সবাই তার ভালোবাসা সবসময় পায়না বা পেলেও হয়তো সেই ভালবাসা সবসময় টিকিয়ে রাখা সম্ভব হয়না, বা সেই ভালোবাসার মানুষটাও হয়তো চরম আঘাত দিতে এক মুহূর্তও কুন্ঠাবোধ করেনা। কিন্তু মজার কথা হলো এভাবেই চলে জীবন, এভাবেই চালিয়ে যেতে হয় সবরকম adjustments করে যতদিন সম্ভব, exist করে যেতে হয়। এটাই জীবনের হক কথা, বেঁচে থাকার সারমর্ম।।।।
-
জীবনে অনেককিছুই খুব তাড়াতাড়ি ঘটে গেল।। বাকিটুকুও আরো তাড়াতাড়ি ঘটলে মন্দ হয় না।।
-
জীবন টা খুব বড়।
এতটাই বড় যে এক এক সময় এই জীবনটা কাটানোর কোনো যৌক্তিকতা পাই না !!-
অনেকটা সময় হয়তো আমি
করে এসেছি পার,
সব দায়িত্ব সম্পন্ন করে
এবার যাবো পগার পার !!-
চারিদিকে এত মৃত্যুমিছিল তাও
নিঃস্বাস পড়ছে আমার এখনো,
সব শেষ হয়নি হয়তো এখনো
জানান দিচ্ছে কোথাও অবিরত ।।
-
আজ বছরের শেষ দিন, হয়তো আমাদের সব আক্ষেপেরও। নতুন বছর নিয়ে আসুক নতুন আশার আলো, নতুন প্রত্যাশা । এই দিয়েই শেষ হোক পুরোনো বছরটা, সব না পাওয়ার ইতি ঘটিয়ে খুলে যাক নতুন দিগন্ত, নতুন দিশা!!!!
-
অন্যকে নয়, নিজেকে বদলাই;
নিজেকে বড় করে ক্ষুদ্রতাকে এড়াই।
চারদিকে যখন খরা, নিজে হই নদী;
ব্যথা পেয়ে ভাবি এই ভালো, আমি ব্যথা দিইনি।-
চুপচাপ করি কাজ
নাহি করি ভয়,
অশুভ কে বিনাশ করি
মিছে ডরাই না নিশ্চয়।।
পাপের খণ্ডন করা
হোক বাকি জীবনের লক্ষ্য,
নিজেকে সেভাবে তৈরি করা
হোক নিশ্চিত গন্তব্য।।
সে লক্ষ্যে মোরা যেন
আপোস এ না যাই,
দেখো মা দুর্গা
শুধু এটুকু দাবি মোদের তাই।।
শুভ মহালয়া বন্ধুগণ।।
সম্রাট ঘোষ।।
#justiceforabhaya
-
উৎ-সব চলছে
উৎ-শব ও চলছে,
বাকিটা decide করবে জনতা
সাবধানে থাকুক দেশের মাথারা!!!!
#justiceforrgkar
#justiceforabhaya-