একটা সাদা পাতা খোলা
একটা কলম তৈরি,
দুই রসায়ন মিলে যাওয়া
হঠাৎ কাব্যের সৃষ্টি।-
কথার পরে আসা কথারা
কোলাহলের জন্ম দেয়
নীরব মনের শব্দ গাথারা
মধুরতার জন্ম দেয়।-
প্রতিটি মুহূর্ত ক্ষণস্থায়ী,পরিবর্তনশীল।তবুও আমরা মুহূর্তকে আপন করতে চাই।
-
প্রতিটি মানুষের হৃদয়ে একটা স্থান আছে।নরম তুলতুলে।ঐ স্থানে আবেগ নামক অনুভূতির বসবাস।মানুষের যত হাসি - কান্না, আনন্দ - দুঃখ সব ঐখানেই জন্ম নেয়।বাইরের যত কাঠিন্য থাক ,ঐ আবেগের কাছেই মানুষ মাঝে মাঝে নরম হয়ে যায়।
-
অঝোর বৃষ্টিতে মুছে গেছে কল্পিত সীমানা
বাকি নেই আজ আর কোন দেনা -পাওনা।
লুপ্তপ্রায় আজ যত সব জাগতিক বাসনা
শেষের পথে হাঁটছে যত অকারন বাহানা।
-
তারপর এলো সেই রাত
জোৎস্নার আলোয় গেল চরাচর ভেসে
তোমার আমার মনের মাঝে
চাঁদের মায়াবী আলো উঁকি দিল এসে।
ভালবাসা ধরা দিলো
মোহ মায়া ফিরে এলো
মুহূর্ত স্থায়ীত্ব পেল দোঁহের মননে।-
গল্পটা শুরু হয়েছিল নিঃশব্দে।গল্পটা শেষ হলো নিঃশব্দে। শুধু মাঝের সময় টুকু অনেক কথা জমা হয়ে গেল।এরকমই হয়।কোন কোন গল্প না চাইলেও কেমন গল্প হয়ে যায়।নিঃশব্দে হলেও সেই গল্পের মাঝে হাজার কথা জমে যায়।
গল্পকথা কলমে-
অনুগল্প - নিঃশব্দ প্রেম
সায়নের নিঃস্তব্ধতার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে আছে সেকথা একমাত্র বুঝতে পারে টুম্পা। প্রতিশোধ এইভাবেও নেওয়া যায়।নিঃশব্দে।সকল অবিচারের বিরুদ্ধে।
টুম্পার চোখের জল এখনো শুকিয়ে যায় নি।সায়ন আর টুম্পার ভালবাসা আজো বেঁচে আছে।নিঃশব্দে।বাইরের দূরত্ব হার মেনেছে অন্তরে।
গল্পকথা কলমে - মৌমিতা পাল-
সময় বদলে গেলে বদলে যায় মন
যখন যেমন তখন তেমন
বাঁচতে শেখার নাম জীবন
কবিতার জন্য কলমে-