ছেড়ে যাক তারা_
সাথে থাকার অভিনয় করে যারা 🙂-
হৃদয় আঙিনায় _🍁
🎂🎂: 𝟐𝟕𝙩𝙝 𝙣𝙤𝙫 😊
আমি বার বার নাম লিখে ফেলি
হয়তো কখনো জেনে শুনে
কখনো বা অজান্তে,
যদিও বার বার জিতে ফিরে আসি
কিন্তু নাম থেকে যায় সেই হেরে যাওয়া দলে 🙂-
আজ অনেকটা পথ পেরিয়ে আসার পর বুঝলাম
ফেলে আসা সময়টা কতোটা মূল্যবান ছিলো,
না ছিলো কোনো দুঃখ কষ্ট
না ছিলো কোনো কিছু পাওয়ার আসা,
আজ যা কিছুই আছে সবি দেখি মোহো মায়া
-
হেরে যাওয়াটা হয়তো তোমার হাতে নয় তবে,,
হেরে গিয়েও ফিরে আসাটা তোমার হাতে |-
অদৃশ্য হয়ে,
থেকে যাও..না বলা গল্পে
হয়তো বা কোনো এক অজানা প্রান্তে,
হারিয়ে যাওয়া ভাবনাগুলোতে কিংবা
সেই প্রাক্তমের হাত ধরে,
থেকে যাও..তুমি কল্পনাতে ❤️
-
দেখতে দেখতে সময় গুলো যেন কেমন চলে যাচ্ছে.. কিছুটা এগিয়ে যাচ্ছি আবার কিছুটা থমকে যাচ্ছি, ভালো থাকা ভালো রাখা সব দিনগুলো যেন কেমন ফুরিয়ে যাচ্ছে, কিছু মানুষ হারিয়ে যাচ্ছে আবার কিছু মানুষ ধরা দিচ্ছে, এই আনাগোনা সময়ের মাঝে নিজেকে কেমন যেন একলা মনে হচ্ছে 💔
-
Saturday 10 oct 2020
A very unique date
10102020
It would never come again.-