Mohit Ranjan Bera   (বন্দুক 🖋️)
93 Followers · 54 Following

read more
Joined 28 June 2019


read more
Joined 28 June 2019
5 JUL 2021 AT 9:15

তোমার প্রেমে মগ্ন হয়ে, থাকবো যুগ যুগ।
ঐ চোখের নেশার সাগরে, ডুববো আজ খুব।
মায়াবী হাসির মায়ার ঘোরে, মগ্ন হয়ে আছি।
স্পর্শ নয় কল্পনাতে, আমি তোমার হয়ে গেছি।

-


11 JAN 2021 AT 13:21

....

-


9 OCT 2020 AT 22:56

|| প্রাণের শহরে আমরা দুজন ||

রাতের আকাশ কালো মেঘে ঢেকে আছে,
টিপ টিপ বৃষ্টিটা, প্রাণের শহর নিয়ে গেল আমাদের।
আমাদের বলতে, আমি আর ফোনের ওপরে থাকা সে।
তার মধুর কন্ঠ আমাকে ভাসিয়ে দিল।
যেন হাতে হাত রেখে চলেছি দুজন,
প্রাণের শহরের বৃষ্টি ভেজা রাস্তায়।
আমার কাঁধে তার মাথা, আর হাতে হাত।
গুনগুনিয়ে সে গাইছে, " আমি তোমারও সঙ্গে
বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে "।
আমি ছাতা হাতে, তাকে আমার হৃদয়ে বসিয়ে,
চলেছি অজানা পথে।
ভোরের আলোটা কোনো এক অজানা অপরাধের
প্রতিশোধ নিল, নিদ্রার সমাপ্তি করে।
তার গানের শহরে, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম
সেটাই উদ্ধার করতে পারিনি।
তবে কল্পনার প্রাণের শহরে সেই মুহূর্ত,
কখনোই ভোলবার নয়।

-


20 SEP 2020 AT 12:19

........

-


22 AUG 2020 AT 20:15

প্রেমের সাগরে একা আছি,
তুমি নদী হয়ে মিশবে বলে।
মোহনাটা অপেক্ষারত আজ,
শুধু তুমি আসবে বলে।

-


13 AUG 2020 AT 20:02

......

-


5 AUG 2020 AT 12:09

....

-


10 JUL 2020 AT 22:32

সেই সময় গুলো আজ, আমার গল্পে বন্দী;
কলমে, কল্পনাতে আজও আছো সঙ্গী।
সময় শুধু বুঝিয়ে দিল বর্তমান টা,
সময় কথা বলে, আর কথা বলে কলমটা।

-


10 JUL 2020 AT 21:35

......

-


10 JUL 2020 AT 2:06

আগে ছিল রাজা আমল,
তাই ছিল রাজনীতি।
এখন হল নেতার আমল,
তাইতো সব স্বার্থনীতি।

-


Fetching Mohit Ranjan Bera Quotes