moupriya ganguly   (রূপকথা নয়)
54 Followers · 5 Following

read more
Joined 29 May 2018


read more
Joined 29 May 2018
1 JAN 2022 AT 11:35

বর্ষশেষের গান

রোজনামচার গানের সুর তুলে
আজ পেয়েছি নতুন দিনের ভোর
ঝরা পাতা বিষাদ সুর ভুলে
নিজস্বতায় আবার দিচ্ছে জোর৷

ঘুমিয়ে ছিল যে সব চিহ্নগুলো
চিলেকোঠার ঘরের কার্নিশে
আগুন হয়ে জন্ম নেবে আবার
জীবনস্রোতে আর এক জীবন মিশে৷

শীত ছুঁয়ে যায় অপেক্ষারই রাত
আস্তিনে প্রেম জমিয়ে রাখা মন
ছকভাঙা গান ক্লান্ত ছায়ার হাত
চুম্বনে খোঁজে হারিয়ে ফেলা জীবন৷

চলো ভাসি অসীম কালের স্রোতে৷
বর্ষশেষের যত দুঃখ শোক
ভালোবাসায় দীর্ঘ হতে হতে
নববর্ষ সবার ভালো হোক৷




-


1 JAN 2022 AT 11:31

বর্ষশেষের গান

রোজনামচার গানের সুর তুলে
আজ পেয়েছি নতুন দিনের ভোর
ঝরা পাতা বিষাদ সুর ভুলে
নিজস্বতায় আবার দিচ্ছে জোর৷

ঘুমিয়ে ছিল যে সব চিহ্নগুলো
চিলেকোঠার ঘরের কার্নিশে
আগুন হয়ে জন্ম নেবে আবার
জীবনস্রোতে আর এক জীবন মিশে৷

শীত ছুঁয়ে যায় অপেক্ষারই রাত
আস্তিনে প্রেম জমিয়ে রাখা মন
ছকভাঙা গান ক্লান্ত ছায়ার হাত
চুম্বনে খোঁজে হারিয়ে ফেলা জীবন৷

চলো ভাসি অসীম কালের স্রোতে৷
বর্ষশেষের যত দুঃখ শোক
ভালোবাসায় দীর্ঘ হতে হতে
নববর্ষ সবার ভালো হোক৷




-


19 AUG 2021 AT 22:47

Some tiredness can just be felt.
From within...
The world can't see it.
As you're contented with
Beautiful smile.
Noone but you can feel
The tiredness,
The hollowness.
After crossing the
Dead ocean
Since long long days...

-


6 MAR 2021 AT 0:34

কোনো একদিন যদি সমুদ্র দেখতে চাও
তবে আমায় খুঁজো৷
যদি কবিতার জন্য শব্দ খুঁজতে চাও
তবে জীবন বুঝো৷

যদি ঘরপালানো বিবাগী সুরের
গান বাঁধতে চাও
তবে
প্রেমিক নদী বও৷
যদি বাঁচার গন্ধে ডুবতে চাও
তবে
মুচকি হেসে একবার না হয়
বাঁচার জন্যই
বাউন্ডুলে হও৷

-


10 FEB 2021 AT 0:14

মনভোলানো দৃশ্যপটে,
বাঁধনছাড়া একলা বিকেল
তুলতুলে রোদ নরম নদী৷

প্রত্যাখানে শিশির মেখে
পাঁজর চেরা প্রেম লুকিয়ে
কাতর চোখে তাকাই যদি?

অভিমানের ধূসর দেশে
এক জ্যোৎস্না আকাশ নিয়ে
জটিল থেকে সরল হতে

বিশ্বাস আর অবিশ্বাসে
দগ্ধ ব্যাথা৷ পারবে,
পোড়া চিহ্ন ছুঁতে?


-


25 JAN 2021 AT 22:39

মানুষের চরিত্র যদি সত্যি উপন্যাসের চরিত্র হতে পারত, তাহলে তারা চাইলেই আত্মহননের পথ বেছে নিতে পারত...কিন্তু তারা বড়ই অসহায়!

~চরিত্রহীন

-


15 JAN 2021 AT 4:12

অনিশ্চিত এক অধ্যায়ের শুরু, পুরোনো অধ্যায়ের শেষে
দূরে যাওয়ার আগে বলে যেও একবার শেষ হাসি হেসে...

-


14 JAN 2021 AT 23:14

Live your stress Live your life
Long enough Long enough
To grow To become
Into reliefs! A beautiful fairy tale!

Live your inner fright We can't just
Long enough give up..
To transform them
Into courage...


Be kind
with yourself 🙂

-


9 JAN 2021 AT 23:28

God always make us meet right people at the right time...That is neither too early nor too late...

-


2 JAN 2021 AT 23:06

all the beautiful moments which are more precious than diamonds...

-


Fetching moupriya ganguly Quotes