Mita Neogi   (MITA NEOGI (বে-খেয়ালী মন)
82 Followers · 4 Following

Joined 28 March 2019


Joined 28 March 2019
5 MAR AT 21:24

সততার জন্য, ভালোবাসার জন্য
অশান্তি সবটুকু থাক ঠকবাজের জন্য!
সময় থেমে থাকেনা, খেলা শুরু হয়েছে, অপেক্ষার প্রহর আর বেশি বাকি নেই!

-


1 FEB AT 23:33

নয়ন জলে তুমি না ভাসলেও বিবেক তোমায় আমার কথা ভুলতে দেবেনা,

পশ্চাতাপের আগুনে হৃদয়ের ছাইয়ের পাহাড়
তোমায় মাথা তুলতে দেবেনা।

তুমি অপেক্ষাতে থেকো সেদিনের.......

যেদিন তোমার সত্যিকারের জমাট বাঁধা কষ্টের বাঁধ টুটে নয়নে বান ডাকবে

তখনও কারো সহানুভূতি টুকু তোমার জন্য জীবিত না থাকে।

-


26 SEP 2024 AT 21:27

soul and soulmate...
either the soul become soulmate or the soulmate become stranger....

-


26 SEP 2024 AT 21:05

better then you... but you are dark phase of my life.

-


26 SEP 2024 AT 20:50

tending a person who ignore always me but I care him with love.

-


11 AUG 2024 AT 9:20

বলতে করছো মিছেই ছলনা,
সব কি বলে বোঝাতে হয়...
নীরবতা অনেক কিছু বুঝিয়ে যায়।

খাঁচায় রেখে বশ মানানো
বাসনা জাগেনি কভু কখনো,
ভালোবাসায় বাঁধতে চেয়েছি
তাই হয়তো ব্যার্থ হয়েছি!

-


8 AUG 2024 AT 5:44

ফিরে দেখি হারিয়ে গেছে আপন জন
কেউ নেই আমার অপেক্ষায়
কত শ্রাবণ আসে যায়, কত কালো মেঘ
ভেসে যায়.....
চোখের জলের নোনা নদী
শুধুই দাগ রেখে যায়!

-


5 DEC 2023 AT 12:04

শরীরে এক অদ্ভুত উন্মাদনা
হারিয়ে ফেলেছি নিজেকে এই স্বর্গীয় আবেশে,
হৃদয়ের স্পন্দন জানিয়ে দিচ্ছে মন আজও মরেনি, সবুজের ছোঁয়া তার প্রতিটি কোনায়, কোনায়।

-


13 NOV 2023 AT 13:19

আয় রে আয় সকলে মিলে
করবো মায়ের সাধনা
মা তুষ্ট হলে পরে
পুরাবে সকল কামনা!

-


17 SEP 2023 AT 5:19

যেটুকু ছিলো ভালোবাসা,
মিছে আশায় গড়েছিলেম আমি এতো কাল
আজ হারিয়ে গেল সব, তলিয়ে গেল অতল গহ্বরে,
তবু বে-হায়া মন......
"ভালোবাসা " খুঁজে মরে!

-


Fetching Mita Neogi Quotes