নারীরা চায়-
একজন অন্তত একজন
সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাকে ভালোবাসুক-
যত্ন করে বুকের মধ্যে রাখুক-
ভুল শুধরিয়ে কাছে টেনে নিক-
কারণ, ব্যাথা দেওয়া, কষ্ট দেওয়া
কথা শোনানো, ভৎসনা করা
তিরস্কার দেওয়া, তাচ্ছিল্য করা,
অপমান করা এসবের জন্যতো
আশেপাশের সবাই আছেই!
অন্তত একজন নিজের থাকুক!
তাকে বুঝুক!
দিন শেষে তাকে একটু হলেও শুনুক ....-
তুমি হয়তো ভাবো,
আমি ভুলে গেছি, থেমে গেছি,
তোমার মতোই নির্লিপ্ত হয়ে গেছি সবকিছুর প্রতি।
কিন্তু না-
আমি এখনো রাত নামলেই তোমার কথা ভাবি,
একটি নির্দিষ্ট সময় তোমার মতো করেই নিঃশ্বাস ফেলি।
তুমি জানো না, আমি কতোটা ভালোবাসি।
তোমার একটা ছবি মনে পড়লে
সারাদিন স্তব্ধ হয়ে থাকি।
তুমি হয়তো খেয়ালও রাখো না-
তোমার নীরবতা আমাকে কতটা গুঁড়িয়ে দেয়।
তবুও কিছু বলি না।
কারণ, ভালোবাসা যদি বুঝিয়ে নিতে হয়,
তবে সেটা আর ভালোবাসা থাকে না।
-
পরিচয় না হলেই ভালো ছিলো,
চেনার পর যতটুকু ভালো লেগেছিল-
তার চেয়ে অনেক বেশি ব্যথা পেয়েছি।
তুমি ছিলে অচেনা এক মুখ,
যে মুখটা এখন ঘুম ভাঙালেও ভাসে চোখে।
তোমাকে হারানোর ভয় যদি না পেতাম,
তবে হয়তো ভালোবাসাও পেতাম না এতটা।
তুমি এসে ছিলে হঠাৎ,
তোমাকে ভাবিনি নিজের করে…
তবুও একদিন ঠিক নিজে হয়ে উঠেছিলে।
এখন সব কিছু আগের মতোই আছে,
শুধু তুমি নেই…
তোমার না থাকা মানে শূন্যতা নয়,
একটা সময়ের থেমে যাওয়া।
যেদিন প্রথম দেখেছিলাম,
সেদিন যদি ফিরে না তাকাতাম,
তবে হয়তো আজ এই অভিমান বুকে নিয়ে
একা হাঁটতে হতো না।
পরিচয় না হলেই ভালো ছিলো।-
ফিরে এসো-যদি মন খারাপ হয়,
যদি হঠাৎ কোনো চুপচাপ সন্ধ্যায়
আমার বলা শেষ কথাগুলো মনে পড়ে যায়,
যদি কারো ভিড়ে থেকেও
একটুখানি একা লাগতে থাকে।
তুমি জানো না,
তোমার চলে যাওয়ার পর
আমি কতদিন নিজেকেই হারিয়ে ফেলেছিলাম…
হয়তো মুখে কিছু বলিনি,
কিন্তু প্রতিদিন, প্রতিরাত তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম।
সব অভিযোগ মুছে ফেলেছি অনেক আগেই,
শুধু রেখেছি তোমার জায়গাটা-
একটুকরো অদেখা নির্ভরতায়।
তুমি যদি কখনো ক্লান্ত হও,
ভালোবাসার ভেতর থেকেও ফাঁকা ফাঁকা লাগে,
তাহলে জেনে রেখো,
এখনো কেউ আছি…
যে নিঃশর্তভাবে অপেক্ষায় আছে শুধু তোমার জন্য।
ফিরে এসো-যদি মন খারাপ হয়।-
পৃথিবীর ঊর্ধ্বে তোমাকে চাই-
সব হিসাব, সব নিয়ম, সব বাধা পেরিয়ে।
তোমার একটা “আমি আছি” শুনলেই
এই পৃথিবীটা ছোট মনে হয়,
আর তুমি হয়ে উঠো
আমার সবচেয়ে বড় আশ্রয়।
আমি চাই না চোখ ধাঁধানো উপহার,
না রঙিন প্রতিশ্রুতি-
শুধু চাই, তুমি থাকো নিজের মতো,
আর আমায় রাখো তোমার অনুভবের পাশে।
পৃথিবী তো কেবল সময়ের খেলা,
আজ আছে, কাল নেই-
কিন্তু আমার ভালোবাসা এমন কিছু,
যা সময় টপকে বেঁচে থাকতে চায়
শুধু তোমার নাম ধরে।
যদি কখনো চারপাশ থেকে
সবকিছু হারিয়ে যায়,
তবুও চাই-
তুমি থেকো, একটুখানি স্পর্শ হয়ে,
একটুকরো নির্ভরতা হয়ে।
আমি জানি, এই চাওয়া অনেক বড়,
তবুও বলি…
পৃথিবীর ঊর্ধ্বে আমি শুধু তোমাকেই চাই।
-
প্রতিশ্রুতি যদি দাও থাকার,
তবে দয়া করে ভাঙো না সেটা হঠাৎ করে।
কারণ কেউ যদি মন দিয়ে বিশ্বাস করে বসে,
তাহলে তার কাছে প্রতিশ্রুতি হয়ে যায়
বেঁচে থাকার ঠিকানা।
তুমি যদি বলো “আমি থাকবো”,
তাহলে থেকো,রাগ হলেও থেকো,
অভিমান হলেও থেকো-
শুধু সরে যেও না নিরবে।
তোমার চলে যাওয়াটা যদি
কোনো কথা ছাড়াই হয়,
তবে সেই নীরবতাই
হাজারটা চিৎকারের চেয়ে বেশি পোড়ায়।
আমি তো চাইনি অনন্তকাল,
চাইনি অসম্ভব কিছু…
শুধু চাইছিলাম,
তুমি যেদিন বলেছিলে “থাকবো”,
সেই কথাটায় একটু বেশি সত্যতা থাকুক।
কারণ প্রতিশ্রুতি ভাঙলে শব্দ হয় না ঠিকই,
কিন্তু একটা মানুষ ভেঙে যায় ভিতর থেকে চিরতরে ....
-
যদি তুমি সঠিক হও,
তাহলেও সবাই তোমার পক্ষে থাকবে না।
কারণ মানুষ ঠিককে নয়,সহজকে পছন্দ করে।
তুমি সত্য বললে,তারা বলবে তুমি রুক্ষ।
তুমি ন্যায়ের পক্ষে দাঁড়ালে,
তারা বলবে তুমি বদলে গেছো।
তুমি চুপ থাকলেও ভুল,বলে ফেললেও দোষ।
মানুষ শুনতে চায় না- তুমি ঠিক।
তারা খুঁজে নেয় এমন একটা ভুল,
যেটা তোমার নয়,
তবু তোমার ঘাড়েই রাখে।
তুমি সঠিক হয়েও হেরে যাও,
কারণ তুমি মিথ্যার সঙ্গে মিল খাওনি।
তুমি সঠিক হলে,কষ্ট হয় বটে,
কিন্তু শান্তিও আসে-রাতে ঘুমাতে গেলে
তোমার ভেতরে কেউ অভিযোগ করে না।
-
তোমার চলে যাওয়া আমি মেনে নিয়েছি।
তবুও মন মানে না।
তুমি নেই- এ সত্য যতই জোরে বলি,
ভেতরে কোথাও একটা জায়গায়
তুমি এখনো রয়ে গেছো, অবলীলায়।
তোমার নামটা এখন আর উচ্চারণ করি না,
তবুও অনেক বাক্যের শেষেই
তুমি লুকিয়ে থাকো।
তোমার মতো কেউ আসে না-
তোমার মতো কেউ হয় না।
তুমি ছিলে, নেই…
তবুও আছো- আমার ভেতর,
আমার নীরব সমস্ত না-বলা কথার পাশে।
-
জীবনের পথে চলতে হলে…
চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো—ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা।
লাইফ আপনার—চয়েস ও ডিসিশনও আপনার।
নেগেটিভিটি যেখানেই দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।
খারাপ লাগলেও এটা সত্যি—আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার।
তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচাবেন।
আপনার রেসপন্সই আপনার শক্তি।
যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন—
একটা ভালো বই পড়ুন
প্রিয়জনের সাথে সময় কাটান
ঘর সাজান
রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন
সিনেমা দেখুন, গান শুনুন
ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান
কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন
নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে।-
তুমি কার সাথে থাকো, কার সাথে ঘুমাও এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, নেই কোনো অভিযোগও। কারণ আমি জানি, মানুষ তো কখনো কখনো শরীর ভাগ করে নেয় এমন কারো সঙ্গে, যার প্রতি তার হৃদয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে না। কিন্তু আমি তো হৃদয়ের মানুষ, শরীর আমার কাছে সম্মান ছাড়া গুরুত্বপূর্ণ নয়। আমি ভালোবেসেছি তোমার আত্মাকে—সেই নিঃশব্দ, অদৃশ্য, পবিত্র জায়গাটাকে, যেখানে তুমি নিজের সব সত্য আর ভয় লুকিয়ে রাখো।
আমি একেবারেই শরীরকে অস্বীকার করছি না। তবে আমি জানি, শরীর ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয় তা চিরস্থায়ী। আমি ভালোবেসেছি তোমার নিরবতা, ক্লান্ত মুখ, বিষণ্ণ চোখ—যেগুলোর গভীরে লুকিয়ে ছিল এক নিস্পাপ সততা, এক অসীম কোমলতা।
তুমি আমার কাছে কোনো দাবি না, কোনো প্রয়োজন না। তুমি আমার কাছে এক নিস্পাপ ফুল—যাকে আমি ছুঁতে চেয়েছি গভীর শ্রদ্ধায়, ভালোবাসার প্রগাঢ়তা দিয়ে কোন অধিকার দাবি না করে, বরং নীরবে আগলে রেখে।
আমি চাই তোমাকে সম্মান, বিশ্বাস আর গৌরবের সঙ্গে জিতে নিতে। কোনো করুণা, দয়া কিংবা সম্পর্কের মোড়কে নয়। আমি চাই, তুমি মুক্ত থেকেও আমার হও, ঠিক সেই আত্মবিশ্বাসে যে ভালোবাসা কখনো বেঁধে রাখে না, শুধুই জড়িয়ে রাখে পরম নির্ভরতায়।
তুমি যদি কোনোদিন কখনো জানতে চাও, আমি তোমাকে কেমন ভালোবেসেছি—তবে জেনে রেখো, আমি তোমার শরীর নয়, আত্মাটাকে ছুঁয়ে ভালোবেসেছি। নিঃশর্ত, নির্ভেজাল, শব্দহীন পৃথিবীর পূর্ণাঙ্গ প্রেম টুকু তোমায় দিতে চেয়েছি।-