আমার সব কবিতা নিজেকে নিয়ে লেখা
সকলে ভাবে এমনটাই।
শুধু আমি জানি আমার কবিতারা জেগে থাকে আমার কল্পনাতেই।
কবিতার ভাষা কবিতার কথা
সবটাই কবির ব্যক্তিগত।
কবিতা পড়ে খুজঁতে যেওনা কবির হৃদয়ের ক্ষত।
-
19 AUG 2018 AT 11:23
আমার সব কবিতা নিজেকে নিয়ে লেখা
সকলে ভাবে এমনটাই।
শুধু আমি জানি আমার কবিতারা জেগে থাকে আমার কল্পনাতেই।
কবিতার ভাষা কবিতার কথা
সবটাই কবির ব্যক্তিগত।
কবিতা পড়ে খুজঁতে যেওনা কবির হৃদয়ের ক্ষত।
-