29 MAY 2018 AT 20:35

আমার একলা আকাশ একলা নদী
তোমার কথা বলে
আমার একলা রাতের চাঁদের আলো
তোমার পথে চলে।

- মৌমিতা পাল