যাহা কিছু দেখি সবই কিছু ভ্রম,
বৃথা আশা করি ,বৃথা করি শ্রম।-
সময়ের যেটুকু ব্যবধান
সেটুকু সময়ে লিখে রেখে যাবো
আমি আমার উপাখ্যান..
সারা দুনিয়া পাইনে খুঁজে
বাস করে যে অন্তরে,
কার কারনে মন পোড়ে যায়
মন কেমনের যন্ত্ররে?-
এই ধরো যদি হঠাৎ আজই মৃত্যু এসে সম্মুখে
প্রশ্ন করে -
দেখতে কি চাও সব চেয়ে প্রিয় মানুষটিকে?
তখন তুমি চাইবে কাকে
দেখতে তোমার সম্মুখে?
মা বাবা না প্রেমিকা /প্রেমিককে?
-
এ রাত্রি বড্ড নিঃসঙ্গ হয়
যখন মনে হাজার ক্ষত,
চক্ষু জুড়ে অশ্রু কেবল
নিদ্রা তখন অনাগত...
-
যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে
দুচোখে একরাশ ঘৃণা নিয়ে
আমি ও চোখে চোখ রাখতে পারিনি সেদিন,
মাথা নীচু করে অশ্রুরাশি আটকে রেখে
তোমাকে বলেছিলাম -
"তুমি চলে গেলে আমি কাকে ভালোবাসবো?"-
যেখানে মানুষ প্রতিনিয়ত বিশ্বাস ভাঙছে
সেখানে নিজেকে সামলাবার দায়িত্বটা সম্পূর্ণ নিজের...
-♏-
শুধু আজকের জন্যই বোধয়
আমার তোমার প্রিয় বাংলা ভাষা-
২২ এলেই তুই ইংলিশ জানিস না???
ছি! ছি! ছি!-
যে প্রতিশ্রুতি দিয়েছিলো সারা জনম সাথে থাকার
আজ সে অন্যকে সেই একই প্রতিশ্রুতি দিচ্ছে,
আর গতবার যাকে প্রতিশ্রুতি দিয়েছিলো
আজ তারই মুখাগ্নি হচ্ছে!-