MmouMita Dutta   ((মেঘবালিকা))
150 Followers · 56 Following

Love writing,live life fully.
Moody type.
Joined 30 August 2018


Love writing,live life fully.
Moody type.
Joined 30 August 2018
15 SEP 2023 AT 19:06

একটা হাসি পারবে জানো
বদলে দিতে পরিস্থিতি,
দুর্বল নয় সবল তুমি, বলবে তোমার উপস্থিতি।
আলো ছায়ার নিত‍্য খেলায়, নাহয় হলে ছায়া।
ছায়া ছাড়া আলোর কথা সে তো নিছক মায়া।
দোহাই আর ভাগ্যের দিয়ে করো না নিজেকে বঞ্চিত।
মনের যত জোর আছে সেটাই করো সঞ্চিত।
চন্দ্রবিন্দু হওয়ার আগে পূর্ণ করো জীবনের সব বর্ণ।
পরিচয় হোক নিজের সাথে, সেটাই এখনও অসম্পূর্ণ।
@ মেঘবালিকা

-


5 SEP 2023 AT 12:07

জীবনের ঘূর্ণিপাকে সময়ের চেয়ে বড় শিক্ষক কেউ নেই... তাই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই সময়কে 🙏

-


22 AUG 2023 AT 17:54

আধুনিক মননে ভাবতে গেলে স্বপ্ন হবে ভারী,
তা বলে কি স্বপ্নের ভার বইবে না তুমি নারী?
একই অঙ্গে বিচিত্র রূপ শুধু তোমারই আছে, বিধাতাও তাই মা-এর স্বীকৃতি তোমায় দিয়ে গেছে।
কখনও রক্তাক্ত হবে হৃদয়, পাবে অবহেলা - অস্বীকার।
সৃষ্টি সূচনার সূচক হয়ে তখন করো নতুন অঙ্গীকার।
সময় বিশেষে কাঁচ হয়ো অথবা হয়ো পাথর। ভাঙনের খেলায় ভেঙেও দিও, হয়ে থেকো না নিথর।
সমাজের কথা সমাজ ভাবুক, তুমি ভাবো নাহয় তোমারটা।
যে সমাজ ভাবে না তোমার কথা, সে সমাজটা তোমার না।
@ মেঘবালিকা

-


20 AUG 2023 AT 21:35

প্রতিবন্ধকতা অনেক আসে, জীবন শেখায় অনেক কিছু।
স্রোতের জোয়ারে গা ভাসালেও ফিরতে হবেই পারের পিছু।
আবেগঘন অনেক কিছুই মূল‍্যহীন করবে তোমায়, সইতে যদি পারো তবে জীবন দেবে তোমায় সময়। সব ভুলে যাও, আগে পিছে।
মনে রেখো একটা কথা, মেয়ে জন্ম একটাই হয় জিতে যাওয়া নয় সোজা।
@ মেঘবালিকা

-


23 JAN 2022 AT 10:47

আজও পরাধীন মনে যখনই পাই স্বাধীনতার আভাস,
মনের মধ্যে বেঁচে ওঠে বারবার নেতাজি সুভাষ..

-


29 DEC 2021 AT 21:01

পেরিয়ে আসা সময় জানে অস্তিত্ব তার অতীতে, ঘড়ির কাঁটা বোঝে শুধু এগিয়ে চলার গতিকে...

-


23 NOV 2021 AT 12:29

স্বপ্ন যদি উচ্ছিষ্ট হয়, ভাবনা তবে কী?
লক্ষ্যে চলার লক্ষ্য রেখে,
থমকে যাওয়া কী ?

-


16 NOV 2021 AT 0:21

স্বপ্নের পরিভাষা বুঝতে চাওয়ার আগে,
আস্থা হয়ে দাঁড়িয়ে থেকো মনের পাশে..❤️

-


28 SEP 2021 AT 1:59

Attitude and Arrogance are good companions of each other ... They are always ready to destroy Happiness ... but one thing they don't know is that if Laughter enters their life then their partnership can break up in a second... So Keep Smiling 😊
@ meghBalika

-


10 AUG 2021 AT 4:35

Eyes never lies... Look at the eyes, not the face... Judge by merits, not by sense

-


Fetching MmouMita Dutta Quotes