Moumita Pal   (মৌমিতা পাল)
35 Followers · 4 Following

Writer
Joined 11 July 2017


Writer
Joined 11 July 2017
13 SEP 2023 AT 9:23

একটা সাদা পাতা খোলা
একটা কলম তৈরি,
দুই রসায়ন মিলে যাওয়া
হঠাৎ কাব্যের সৃষ্টি।

-


9 APR 2023 AT 20:57

কথার পরে আসা কথারা
কোলাহলের জন্ম দেয়
নীরব মনের শব্দ গাথারা
মধুরতার জন্ম দেয়।

-


27 MAR 2023 AT 10:54

প্রতিটি মুহূর্ত ক্ষণস্থায়ী,পরিবর্তনশীল।তবুও আমরা মুহূর্তকে আপন করতে চাই।

-


26 MAR 2023 AT 20:47

প্রতিটি মানুষের হৃদয়ে একটা স্থান আছে।নরম তুলতুলে।ঐ স্থানে আবেগ নামক অনুভূতির বসবাস।মানুষের যত হাসি - কান্না, আনন্দ - দুঃখ সব ঐখানেই জন্ম নেয়।বাইরের যত কাঠিন্য থাক ,ঐ আবেগের কাছেই মানুষ মাঝে মাঝে নরম হয়ে যায়।

-


25 MAR 2023 AT 10:28

অনুভব এর গভীরতা অনুভব দিয়েই
বিচার করতে হয়।নাহলে ভুল হয়ে যায়।

-


28 OCT 2022 AT 20:57

অঝোর বৃষ্টিতে মুছে গেছে কল্পিত সীমানা
বাকি নেই আজ আর কোন দেনা -পাওনা।
লুপ্তপ্রায় আজ যত সব জাগতিক বাসনা
শেষের পথে হাঁটছে যত অকারন বাহানা।

-


10 OCT 2022 AT 10:50

তারপর এলো সেই রাত
জোৎস্নার আলোয় গেল চরাচর ভেসে
তোমার আমার মনের মাঝে
চাঁদের মায়াবী আলো উঁকি দিল এসে।
ভালবাসা ধরা দিলো
মোহ মায়া ফিরে এলো
মুহূর্ত স্থায়ীত্ব পেল দোঁহের মননে।

-


6 SEP 2022 AT 21:02

গল্পটা শুরু হয়েছিল নিঃশব্দে।গল্পটা শেষ হলো নিঃশব্দে। শুধু মাঝের সময় টুকু অনেক কথা জমা হয়ে গেল।এরকমই হয়।কোন কোন গল্প না চাইলেও কেমন গল্প হয়ে যায়।নিঃশব্দে হলেও সেই গল্পের মাঝে হাজার কথা জমে যায়।

গল্পকথা কলমে

-


2 SEP 2022 AT 20:26

অনুগল্প - নিঃশব্দ প্রেম

সায়নের নিঃস্তব্ধতার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে আছে সেকথা একমাত্র বুঝতে পারে টুম্পা। প্রতিশোধ এইভাবেও নেওয়া যায়।নিঃশব্দে।সকল অবিচারের বিরুদ্ধে।
টুম্পার চোখের জল এখনো শুকিয়ে যায় নি।সায়ন আর টুম্পার ভালবাসা আজো বেঁচে আছে।নিঃশব্দে।বাইরের দূরত্ব হার মেনেছে অন্তরে।

গল্পকথা কলমে - মৌমিতা পাল

-


1 SEP 2022 AT 20:54

সময় বদলে গেলে বদলে যায় মন
যখন যেমন তখন তেমন
বাঁচতে শেখার নাম জীবন

কবিতার জন্য কলমে

-


Fetching Moumita Pal Quotes