17 AUG 2019 AT 17:11

মামা ভাগ্নির মজার কথা
তোমরা কেউ বুঝবে না
মামা খুব রেগে গিয়ে
ভাগ্নিকে আর বকবে না
ভাগ্নি কিন্তু খুব দুস্টু
সঙ্গে বুদ্ধিমতী
দুস্টু বুদ্ধিতে মামা জব্দ
মুখে নেই কোনো শব্দ
তবে মামা ভাগ্নির এই কথা
চলছে নেটের দুনিয়ায়
আসল মামা আসল হয়ে
কোথায় আজ নিজেকে লুকায়??
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

-