সপ্তাহ বা মাসিক কিস্তিতে নয়,
আগামী হাজার বছর আমি তোমার ভালোবাসার।।-
আমার সবাই ভালোই আছি
মনটাই তো পুড়ছে কেবল,
আবরণটা কঠিন ভীষণ
অন্তরে চলে ঝঞ্জা প্রবল।।-
আজ বেলাশেষে যাওয়ার পালায় চৈত্র আসে প্রশ্ন নিয়ে,
একটুও কি কাঁপেনি হৃদয় চিরতরে বিদায় দিয়ে?
আমি বলি, শোনো তবে, ওসব মায়ায় বেধো না আর,
যে জীবন হারায় হাস্যমুখে হারানোর আর কি বা আছে তার?
বরং,যা যায় তারে যেতেই দেওয়া ভালো,
কি হবে বৃথা তারে আঁকড়ে ধরে?
যার পৃথিবী জুড়ে শুধু শূণ্যতারাই বাচে,
পরবে না ধরা সে আর কোনো মায়ার ডোরে।।-
একাকীত্বের গায়ে হাল্কা ছুঁয়ে কলম চালায় যারা রোজ,
তাদের তারিফ সবাই করে,শুধু উৎসের নেয়না খোঁজ।-
বিলাসিতা করে বলে থাকি ভালো আছি
আদপে ভালো থাকা আর উপভোগ করা যায় না,
আজকে যদি দিনের শেষে সামলে নিতে পারি
কাল বলবো অতীতের চেয়ে সুখের কিছু হয় না।।-
অপেক্ষারা শুধু পাওয়ার ভরসায় নয়
কিছু তোমায় ভেবে বেঁচে থাকাও শিখুক,
জানি দিনের শেষে অধরাই থেকে যাবে
তবুও আমার শেষ আজানে তুমিই বেজে উঠুক।।-
যদি হঠাৎ প্রশ্ন আসে মন কেমনের কারন,
আমি শূন্য খাতাই জমা দেবো;
সত্যি বলা বারণ ।।-
যারা স্মৃতির ভারে এগিয়ে চলে, স্মৃতির ভরে ভাসে,
তাদের কাছে প্রশ্ন তুলো না 'ঠিক কতটা ভালোবাসে?'-
দিনের শেষে নিয়ম মেনে ওরা সবাই ব্রাত্য হবে,
দিয়ে যাওয়া শিক্ষা যাদের তাদের নামই গোপন রবে।।-
সব ফুরালে শয্যা নেবো, এখনও অনেক গল্প বাকি;
এক অধ্যায়ে হারার পরও আমি আবার জেতার সাহস রাখি।।-