Mita Dutta Banik  
179 Followers · 10 Following

Joined 2 June 2019


Joined 2 June 2019
6 MAY 2023 AT 14:58

অনুগল্প...চাওয়া পাওয়া...
চাওয়া একদিন পাওয়াকে বললো, "আমি যেখানে তুই কি সেখানে কোনোদিনও এক মুহূর্ত থাকতে পারিস না?"
পাওয়া বললো "তুই আর আমি একসাথে যদি কখনও বা একসাথে হইও তাহলেও মানুষের মন আমাদের একসাথে থাকতে দেবে না।"
চাওয়া বললো "ঠিক ঠিক ঠিক "

-


6 MAY 2023 AT 14:42

Write the true experiences of society.

-


4 MAY 2023 AT 13:45

তুই কি চিনিস সেই পথ?
জমানো কষ্টের মেঘ যখন শান্ত কোনো
এক মনের কাছে কিছুটা সময় কাটায়
তখনই তো কষ্টের অবসান....
জীবনের এই মুহূর্তটাই প্রকৃতিতে ছড়িয়ে পড়ে
শ্রাবণের ধারায়.....

-


3 MAY 2023 AT 16:31

ভিজছে যার চোখ
অবিচারের আঘাতে
তাকে কি আর চেনাতে হয়?

চেনাতে তো হয় তাকে
যার চোখে জল নেই
অবিচারের আঘাতে নীরব হয়েছে যে।

পাথর সরাতে শারীরিক শক্তি চাই
নীরবতা সরাতে একটু সুবিচার চাই

-


2 MAY 2023 AT 17:08

.. অনুগল্প.... সমস্যা
ডাক্তার :রোগীকে, আপনি কি কখনও ধাক্কা খেয়েছেন?
রোগী : গোপন কখনও প্রকাশ্যে আসুক আমি চাই না।
ডাক্তার : বুঝলাম।
রোগী :আপনি তো আমার সমস্যা বাড়িয়ে দিলেন।
ডাক্তার :আমার করার কিছু নেই। এটা জানাই আমার চিকিৎসার পদ্ধতি।
রোগী :আসি ডাক্তারবাবু।
ডাক্তার :আমার ফিসটা?
রোগী :রোগ সারানোটা আগে শিখুন তারপর ফিস চাইবেন।

-


2 MAY 2023 AT 9:32

You are the light which shows the right of labour now and for the coming future.

-


1 MAY 2023 AT 16:06

শ্রম যখন পায় না সুযোগ
নিজেকে প্রমাণ করার
এমন দিন যে বড়ো দুর্দিন
মনে জমে ওঠে ক্ষোভের পাহাড়... ঠিক যেমন
জলভরা নদীর পাশের জমি যখন চাষের যোগ্য
জমিতে যাওযার সুযোগ হারায়
তখনই যে শ্রমদিবস তার
নিজের মূল্য হারায়....
শ্রম বাঁচুক তার যোগ্য মূল্য পেয়ে

-


30 APR 2023 AT 20:37

মানুষ হ্যাঁ মানুষই ভালো মন্দের বিচার করার
সুযোগ পেয়েছে তার অমূল্য জীবনে
কিন্তু সেই মানুষ যেখানে হাতে গোনা হয়
সেখানে বিচার কি সুবিচার কখনও হয়?
বিষয়টি হোলো শারীরিক আকৃতি নিয়ে জন্মানো
মানুষ তো অনেকই রয়েছে
কিন্তু মনুষ্যত্ব সহ মানুষ সে আজ কোথায়
যারা মন্দকে চিনতে পারবে?

-


29 APR 2023 AT 18:58

কর্মক্ষেত্রে
কিন্তু লক্ষ্য থাকুক এক

-


28 APR 2023 AT 20:11

মানুষ হিসেবে
সেটুকু শোধ করতেই এই পৃথিবীতে আসা
সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায়
মিথ্যের নেই কোনো অপৎকালীন বাসা
আছে যা...
তা হোলো...
সত্যের চিরন্তনী গাঁথা....

-


Fetching Mita Dutta Banik Quotes