মনোজ ঘোষ   (✍️RuDrA 🔱)
90 Followers · 72 Following

জন্ম আর মৃত্যুর মাঝের
সময়ের যেটুকু ব্যবধান
সেটুকু সময়ে লিখে রেখে যাবো
আমি আমার উপাখ্যান..
Joined 16 June 2018


জন্ম আর মৃত্যুর মাঝের
সময়ের যেটুকু ব্যবধান
সেটুকু সময়ে লিখে রেখে যাবো
আমি আমার উপাখ্যান..
Joined 16 June 2018
23 JUN 2021 AT 10:24

যাহা কিছু দেখি সবই কিছু ভ্রম,
বৃথা আশা করি ,বৃথা করি শ্রম।

-


10 JUL 2020 AT 21:56

হৃদয়ে যারা জ্বালায় আগ
তেমন মানুষ নিপাত যাক...

-


10 JUL 2020 AT 21:14

সারা দুনিয়া পাইনে খুঁজে
বাস করে যে অন্তরে,
কার কারনে মন পোড়ে যায়
মন কেমনের যন্ত্ররে?

-


10 JUL 2020 AT 10:20

এই ধরো যদি হঠাৎ আজই মৃত্যু এসে সম্মুখে
প্রশ্ন করে -
দেখতে কি চাও সব চেয়ে প্রিয় মানুষটিকে?

তখন তুমি চাইবে কাকে
দেখতে তোমার সম্মুখে?
মা বাবা না প্রেমিকা /প্রেমিককে?

-


25 APR 2020 AT 2:11

এ রাত্রি বড্ড নিঃসঙ্গ হয়
যখন মনে হাজার ক্ষত,
চক্ষু জুড়ে অশ্রু কেবল
নিদ্রা তখন অনাগত...

-


19 APR 2020 AT 20:37

যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে
দুচোখে একরাশ ঘৃণা নিয়ে
আমি ও চোখে চোখ রাখতে পারিনি সেদিন,
মাথা নীচু করে অশ্রুরাশি আটকে রেখে
তোমাকে বলেছিলাম -
"তুমি চলে গেলে আমি কাকে ভালোবাসবো?"

-


1 MAR 2020 AT 9:51

যেখানে মানুষ প্রতিনিয়ত বিশ্বাস ভাঙছে
সেখানে নিজেকে সামলাবার দায়িত্বটা সম্পূর্ণ নিজের...


-♏

-


21 FEB 2020 AT 19:43

শুধু আজকের জন্যই বোধয়
আমার তোমার প্রিয় বাংলা ভাষা-
২২ এলেই তুই ইংলিশ জানিস না???
ছি! ছি! ছি!

-


21 FEB 2020 AT 16:05

একটা শেষ চিঠি লিখেছি ডায়েরীর শেষে
জীবনটা শেষ হলো তোমায় ভালোবেসে...

-


11 FEB 2020 AT 12:55

যে প্রতিশ্রুতি দিয়েছিলো সারা জনম সাথে থাকার
আজ সে অন্যকে সেই একই প্রতিশ্রুতি দিচ্ছে,
আর গতবার যাকে প্রতিশ্রুতি দিয়েছিলো
আজ তারই মুখাগ্নি হচ্ছে!

-


Fetching মনোজ ঘোষ Quotes