গুরুজন যখন অকপটে মিথ্যে কথা বলে নিজেকে জাহির করে , তখন তাঁর মান বাঁচাতে সত্যি কথা না বলা টা বড়ই বেদনাদায়ক ।।। তিনি নিশ্চিত যে যাকে নিচু করে তিনি নিজেকে উচ্চ আসনে অধিষ্ঠিত করছেন, সে মুখে কুলুপ এঁটে থাকবে ।।। সেই জন্যই তিনি ক্রমাগত নিজেকে জাহির করার কোনো সুযোগ হাতছাড়া করেন না, বা বলা যেতে পারে সুযোগ বের করে নেন।।। আর যে বা যারা সত্যি টা জেনেও মুখ বুজে মজা নেয় , তারা মানুষ হলেও বিবেকহীন।।।
-
28 APR 2019 AT 0:22