nothing more than over expectations .
-
প্রেমহীন রাত্রি
প্রেমহীন রত্রি গুলি কাব্য আঁকড়ে শুতে যায়
যা হারায় তা তো সব হারিয়ে চলে যায়
মনের গহীনে যাদের চরাচর
তাদের প্রতিধ্বনি ও একটু একটু করে মিলিয়ে যায়
লোনা জলে ডুবন্ত সব স্মৃতিরা
ফরমালিনে সিক্ত হয়ে ছুটে এসে টুটি চেপে ধরে
দাবী করে তাদের অস্তিত্বের পরিধি এখনো তা খান্ত হয়নি
প্রেমহীন রাত্রি গুলি কাব্য আঁকড়ে শুতে যায়
নিত্য যাদের আনাগোনা চোখ ধাঁধিয়ে তুলে
অনুভূতিহীনতা তাদের ক্রমশ গ্রাস করে নিয়ে চলে দূরে
শব্দরা খুব ক্লান্ত আজকে জীর্ণ শরীরে নিদ্রা নামছে ক্রমে
প্রেমহীন রাত্রি যাপন কাব্য ঘিরে থাকুক এভাবে।।
-
ভাঙছি যতো ,বাড়ছে ক্ষত
সমানুপাতে বেড়ে চলছে লড়াই করার স্পৃহা ততো ।
-
বুঝলে মন,
সব প্রেমে ভালোবাসা থাকেনা ।
আর সব প্রেমিক ভালোবাসতে জানে না ।।
-
This is also a one type of widely used greetings in our Country,
When you met with someone after a long time...
" ও...মাগো তুই কত মোটা হয়ে গেছিস , চেনায় যায়না একদম। "
Horrendous!!-
মুখরিত করে তুলতে আকাশ বাতাস।
ভেসে আসা কৈশোর কালের স্মৃতিরা
মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে
কাঁচের ঘরে বদ্ধ পরিকর
দ্রুতময় জীবনটিকে।
আগমনীর সুরে
মন্ত্রমুগ্ধ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে
ভরে উঠুক কিছু মুহূর্ত
গড়ে উঠুক নতুন স্মৃতি
পাক একটু বিস্তর বিরতি
দ্রুতময় জীবনটি।-
আকাশ বাতাস আজ
উৎসবের সুগন্ধে ভরা
বুকের পাঁজর সকল যন্ত্রনা ভুলে
ভরে উঠেছে এক গুচ্ছফুলে ।
হোক না সে ক্ষীণ কালের
অন্তর ভরে যাক নতুন আলোর বেণু তে ।।-
একদিন
আমাদের সবাইকে
ফিরে যেতে হবে
যোজন দূরে
মেঘেদের দেশে।।
মাঝপথে
সকল
পাওয়া না পাওয়ার
হিসেব না হয় হবে সেখানে
কোনো এক অচেনা গন্তব্যে।।
-
Choosing yourself as your guide.
It's feel like you're the bless of mother nature.
-