্বাস ,
চারপাশে কুয়াশা রাখে ঘিরে ।

তোমার মন কেমন সেই আদিম ধাঁচের,
মাঝে মাঝে চিঠি লেখার মতো ।
বন্দী আমি তোমার কথার ভাঁজে ,
স্মৃতির কারার ভাঙ্গি কেমন করে !
নিজই জড়ায় বিনে সুতোর জালে ।

রাখি যত্নে কাটা ছেঁড়া গল্প যা দিলে ,
মৃত মুহূর্তের কবর খুঁড়ে আনি স্মৃতি ।
ফাগুনে রং লাগলে ডেকো একটিবার ,
রাখা স্মৃতি রাঙ্গিয়ে নেব নতুন রঙে।

-


14 DEC 2020 AT 19:52

গল্প যত সাঙ্গ হলো সমান্তরাল পথের বাঁকে,
রেলগাড়িটা গোপন পথে মন খারাপের ছন্দ আঁকে।

-


2 DEC 2020 AT 13:56

কুয়াশা পিছনে ফেলে জেগে ওঠে কৃষ্ণচূড়ার প্রেম ,
লালিমায় ঝুলি ভরে পাড়ি দিই দুজনে সুবর্ণরেখা ধরে ।
মাটির ভালোবাসায় ঘাস যেমন করে জড়িয়ে রাখার অঙ্গীকার ,
বাউলের সুর যেমন ভাসে মুক্ত বাতাসে স্বচ্ছন্দে ,
যেমন ভাবে ভরসা রাখে রাত চাঁদের আলোর মহিমায়,
ভালোবাসা হোক ততটাই অক্ষুন্ন , ততটাই অকৃত্রিম, মুক্ত।

-


27 NOV 2020 AT 18:37

ধুলোমাখা পথে রয়ে গেছি আমি ,
বন্ধুরতার ভাষাটা যে বড্ড দামি ।
নিয়ন আলোয় চোখ ধাঁধালে কী বা দেখি!
স্বল্প স্মৃতি জড়িয়ে পথেই কাটি আঁকিবুকি।
পথে মিশে মন খারাপের ইতিকথা ,
মেঘ যেদিন বুঝবে যত লুকোনো ব্যথা।
গোপন সুরে পড়বে ঝরে ঝিমঝিমিয়ে ।
ময়লা সব যাবে ধুয়ে শেষের পথে ।
জানি আসবে চিঠি মেঘবালিকার আগমনে।

-


26 NOV 2020 AT 18:38

প্রত্যাশার বাষ্পে মুখরিত অসম্পূর্ণতার রেশ।

-


22 NOV 2020 AT 18:45

জোয়ারের টানে ভেসে গেছে হিয়া , শঙ্খধ্বনি বাজে আজও তাদের অন্তরে ।
ফিরে যাওয়ার ডাকে মিশে থাকা মধু ফুরায় একসময় কালের চক্রে ।
দেখা হওয়ার ছিল এভাবেই, সময়টা বদলেছে শুধু ।
কয়েক দশকে বদলেছে সম্পর্কের নাম , বদলেছে অধিকার ।
বন্য হাওয়ার ঝোঁকে নষ্ট কুটিরে কে আর থাকতে চাই ভালোবেসে ?
তাও সে কুটির ভুলতে কে আর পারে !

-


Fetching Munira Mondal Quotes