Moumita Pal   (✒️মৌ মি তা)
34 Followers · 4 Following

Howrah, india
Joined 3 June 2017


Howrah, india
Joined 3 June 2017
9 MAY 2022 AT 15:00

||বৈশাখে রবি||
প্রাণের রবি হৃদয়ে মম রবে নীরবে,
বৈশাখী পঁচিশের চিরনুতন মহোৎসবে,,
অধরা মাধুরী ধরা দিয়ে যায় ছন্দ্ বন্ধনে,
নব আনন্দে জাগে বিশ্ব নবরবিকিরনে,,
বহে নিরন্তর অন্তর আনন্দধারা,
তারই তালে দোলে দিনকর চন্দ্র তারা,,
সকল গগন অর্মৃতমগন সঙ্গীত আনন্দের মেলায়।
প্রাণের রবি রইবে মোদের সকল রসের ধারায়।।

-


3 MAY 2022 AT 20:08

ওই...
কিরে রাগ করেছিস?
কথা বল না...একবার কথা বল!
আরে কি হলো? এই তো আমি...!
ঐ দেখো চোখে আবার জল কিসের!
তোমাকে ছেড়ে কোথাও যায়নি গো...
রাস্তায় একটু আটকে পড়েছিলাম।
অমনি তোর মনে ঝড়- বৃষ্টি শুরু হয়ে গেল!
ওই! এখনো রেগে আছিস!
কাছে আয় না... ভালো লাগছে না কিছু... একবার কথা বল।
কিরে? ওই....! অনেক ভালোবাসি তোকে❤️

-


25 MAR 2022 AT 17:12

মন খারাপের অনেক কারণ আছে, যদি পাশে বসে শুনতে চাইতে তাহলে হয়তো বলতাম....

-


8 MAR 2022 AT 13:44

নারী দু অক্ষরের শব্দ, যার অর্থ টা অনেক বড়ো...
নারী মানে, সে কারোর কন্যা;
নারী মানে, সে কারোর স্ত্রী...
আবার নারী মানেই সে কোনো সন্তানের মা।
নারী মানেই এক হাতে সাজগোজ,
অন্য হাতে রান্না বান্না , কাজ কর্ম;
নারী মানেই এক নজরে স্বামী সন্তান ও পরিবারকে সামলানো।
এই পুরুষ শাসিত সমাজ নারী ছাড়া অচল;
নারী ছাড়া এ সমাজ পঙ্গু।
নারী, পরিবারের সকল কথা শুনে চলা এমন এক চরিত্র,,
আবার এই নারী হচ্ছে দুর্নীতির সমাজের মা দুর্গা ও চন্ডির রূপ।।

-


10 JAN 2022 AT 23:29

তোমার অনেক মানুষের ভিড়ে আমি এক অর্থহীন-বোকা।
বর্তমান স্ট্যাটাসে তোমার সাথে খুব একটা মানানসই নই,,
ভিড় ঠেলে তোমার কাছে পৌঁছানোর মানুষিকতা নেই,
যেখানে আমি মূল্যহীন সেখানে কাছে যাওয়াটা বিলাসিতা।।

-


5 OCT 2021 AT 22:34

কারণ জানি না,,
- কেন 'মনখারাপ'!
মনের এই যন্ত্রণার ক্ষয়ক্ষতি পৃথিবীতে আর কোথাও নেই।।

-


5 OCT 2021 AT 22:18

একটা বিশ্বস্ত হাতের খুব প্রয়োজন,
যে হাতটা কখনও আমার হাত ছেড়ে দেবেনা।।

-


15 AUG 2021 AT 22:04

যারা মন খারাপের সময়,,
আমাকে হাঁসানোর চেষ্টা করে, তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক।।

-


15 AUG 2021 AT 15:23

স্বাধীনতার শুভেচ্ছা না পেলেও চলবে,,
স্বাদ পাওয়া চাই..........

-


20 APR 2021 AT 22:57

কবিতার মন বুঝিনি কখনো,
উল কাঁটায় শব্দ বুনে
জট পাকিয়েছি কেবল।
আচ্ছা, শরীরের সাথে কবিতারও মন আছে কি?

-


Fetching Moumita Pal Quotes