তিন ভাই
অতীত, বর্তমান আর ভবিষ্যৎ
একদিন বর্তমান ভাবলো
দাদাকে না বলেই কিছু কাজ করা ঠিক
কারণ দাদা হয়তো আমার কাজ মেনে নেবে না
শুনে ভবিষ্যৎ ছোটো ভাই বললো
এটা কি কিন্তু তুই ভুল করলি
দাদার অভিজ্ঞতা থেকে তোর কিছু শেখা উচিত
আমরা তিন ভাই যে একে ওপরের পরিপূরক
যদি মিলেমিশে হই তিন
ভালো কাটবে আমাদের দিন-
20 NOV 2019 AT 18:17