যোগাযোগ কাকে বলে?
সে কি শুধু কথা বলা?
পাশাপাশি থাকা?
না কি দূর থেকে মনে রাখা?
হয়তো সবগুলোই ঠিক?
আবার হয়তো শেষেরটা ঠিক?
সে যা হোক.....
আমি মনে করি যোগ মানে মনের মিল
তাই একবার যোগের সঙ্গে আর একবারের যোগকে
যোগাযোগ বলি আমি.....
ভুলে না গিয়ে তাকে কাছে পাওয়া মনে মনে......
যোগের মতো যোগ হলে কি আর যোগাযোগ বিচ্ছিন্ন হয় কোনোদিন???-
23 OCT 2019 AT 18:58