👩🏻 অ্যাই…
👨🏻 উম্ম...
👩🏻 শুনছো...
👨🏻 কি ?
👩🏻 কিছু না ...
👨🏻 জানি তো...😊
👩🏻 😌-
ছোটবেলা থেকে শুনে এসেছি , গুরুজনেরা বলেছেন, আপনজন বা আপনজনদের সাথে আনন্দ ভাগ করে নিলে তা দ্বিগুন বেড়ে যায়,,,, আর দুঃখ ভাগ করে নিলে তা কমে যায়।।।।।
কিন্তু কিছু মানুষ কে আমি দেখেছি, আপনজনদের সাথে দুঃখ ভাগ করে নিতে গিয়ে তারা আরো বেশি করে দুঃখ পেয়েছে।এমন কি সেই আপনজনরাই তার দুঃখ টাকে আরো বাড়িয়ে দিয়েছে।।।
এক্ষেত্রে "আপনজন" এর সংজ্ঞা টাই মিথ্যে হয়ে রয়ে গিয়েছে ।।।
তাই নয় কি ???-
" ইচ্ছেলতা "
📒 তুমি চাইলে,
মরচে প্রেমেও চমক দিতে পারি ;
তুমি চাইলে,
তোমায় দিয়েই তোমায় বাঁধতে পারি ...🖋-
📒 অন্ধকার -
একলা ক্ষণ ;
একলা ঘরে একলা মন।
সমস্ত সুখ বিলিয়ে আজ,
একলা কোনে মূল্যহীনে
আপন অন্য, আমিই পর ... 🖋-
📒গোলাপ ফুলের ডাঁটি র কাঁটা কি গোলাপের সুগন্ধ আটকে রাখতে পারে ? কখনোই নয়... 🖋
-
শুধু নিজের বাড়িতে বসে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর এত সহজ, বড় ও সুবর্ণ সুযোগ ভবিষ্যতে আর পাবেন না।
তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন আর বাকিদের ও বাঁচতে দিন।-
📒"There are 'but's in every situation in life, neverthless there is a big BUT here (family world) in Capital letters"🖋
-
📒নিজের ভালোলাগার জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে, নিজের ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত করে কখনোই ভালো থাকা যায় না। আমি অপরের ভালোলাগার খেয়াল রাখবো, আর অপেক্ষা করব সেও আমার ভালোলাগার খেয়াল রাখবে, সেটা কাম্য হলেও বাস্তবায়িত হয় না।🖋
-
📒"বহুজনের মাঝে পরাধীন হয়ে বাঁচার চেয়ে ,
স্বাধীন ভাবে 'একা' বেঁচে থাকা স্বস্তিদায়ক ....."🖋-
📒
"বলা কথা"
একটি কথায় 'মিথ্যেবাদী',
দুটি কথায় 'বাচাল'।
চুপ থাকাটা নাকি 'অহম-ভাব',
ওহে, তুমি আশা ছাড়ো 'বাঁচার'।
🖋-