Miss Banerjee   (MISS BANERJEE)
799 Followers · 439 Following

I value respect more than soothing words.
Joined 4 December 2020


I value respect more than soothing words.
Joined 4 December 2020
14 OCT 2024 AT 13:00

শুভ বিজয়া
_____________

-


11 JUL 2024 AT 11:11

সময়ের সাথে সাথে তুমি হঠাৎ করেই কেমন যেন বদলে গেলে, হয়তো বদলেছি আমিও।
অনুভূতির অঙ্ক এখন নট ইকুয়াল টু তে জায়গা নিয়েছে;
আমার কষ্টগুলো আর তোমাকে স্পর্শ করেনা, আমার চোখের জল তোমার কাছে এখন নিতান্তই বিরক্তিকর
আমাদের দূরত্ব আজ অনেকটা।
তোমাকে ভালোবেসে ছিলাম তাই তোমাকেই পেতে চাই; নতুন কোনো তুমি কে নয়।
আজ আসলাম।
দেখা হবে আবার অন্য কোনো সময়ে, অন্য কোনো মুহূর্তে।।

-


4 JUN 2024 AT 15:35

-


27 MAY 2024 AT 22:46

-


26 MAY 2024 AT 16:00

-


24 MAY 2024 AT 14:31

-


17 MAY 2024 AT 19:37

কষ্টে সাজানো মনের ঘরে-
অভাব আজ মারছে উঁকি;
নখের নিচে নিঃসঙ্গতার পাঁচিল উঠছে।।

জীবন ছায়াপথ পেরিয়ে
কবি হওয়ার স্বপ্ন দেখছে;
ভালোবাসা খুঁজছে।।

অলিগলির মতো স্বপ্ন নিয়ে
পড়ন্ত বিকেলের শূন্য রাস্তা প্রেম বিকোচ্ছে;
হৃদয়ের ক্যানভাসে বারুদের স্কেচ এঁকে ভালোবাসা আজ আফসোস করছে।।


-


18 APR 2024 AT 16:01

তোর শরীর ছোঁয় উষ্ণতা, নক্ষত্রে বিষাদের বিষ;
স্বপ্ন নিয়ে খেলা হলেও, শুধু আমাকেই ভালোবাসিস।।

-


8 APR 2024 AT 21:44

একাকীত্ব গ্রাস করছে শহরকে-
হৃদয়ে আসছে মৃত্যু,
বিছানার কিনারে রক্তের দাগ;
ভয়ঙ্কর শিহরণ!

নিস্তব্ধ নিশুতি আকাশ,
সাক্ষী শুধু রুপোলী হলুদ পাতা।।

-


5 APR 2024 AT 21:40

দুঃখ নিয়ে কাঁদে রানী-
যদিও ঐশ্বর্য প্রচুর;
পান্তা ভাত নুনেই খুশি-
এইতো নিম্নবিত্তের দৌড়।

কতজন আছে গেছে-
বন্ধুত্ব আসেনি;
কতজন ভালোবেসে-
ভালোবাসি বলেনি।।

-


Fetching Miss Banerjee Quotes