Moumita Pal  
11 Followers · 3 Following

Joined 11 June 2018


Joined 11 June 2018
14 OCT 2020 AT 22:38

অন্তরঙ্গতা থাকুক,তবে তা নিজের সাথে...
'অতিপরিচিত'রাও একসময় "অপরিচিত" হয়ে ওঠে!!

....... মৌমিতা🌿

-


24 JUL 2019 AT 16:58

বিষণ্ণতার মেঘ জমেছে, শ্রাবণ সাঁঝের সজল বাহার
চোখ, সে তো জলছবি
সাধ্য কি তার মন বোঝার!!

-


25 MAY 2019 AT 20:46

---- কষ্ট হয় ?
------ খুউউব !
--- থাকতে পারিস তাকে ছেড়ে ?
------- সয়ে গেছে !!
---- ভুলতে চাস না ??
------ 'রবিঠাকুর' কে কি কেউ ভুলতে পারে !!

-- সে যে আমার 'রবিঠাকুর'।।❤❤

-


21 FEB 2019 AT 13:49

শহুরে গন্ধ, ফ্যাকাসে অতীত, পাথুরে জীবন...
শিমুল পলাশে বসন্ত খোঁজে দগ্ধ পোড়া মন!!

-


2 FEB 2019 AT 14:59

তোমার জন্য জমিয়ে রাখা সময় গুলো
ফুরিয়ে গেছে ঘরকন্নার অগোছালো নিয়মে,
এখন ফিরতে হলে বহু যোজন পথ পিছু হাঁটতে হবে!
তুমি পারবে তো আমার সঙ্গ দিতে ?

-


17 DEC 2018 AT 18:49

শূন্য থেকে শুরু আবার শূন্যতেই শেষ,
জীবন রে তোর অঙ্গীকারে বাঁচতে থাকা নিয়মমাফিক অভ্যেস !!

-


19 SEP 2018 AT 11:24

আঘাতে আঘাতে শব্দ জমে,তৈরী হয় মৌন মিছিল
কি লাভ দোষ খুঁজে,ভবিতব্য যখন অন্ত্যমিল !!

-


31 AUG 2018 AT 16:39

কিছু ক্ষত দগদগে,
কিছু তার আধ পোড়া
কিছু ছবি বলে দেয়
'ভুলে যাওয়া ' ...বাহানা !!

-


4 AUG 2018 AT 12:10

তোমাতেই হোক আমার 'শ্রাবণ-যাপন '
তোমাতেই থাক আমার 'একান্ত আপন '।।

#কবিগুরু

-


16 JUN 2018 AT 8:27

"লাভের আশায় বিশ্ববাসী ,দিন ফুরোলে স্বর্গবাসী
ঝোলায় ভরা স্বপ্ন-আশা,আসলে সবই সর্বনাশা !!"

-


Fetching Moumita Pal Quotes