Misty Mitra   (Shibangi)
46 Followers · 30 Following

লিখতে ভালোবাসি , তবে লেখিকা নই।
Joined 22 February 2019


লিখতে ভালোবাসি , তবে লেখিকা নই।
Joined 22 February 2019
5 MAY 2021 AT 12:05

আমি জানিনা তুমি বদলেছো কিনা,
কথা হয়না আজ প্রায় অনেক মাস,


তোমার অপেক্ষায় কাটে আমার মাসের-পর-মাস।
হয়তো তুমি ধরেছো অন্য কারোর হাত
তোমার স্মৃতিচারণে কষ্টে কাটে রাত।

তবে কি......

যে প্রেমিকের স্পর্শে গন্ধে মোহে দিয়েছিলাম সারা,
আজ কি সে খুশি আমাকে ছাড়া?
তোমার ফোন কলে আজ অন্যের গলা ভাসে!
অপেক্ষায় থাকি যদি তোমার একটা কল আসে?

তবে জেনে রেখো.......
সবশেষে অপেক্ষারাও নিরাশ হয় ,
তাদের সমাপ্তি ঘটে,

তখন বোধহয় প্রেমিকার নামে অশ্লীল ভাষা রটে।।

--✍️ শিবাঙ্গি

-


20 APR 2021 AT 8:17

Parents
Dream's
Success





Shibangi

-


19 APR 2021 AT 22:02

I love you,will you marry me 🤩



Shibangi

-


19 APR 2021 AT 19:41

দূরে সরিয়ে রেখে সমস্ত রাগ,

এখনও স্মৃতির ভীড়ে খুঁজি তোমায়,
কিন্তূ আজও তোমার কোথায় সময়

চুপটি করে ভাবতে থাকি,
তোমার কেউ ছিলাম নাকি

স্মৃতি গুলো সব একলা আমার
প্রয়োজন নেই আজ আর যে তোমার,

-


19 APR 2021 AT 19:31

Don't leave me please !


Shibangi

-


16 APR 2021 AT 10:41

দিন শেষে যদি অভিমানে ডুবে যাই আরো,

তুমিও তো অভিমান ভুলিয়ে জড়িয়ে ধরতে পারো!!

শিবাঙ্গী

-


8 MAR 2021 AT 8:23

যদি আর কারে ভালবাসো

যদি আর ফিরে নাহি আসো 


শিবাঙ্গী

-


4 DEC 2020 AT 22:33

কিছু কিছু বিচ্ছেদ মুক্তির পথ হেঁটে যাওয়া শেখায়।।

শিবাঙ্গী

-


25 SEP 2020 AT 21:06

তীব্র অভিমানের জলরাশি চোখের কোণে এসে,

ডুবিয়ে নিয়ে গেলো কোনো এক অতলের দেশে।।

শীবাঙ্গি

-


18 SEP 2020 AT 9:17



তোমায় ভালোবেসে সইতে হয় অবহেলা যত,
আদৌও কি সুখ এটা নাকি গাঢ় ক্ষত,
💔😊


শীবাঙ্গী

-


Fetching Misty Mitra Quotes