||বৈশাখে রবি||
প্রাণের রবি হৃদয়ে মম রবে নীরবে,
বৈশাখী পঁচিশের চিরনুতন মহোৎসবে,,
অধরা মাধুরী ধরা দিয়ে যায় ছন্দ্ বন্ধনে,
নব আনন্দে জাগে বিশ্ব নবরবিকিরনে,,
বহে নিরন্তর অন্তর আনন্দধারা,
তারই তালে দোলে দিনকর চন্দ্র তারা,,
সকল গগন অর্মৃতমগন সঙ্গীত আনন্দের মেলায়।
প্রাণের রবি রইবে মোদের সকল রসের ধারায়।।-
ওই...
কিরে রাগ করেছিস?
কথা বল না...একবার কথা বল!
আরে কি হলো? এই তো আমি...!
ঐ দেখো চোখে আবার জল কিসের!
তোমাকে ছেড়ে কোথাও যায়নি গো...
রাস্তায় একটু আটকে পড়েছিলাম।
অমনি তোর মনে ঝড়- বৃষ্টি শুরু হয়ে গেল!
ওই! এখনো রেগে আছিস!
কাছে আয় না... ভালো লাগছে না কিছু... একবার কথা বল।
কিরে? ওই....! অনেক ভালোবাসি তোকে❤️
-
মন খারাপের অনেক কারণ আছে, যদি পাশে বসে শুনতে চাইতে তাহলে হয়তো বলতাম....
-
নারী দু অক্ষরের শব্দ, যার অর্থ টা অনেক বড়ো...
নারী মানে, সে কারোর কন্যা;
নারী মানে, সে কারোর স্ত্রী...
আবার নারী মানেই সে কোনো সন্তানের মা।
নারী মানেই এক হাতে সাজগোজ,
অন্য হাতে রান্না বান্না , কাজ কর্ম;
নারী মানেই এক নজরে স্বামী সন্তান ও পরিবারকে সামলানো।
এই পুরুষ শাসিত সমাজ নারী ছাড়া অচল;
নারী ছাড়া এ সমাজ পঙ্গু।
নারী, পরিবারের সকল কথা শুনে চলা এমন এক চরিত্র,,
আবার এই নারী হচ্ছে দুর্নীতির সমাজের মা দুর্গা ও চন্ডির রূপ।।
-
তোমার অনেক মানুষের ভিড়ে আমি এক অর্থহীন-বোকা।
বর্তমান স্ট্যাটাসে তোমার সাথে খুব একটা মানানসই নই,,
ভিড় ঠেলে তোমার কাছে পৌঁছানোর মানুষিকতা নেই,
যেখানে আমি মূল্যহীন সেখানে কাছে যাওয়াটা বিলাসিতা।।
-
কারণ জানি না,,
- কেন 'মনখারাপ'!
মনের এই যন্ত্রণার ক্ষয়ক্ষতি পৃথিবীতে আর কোথাও নেই।।
-
একটা বিশ্বস্ত হাতের খুব প্রয়োজন,
যে হাতটা কখনও আমার হাত ছেড়ে দেবেনা।।
-
যারা মন খারাপের সময়,,
আমাকে হাঁসানোর চেষ্টা করে, তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক।।
-
কবিতার মন বুঝিনি কখনো,
উল কাঁটায় শব্দ বুনে
জট পাকিয়েছি কেবল।
আচ্ছা, শরীরের সাথে কবিতারও মন আছে কি?
-