Mun Gangopadhyay  
227 Followers · 4 Following

Joined 17 August 2017


Joined 17 August 2017
13 APR AT 20:08

Never forget that the story is yours. You are the writer of your story. You can change it whenever you want. Before finishing to write a good story we have to erase many sentences, sometimes even a whole chapter to make it better. So keep writing. Make it your favourite. It is never so late to start a new.😇

-


7 APR AT 2:25

কোনো একদিন উঠবে প্রবল ঝড়
হুড়মুড়িয়ে পড়বে জিনিস দামি
হাতড়িয়ে এক বাক্স পাবো, যাতে
লুকানো আমার স্বপ্নেরা আর আমি

এই তো সেদিন শান্ত ছিল ঢেউ
ছিল পাহাড় রোদের কাছে ঋণী
আমার বাঁধন খুলে রেখে পাশে
নতুন করে আমায় আবার চিনি

তারাও চেনে যেটা তাদের সোজা
আমিও আমায় সহজ করে আঁকি
ভালো মেয়ের সংজ্ঞা মেনে নিয়ে
"মানিয়ে নেওয়া" চাদরে গা ঢাকি

যায়নি কিছু কারোর, আসেনিও
আমার ছিল শেষ যাত্রা দায়
মাঝে গেল বেশ খানিকটা বছর
বেদনাতে, রোদের অপেক্ষায়।

-


20 SEP 2023 AT 8:02

সামনে যারা বলছে ভালোবাসে, পেছন ফিরতে শুনতে পেলাম এই,
"না না! আমি চিনি ভালো মতই, ওর মতো আর খারাপ মানুষ নেই।।" 😊

-


20 SEP 2023 AT 7:56

সময় থাকতে মূল্য বোঝো প্রিয়, মানুষ তো আর হাতের মোয়া নয়!
তোমার জন্য মরতে পারে যারা, সরতে পারে তীব্র উপেক্ষায়।
~😊

-


8 JUL 2023 AT 3:17

আবছা কিছু!
স্পষ্ট হবে? না মিলিয়ে যাবে? জানি না।
ভাসমান মেঘ যেমন চাইলেই বৃষ্টি দেয়,
আর না চাইলে, উত্তাপ।

একটা অদৃশ্য সুতো।
টান আছে কিনা বোঝা যায় না,
স্পর্শ করলে বাঁধা পরে, বা বাঁধনে।

বিভ্রান্তিরা ছুটে বেড়ায়,
অমীমাংসিত কোনো বিষয়ের চারিধারে।
যেখানে শব্দের জটিলতা,
হার মানায় কঠিন সমীকরণকেও।

আর এভাবেই মেয়াদ ফুরোয়,
তারিখ শেষ হয়ে গেলে যারা ফেলে দেয়,
তাদেরকে হিসাবি বলে।
আর যারা ভুল করে রেখে দেয়,
তাদেরকে উদাসীন।

-


19 APR 2023 AT 0:37

উপলব্ধির কাছে চুপচাপ বসে বাক্যালাপ করি।
যা কিছু আড়ম্বর, তা বহন করার মাসুল ঢের।
ফেরানোর মতো প্রবল সহজ হিসাব দুষ্প্রাপ্য।
স্থির অঙ্গীকার! রক্তকরবীর ন্যয় ফুটে ওঠা
অজস্র ইচ্ছেরা যেন আশ্রয় না পায় শান্ত শীতল ছায়ার কাছে। তারচে দগ্ধ হোক, বিশাল অগ্নুৎপাতে কিংম্বা
চুরমার করা নিরবতায়। আমাকে ফেরাতে হবে- সুবিশাল স্নেহের চাদর, দরজার ওপারে রাখা খবরের কাগজ, অস্ফুট গলার স্বর, অধরা ট্রেনের প্রত্যাশা, খামখেয়ালী অস্থিরতা অথবা ভুল গন্তব্য।
তবে কি ফিরিয়ে দেওয়া মানে ফিরে আসা নয়? নিজের কাছে। নয় কি?

-


11 MAR 2023 AT 2:49

#fierceoffire

The sparkle in your eyes
The fire that can burn the universe
The power which is more visual,
than the people's vision
Knows you're someone with crown
You're something, unbreakable.

The calmness from distance
The care over the pretension
of cold shoulder
Knows you're expensive,
You're something mysterious
But not misapprehend.

Why should I have to set you in my words?
You're over the imagination, over words,
Over the knowledge of uncertain fate
September knows not what,
the Winter brings to late!

-


11 MAR 2023 AT 2:45

#ফিরে_দেখতে_গেলে

ফিরে দেখা পুরাতন শোভা
ঝলমলে আলো রাঙা দিন
চোখ বোজা আবছায়া আর,
নিস্পলক স্মৃতিদের ঋণ

খোঁজা খুঁজি আলোরণ ঠিক
মিছে যত খেয়ালী আবেশ
যদি ধরা দেয় আপনিই
অনায়াসে হবে উন্মেষ

কথা তবু ছিল বরাবর
শোনা কিছু রয়ে গেলো শেষ
যদি হতো এমন উপায়
নিরবতা দিতো উপদেশ!

ভাঙাগড়া ক্রমাগত খেলা
মানুষ বা মাটির গড়নে
নদীতটে যার বসবাস
মূল তার পরিবর্তনে।।

-


11 MAR 2023 AT 2:40

#প্রেমিক_প্রলাপ

এভাবেই কেটে গেছে মাস,
কেটে গেছে কয়েক বছর
তোমাকে হৃদে ধরলাম,
কোনো এক শ্রাবণের ভোর

টেলিপ্যাথি জানো কি মেয়ে?
না কি সব আমারই ব্যামো
সেই কবে ছেড়ে গেছে হাত
মন তবু আজো বাড়ানো

স্বপ্নেরা নিজের মতো
আজগুবি গল্প বানায়
নেই সেথা আমার তো দোষ
যন্ত্রণা আমাকেই দেয়

খুব করে বকেছি আমি
বখাটে ডানপিটেকে
তবু এতো স্পর্ধা যে তার
আমাকেই ফেলে বিপাকে

সেই কবে স্তব্ধ সে স্বর
সেই কবে ফিরে গেছে ঢেউ
উত্তাল এতোটাই, যা
আমি ছাড়া বোঝেনি তো কেউ।।...🍂

-


15 NOV 2022 AT 1:00

ওই যে আকাশ তুমি দেখো
দেখতে কি পাও এক "তারা"?
টিমটিম করছে সে খুব
হয়তো তোমায় কাছে পাওয়ায়।

ওই যে দুলছে গাছ "হাওয়ায়"
পৌঁছে তোমার চুলে, মুখে
মুখ ঘুরে এবারও গেলে?
এই রূপ অবস্থাতে!

এই যে "পাখির" কোলাহল
এমনটা আগে তো শোনোনি!
আজ এতো ডাকার কি ঝোঁক?
অনুভব করেছো কি তুমি?

এমন এক, নিস্তব্ধতায়
হাঁক দিয়ে পেপার এলে
চা মুখে খরব দেখে,
"আমি" নেই জানতে পেলে!

-


Fetching Mun Gangopadhyay Quotes