Monalisa Dey   (Monalisa Dey)
572 Followers · 605 Following

EE student......
Love to write.... writing is the only way to Express feelings...
Joined 19 October 2017


EE student......
Love to write.... writing is the only way to Express feelings...
Joined 19 October 2017
29 OCT 2019 AT 14:51

ভাই
বোনের
টান
ধরতে
পারবেন
না,
নারিকেল এর মতো
বাইরেটা শক্ত,
ভেতরটা নরম ❤❤

-


7 JUL 2019 AT 0:24



মেয়েটি আজও Honor ফোন দেখলে কাঁদে
কারন ছেলেটির নাম ছিল,
গৌরব🤣

-


17 JUN 2019 AT 21:08

ভুল বোঝাবুঝির শিকার হয় অনেক সম্পর্ক, হোক বা সে বন্ধুতের বা ভালোবাসার। বছরের পর বছর তিল তিল করে গড়ে ছিল যে সম্পর্ক আজ ভুল বোঝাবুঝির কারনে সেই হাসিখুশী,মজা, খুনসুটিতে ভরা সম্পর্কে ফাটল ধরেছে।
আমরা যাকে বলি EGO অর্থাত্ আমাদের মধ্যে যে অহং বোধ আজ সেই অহং বোধের কারনে জীবনে পাওয়া কিছু অমূল্য সম্পদ, তাদের সাথে কথা বলতে পারিনা। মনে হয় তাদের ও সেই একই সমস্যা।
মস্তিষ্ক যখন আশ পাশ ভেবে বেড়ায় সারাদিন, মনে পরেনা তাদের। রাগ,আভিমান,অপমান এরা ভাবতে দেয়না তাদের কথা।
কিন্ত ভুলে যাই সম্পর্ক যে মস্তিষ্ক দিয়ে হয়না, সম্পর্ক হয় মন দিয়ে। তাই মাঝে মাঝে স্বপ্নে দেখি তাদের, তখন থাকেনা কোনো রাগ কোনো অভিমান, নেই কোনো ভয়।
তখন ছুঁতে পারি তাদের, নাকে আসে তাদের গায়ের চেনা গন্ধ। খুশিতে ধরপর করে বুক, ভেঙ্গে যায় স্বপ্ন।
তখন মনে মনে ভাবি তারা তো আমায় ছাড়া বেশ ভালোই আছে। কেন মিথ্যে কষ্ট পোবো নিজে।
ওরা হয়তো আমার নয়।





-


23 FEB 2019 AT 22:27


শুধু মাএ মুহূর্ত কে ধরে রাখার নাম ভালোবাসা নয়,

একে অপরের প্রতি দায়িত্বশীল হতে পারার নাম ভালোবাসা।

-


5 JAN 2019 AT 18:47


মনটা আজ ভরে উঠুক তোমার দেওয়া কষ্টে,
সেটাতেই আমার মন বসে।
কারন সুখ গুলো খোজার মতো ধৈর্য আমার নেই।

-


10 SEP 2018 AT 12:34

বৃষ্টি তুমি জাদুকরী।
নইলে কি করে পারো রোদে দগ্ধ পৃথিবীকে এই ভাবে শীতল করতে?
বৃষ্টি তুমি মায়াবী।
নইলে কেন ধুলোয় মাখা গুমরে থাকা গাছ গুলো সবুজ পরিধানে খিলখিলিয়ে হাসে তোমার স্পর্শে?
বৃষ্টি তুমি দুষ্টু ও বটে।
মায়ের শুকোতে দেওয়া কুলের আর লেবুর আঁচাড় ভিজিয়ে দাও এক নিমেষে।
বৃষ্টি তুমি নির্ভয়া
কালো এলোকেশী মেঘের বুক চিড়ে অঝরে বর্ষিত হও পাহার, পর্বত, নদী, সমুদ্র, বন, আর উনুনের আগুনেও।
বৃষ্টি তুমি ভয়ংকরী।
ভাসাও কতো ঘর বাড়ি, গরু বাছুর, ছাগল মোষ, কেউ পায়না নিস্তার। মানুষজনকে বেহাল করে বসাও তুমি পথের ধারে।
বৃষ্টি তুমি দয়াবতী।
রফিক উদ্দিন আর রাম গোপাল, মরতে চায় বিষ খেয়ে,
মায়ের মতো পরশ বুলিয়ে ফলাও তুমি সোনার ফসল।
বৃষ্টি তুমি দশভুজা, শতরূপা।
ভাঙোগড়ো হাজারো ঘর,
ছোট্টছোট্ট বৃষ্টি বিন্দু,
তোমায় নিয়েই মহাসাগর।



-


22 AUG 2018 AT 8:40

জীবনে তো অনেক অসভ্যতামী করেছো। এখন আর লোক দেখানো ভালমানুষ সেজে লাভ নেই। নিম গাছ কোনোদিন চন্দন গাছ হয়ে উঠেনা, যতই গায়ে চন্দনের সুগন্ধ মাখো। 🙄🙄

-


29 JUL 2018 AT 10:33

কেই বা নেয় কার খবর,
কেই বা করে কার কদর।
সবাই খোঁজে নতুন কিছু,
এসব নিয়ে ই জীবনের সফর।
আনন্দের সাথী সবাই হয় ,
দুঃখের ভাগী কেও কারো নয়।
সে ও আজ হতে চায় স্বাধীন,
যে বলতো বাঁচা বড়ো দায় তুমি বিহীন।

-


14 JUL 2018 AT 13:59

তুমি বিহীন আমি ঘর বন্দী।

তুমি বিহীন আবার পরে কপালে ভাঁজ।

ঘরের সিলিঙের দিকে তাকিয়ে ভাবি, আবার কবে
আসবে তুমি, আবার কবে দেখবো তোমায়,,,

যাবার বেলা মনের মাঝে দিয়ে যাও একরাশ অপেক্ষা করে থাকার শক্তি।

দীর্ঘ দিন ধরে সবাই যেমন অপেক্ষা করে কোনো উৎসবের, ঠিক সেই ভাবে আমি অপেক্ষা করি তোমার আসার।

-


13 JUL 2018 AT 19:27

কেন এসে আবার যাও চলে, এভাবে কি থাকা যায় বিরহের বেথা বুকে নিয়ে?
থাক না কেন পাশে, সারাদিনের পর বেলা শেষে?
কবে আসবে সেই দিন, যখন দিন রাত হবেনা তুমি বিহীন?
এসো আবার নতুন আলোর মতো, নিয়ে হাজারো সুখ।
শীতল হবে মন প্রান মোর, দেখে তোমার হাসি মাখা মুখ।


-


Fetching Monalisa Dey Quotes