কষ্টগুলো জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে
যখন -তখন
অশ্রুনদী বাঁধনহারা, চোখের- কূলে
বানভাসি প্লাবন।-
মন খুলে তো বলো
(ভাবনা)
165 Followers · 30 Following
Joined 3 April 2021
29 JUL 2022 AT 15:36
29 JUL 2022 AT 15:22
ভালোবেসে বেঁধে রাখো, যে
ভালোবাসে।
আড়ালে রেখোনা তাকে
দু-চোখের থেকে।
-
26 JUL 2022 AT 23:11
মঙ্গলতরে একখানি দীপশিখা তোমার জন্য জ্বেলেছি অনির্বাণ...
মৃত্যুহীন জীবন খাতায় শুধু লিখেছি তোমারই নাম।-
25 JUL 2022 AT 7:58
ভাসিয়ে চোখের নোনতাপুকুর, ডুবিয়ে মনের চর,
মেঘ ফিরছে আপন ঘরে নিঃস্ব হওয়ার পর।-
22 JUL 2022 AT 10:46
দিনের-শেষে সন্ধ্যা নামার
কালে,প্রদীপ হয়ে জ্বলিস
আমার শূন্য
দেবালয়ে।-
15 JUL 2022 AT 15:42
জ্যোস্না-মোড়া চাঁদের বাড়ি
তারার ফুলের...
সাজ,ময়ূরপঙ্খি
নীলাকাশে রূপকথাদের বাস।-
11 JUL 2022 AT 13:29
মেঘের শহরে হারিয়ে যাবার, ইচ্ছে যদি জাগে,
পাল তুলে দিই মন-তরীতে, বৃষ্টি নামার আগে।-