Dear Junior’s
we wanted to take a moment to thank you for the heartfelt farewell and best wishes! Your support has meant a lot to us. we truly appreciate your support and encouragement throughout our time together. Wishing you all the best moving forward!"-
রঙের সাথে রঙ পাল্টায়, মুখের সাথে মুখোশ,
আশেপাশে মানুষ থাকতে, শুধু গিরগিটির কী দোষ...-
জাত যখন শিল্পকে খায়,
নীরবে কাঁদে জগৎ পিতা ।
এমন করেই ধর্ম শেখায় ,
তোমার কোরান , আমার গীতা-
স্মৃতি তার ধুয়ে গেছে, বেশামাল চারপাশ
কফি আনে স্বর্গ সুখ, পথ দেখায় উপন্যাস-
জীবন খেলায় খেলতে খেলতে ক্লান্ত হচ্ছে মন,
সাথে মন ভাঙা অনুরাগের অনুরশন...
ঝড় মেঘ ভাসছে সাজানো খেয়াতরী
জমানো অভিমানে ওজন ও যে তার বড্ড ভারী-
শব্দের চিৎকারে আজ কলমও নীরব ছিল
সাদা কাগজের ওপর শুধু রাগের চিহ্ন ছিল।-
সবাই বলে মেয়েদের কোনো
নিজের বাড়ি হয় না
কিন্তু আসল কথা হলো
তাদের ছাড়া কোনো বাড়িই
সম্পূর্ণ হয় না-
ভালোবেসে জয় করবো
জোর করবো না কখনো
নিজেকে যেদিন তোর যোগ্য করবো
ভালোবাসবো তোমাকে সেদিনও-
তুমি আমার অবসরে
অফুরন্ত এক ভাবনা.....
তোমার কল্পনায় দিন কেটে যায়
টেরই আমি পাইনা..
-
তাহলে আবার একবার
অচেনা হয়ে যাই ।
তোমার গল্পে আমি
খারাপ থাকি ।
আমার গল্পে তুমি
স্বাধীন পাখি ।-