মনি রায় ঘোষ  
81 Followers · 53 Following

Joined 6 March 2018


Joined 6 March 2018
11 MAY 2022 AT 12:24

কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকে বা ভালো থাকতে চায় তবে আপনিই বা কেন তার কথা ভেবে আপনার জীবনে দুঃখ আনতে যাবেন?জোর করে কাউকে আটকে রেখে আর যাই হোক তার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়না।এটা যত তাড়াতাড়ি মেনে নেয়া যায় তত তাড়াতাড়িই নিজেকে ভালো রাখার রাস্তা খুজেঁ পাওয়া যায়।

-


10 MAY 2022 AT 11:07

কখনও প্রেমিকা কখনও বউ
শুরু হয়েছে মজার খেলা লিঙ্গ কর্তন।
অন্যায় করুক বা না করুক,প্রতি মূহুর্তে সংশয়ে থাকে পুরুষের জীবন।
পান থেকে চুন খসলেই পুরুষের লিঙ্গ কেটে প্রতিশোধ।
সেই পুরুষরাই আবার প্রানপাত করে পরিবারের জন্য
সত্যিই পুরুষজাতি বড্ড নির্বোধ।

-


6 MAY 2022 AT 20:00

কেউ কাউকে অবহেলা কখন করে জানো?
যখন একজন বুঝতে পারে অপরজনের আর তাকে ছাড়া চলছেনা।তার সাথে কথা বলা তাকে এক নজর দেখা এগুলো অপরজনের অভ্যেসে পরিনত হয়ে গেছে।যখন কেউ বুঝতে পারে যে তাকে ভালোবাসা ছাড়া অপরজন আর কিছুই ভাবতে পারেনা,তখনই একটু একটু করে অবহেলার মাত্রা বাড়তে থাকে।কারন বেশি ভালোবাসতে গিয়ে একজন অপরজনের কাছে একটা সময় মূল্যহীন হয়ে পড়ে।না চাইতেই প্রয়োজনের থেকে বেশি কিছু পেলে সেটার মূল্য সবাই দিতে পারেনা।

-


3 MAY 2022 AT 11:04

জীবনে চলতে গেলে কখনও না কখনও ঠকতেই হয়।সবসময়ই কি জিতে যাওয়া যায়??জীবনে চলার পথে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।কেউ জেতে কেউ হারে কেউ পায় কেউ পায়না তবুও জীবন কিন্তু থেমে থাকেনা।আর জীবন যখন থেমে যায় তখন এই চাওয়া পাওয়া হার জিত কোন কিছুরই মূল্য থাকেনা।এটাই জীবনের আসল সারমর্ম।

-


3 MAY 2022 AT 10:57

🍁গুমোট মেঘে মন খারাপের গান লেখা থাকে।
তবুও মেঘলা দিনেই মন,নানা রঙের ছবি আঁকে।
শ্রাবনের ধারায় থাকে মন কেমনের সুর।
মেঘ হয়ে তাই ভেসে বেড়াই দূর বহুদুর।
প্রজাপতিও পাখনা মেলে বৃষ্টি মেখে গায়ে।
প্রকৃতিও সেজে ওঠে রঙের আল্পনায়ে।🍁

-


2 MAY 2022 AT 21:44

#কেউ যদি আপনাকে কিছু মন খুলে বলতে চায় তাহলে সেটা মন দিয়ে শুনুন।হয়ত আপনার শুনতে ভালোলাগছেনা হয়ত বোর হচ্ছেন আপনি,তাও শুনুন।কারন আপনার শুনতে ভালো না লাগলেও তার হয়ত আপনাকে বলতে ভালোলাগছে। হয়ত আপনাকে সে অন্যদের তুলনায় বেশি বিশ্বাসযোগ্য মনে করছে।মনের কথাগুলো বলে হয়ত হালকা হতে চাইছে সে।আপনি হয়ত তার কোন উপকার করতে পারবেন না,হয়ত তার সমস্যার সমাধানও করতে পারবেন না।তবুও তার কথাগুলো শুনে যে উপকারটা করবেন সেটা হয়ত অনেককিছুর থেকে অনেকটা বেশি।আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় না হয় তাকে দিলেন।কেউ আপনাকে ভরসা করে তার সবটা উজাড় করে বলতে চাইছে,,এটা কি কম বড় পাওনা?ভেবে দেখুন তো?

-


28 APR 2022 AT 19:33

মনের জানালা খুলে দিতেই
স্মৃতি দের আনাগোনা শুরু।
তোর নামটা কানে এলেই বুক দুরুদুরু।
রাত কেটে যায়, ঘুম আসেনা চোখে
চোখ বন্ধ হোক বা খোলা,
এই চোখ সর্বক্ষণই খুজেঁ বেড়ায় তোকে।

-


28 APR 2022 AT 7:39

চু-কিৎকিৎ,রঙিন ঘুড়ি নানান রকম খেলা।
শেষ বিকেলে পড়ছে মনে আমার মেয়েবেলা।
হারিয়ে যেতাম মেঘের বাড়ি,কখনো বা পদ্ম দিঘির পাড়।
আমার খেলার পুতুল ভেঙে গেছে কয়না কথা আর।
বৃষ্টি ভেজা সন্ধ্যেগুলো আর ডাকেনা আমায়।
স্মৃতিগুলো কড়া নাড়ছে,ফিরছে মেয়েবেলায়।

-


26 APR 2022 AT 21:29

ভালোতো সবাই বাসে,কারোটা পূর্ণতা পায় কারো হয় ব্যর্থ।
সবাইকি আর বুঝতে পারে
ভালোবাসার অন্তর্নিহিত অর্থ;

-


25 APR 2022 AT 12:07

আচ্ছা তুমি গল্পটার মাঝখান থেকে সবাইকে বলছ কেন?বলতে হলে গোড়া থেকে বলো।তবেই তো সবাই বুঝবে কে কাকে ছেড়ে গিয়েছিল আর কেন গিয়েছিল?ভয় পাচ্ছ?
ভাবছ এই সমাজ তোমায় দোষী সাব্যস্ত করবে?
সমাজের চোখ না হয় এড়িয়েই গেলে,,নিজের মনটাকে এড়াতে পারবে তো??

-


Fetching মনি রায় ঘোষ Quotes