MOMINUR RAHAMAN   (মোমিন)
6 Followers · 20 Following

Joined 3 February 2019


Joined 3 February 2019
11 AUG 2019 AT 13:48

প্রাণের থেকেও অনেক বেশি, দেশপ্রেমের দাম!!!
প্রমাণ করেছিলেন হাসি মুখেই, যুবক ক্ষুদিরাম!!!

-


1 MAY 2019 AT 12:43

সভ্যতা গড়েছি আমি
শ্রমে আর ঘামে-
সভ্যতার পাঁজর আমি
বুনেছি আমার নামে।
হে পৃথিবী শোন্
পানির দামে বেচেছে আমি
শরীরের সব নুন।
আমি সেই নিঃস্ব কাতর হতভাগ্য শ্রমিক
আমি চাই, পৃথিবী আমার ঘামের মূল্য দিক।

-


9 MAR 2019 AT 20:55

আবার কখনো আসি যদি ফিরে
জ্যোৎস্না ঝরানো রাতে
নদীর কূলেতে হয়তো তখন
দেখা হবে তোর সাথে....।
সেদিন নদীটা কেঁদে ওঠে যদি
জোয়ারের জলে ভরে
তুই আর আমি ভেসে যাব স্রোতে
পুরো নদী বুকে করে....।

-


8 MAR 2019 AT 21:10

আবার কখনো আসে যদি ফিরে
জ্যোৎস্না ঝরানো রাতে
নদীর কূলেতে হয়তো তখন
দেখা হবে তোর সাথে....।
সেদিন নদীটা কেঁদে ওঠে যদি
জোয়ারের জলে ভরে
তুই আর আমি ভেসে যাব স্রোতে
পুরো নদী বুকে করে....।

-


10 FEB 2019 AT 21:17

তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরণে, এসো গানে।
এসো অঙ্গে
পুলকময় পরশে,
এসো চিত্তে
অমৃতময় হরষে,
এসো মুক্ত মুদিত দু নয়নে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।

-


6 FEB 2019 AT 20:13

তোর কথা ভুলতে চাইলেও ভুলতে পারি না কেন জানি না

-


6 FEB 2019 AT 20:07

আঘাত দিয়ে বিধঁছো যাকে
জানো কী তুমি তার গল্প??
নিজেই সে এক ব্যর্থ প্রেমিকা
ভালোবাসেনি সে অল্প।

-


5 FEB 2019 AT 1:47

কিসের ভ্যালেন্টাইন???
সবই তো বন্ধ ঘরে, সিনেমা হলে, পার্কে বসে শরীর ছোয়া ভালবাসা...

( দুদিনের মিথ্যে সম্পর্কের নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে)

-


5 FEB 2019 AT 1:32

তোর কথা শুধু মনে পড়ে কেন জানি না

-


4 FEB 2019 AT 15:20

পাখি সব করে রব, রাতি পোহাইল
কাননে কুসুমকলি, সকলি ফুটিল

-


Fetching MOMINUR RAHAMAN Quotes