♥️Misti♥️   (Shruti Majumder)
39 Followers · 4 Following

Follow me on instagram (_miss_majumder2002_)🤗🍁
Joined 17 March 2018


Follow me on instagram (_miss_majumder2002_)🤗🍁
Joined 17 March 2018
27 OCT 2023 AT 1:43

তীব্র ভালোবাসার পরও যখন নিজের মানুষটাকে নিজের করে পাওয়া হয়না তখনই বোধ হয় মানুষ নিজের ইচ্ছায় মরে 💔

-


27 OCT 2023 AT 1:34

প্রত্যেকটা মানুষের নিজের নিজের আলাদা গল্প থাকে কেউ গল্পের বই লিখে ফেলে তা দিয়ে আর কেউ ছোটো ছোটো চারটি লাইনে তার জটিল ভাষায় সংক্ষিপ্ত বর্ণনা দেয় , তফাৎ এইটুকুই আমরা গল্পের বইটা পুরোটা পড়ে ফেললে তার ভেতরে বর্ণনা করা কষ্ট গুলো অনুভব করতে পারি কিন্তু ওই চারটি লাইনের পিছনে লুকানো হাজার হাজার কষ্ট আমরা হয়তো আমার অনুভব করতে চাইনা কারণ সেই জটিল ভাষা দেখেই তার থেকে পালাই 😅




-


14 OCT 2023 AT 12:32

আশ্বিন মাসে, শরৎকালে দেবী পক্ষের সূচনা ঘটিয়াছে ,
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্বরে কাশফুল ও প্রাণের ছোঁয়া পাইয়াছে;
মা দূর্গার আগমনেই ঢাকের আওয়াজ উঠবে বেজে
দেখতে দেখতে মন বিষন্ন করিয়া , আবার মা গমন করিবেন স্বর্গ লোকে ।।

🌸শুভ মহালয়া🌸

-


3 OCT 2023 AT 18:27

লেখা বন্ধ করেই দিয়েছিলাম প্রায়
হয়তো কোনো কারণ ছাড়াই,
আসলে কারণ ভাবতে বসলে
প্রত্যেকটা কথায় তোমার নামই আসবে শুধু তাই


আমি আর কাউকে কারণ জানতে চাই নাই🫰🏻

-


6 JUN 2023 AT 3:02

ঘুম উড়ে যায় হঠাৎ করেই ,
সারাদিন শুধু ভাবি তোমায়
বাস্তবে আমার নাই বা হলে ;
কিন্তু, কল্পনাতেও তো তুমি আমার নয়!

-


5 MAY 2023 AT 1:10

আমার আর অন্ধকারের পুরনো দিনের বোঝাপড়া,
সুন্দর দিনের পরেও যেমন একাই থাকে পরে একঘেয়েমি মনমরা....

-


29 APR 2023 AT 23:01

সোজা পথেই হাঁটছিলাম বেশ খানিক্ষণ ধরে
আচমকাই পিছন ঘুরে দেখতে পেলাম তোরে;

হঠাৎ করেই থমকে গেলো আমার দুইখান পা
বুকের ভেতর বলছিল কেউ আর একবার পিছন ঘুরে দেখ না😅

-


31 MAR 2023 AT 14:08

দুর্বল আমি তোমার প্রতি তুমিও সেটা মানো,
বলতে আমি আটকাইনা বোধয় সেটাও জানো!

সবাই কেমন বলে ভালোবাসা নাকি মারণ রোগ
আমিই এখন ভুক্তভুগী কারণ ভালোবাসা নয়, তোমার সংযোগ..

-


25 FEB 2023 AT 7:40

তুমি আমার, আমারই রবে চিরদিন
ভুলত্রুটি সব মাফ করলাম আজ ,
কারণ আজ ভালবাসার মারণ দিন

-


8 JAN 2023 AT 14:56

এই হাসছি , এই কাঁদছি ভালো খারাপের
মধ্য দিয়ে রোজ বদলায় জীবনের তাল ;

যে এখন আমার, পরক্ষনেই তোমার
মানুষ বড়োই আজব ? আসলে ঠিক তার নয় ,
সবটাই সময়ের মায়াজাল ।।

-


Fetching ♥️Misti♥️ Quotes